শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল হল ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অনুষ্ঠানে প্রতি বছর সেরা তামিল ভাষার চলচ্চিত্রের অভিনেতাকে প্রদত্ত পুরস্কার। ১৯৭২ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল | |
---|---|
![]() ![]() ২০১৮ সালের বিজয়ীরা ধনুশ এবং বিজয় সেতুপতি | |
বিবরণ | তামিল চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়কারী সেরা পুরুষ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৭২ |
বর্তমানে আধৃত | ধনুশ ভাড়া চেন্নাই একই সঙ্গে বিজয় সেতুপতি ৯৬ (২০১৮) |
ওয়েবসাইট | filmfare |
বিজয়ীদের তালিকা
১৯৭০-এর দশক
বছর | চিত্র | অভিনেতা | চরিত্র | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
১৯৭২ | ![]() | শিবাজি গণেশন | এন্থনি | জ্ঞান ওলি | [1] |
১৯৭৩ | ![]() | শিবাজি গণেশন | • রজিনী • কন্নন | গৌরব | [2] |
১৯৭৪ | ![]() | জেমিনি গণেশন | নান আভান ইল্লাই | [3] | |
১৯৭৫ | ![]() | কমল হাসন | প্রসন্ন | অপূর্ব রাগাঙ্গাল | [4] |
১৯৭৬ | ![]() | কমল হাসন | রবি | ওরু উধাপ্পু কান সিমিত্তুগিরাধু | [5] |
১৯৭৭ | ![]() | কমল হাসন | গোপালকৃষ্ণ / ছাপ্পানি | ১৬ ভায়াথিনিলে | [6] |
১৯৭৮ | ![]() | কমল হাসন | দিলীপ | ছিগাপ্পু রোজাক্কাল | [7] |
১৯৭৯ | ![]() | শিবকুমার | সেমপাত্তাই | রোসাপ্পু রাভিক্কাই কারি | [8] |
১৯৮০-এর দশক
বছর | চিত্র | অভিনেতা | চরিত্র | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
১৯৮০ | ![]() | শিবকুমার | গজা | বন্দীচক্কর | [9] |
১৯৮১ | ![]() | কমল হাসন | রঘু | রাজা পারভাই | [10] |
১৯৮২ | ![]() | মোহন | রবি কুমার | পায়ানাঙ্গাল মুড়িবাতিল্লাই | [11] |
১৯৮৩ | ![]() | ভাগ্যরাজ | মুনদানাই মুড়িচ্চু | [12] | |
১৯৮৪ | ![]() | রজনীকান্ত | মাণিক | নাল্লাভানুকু নাল্লাভান | [13] |
১৯৮৫ | ![]() | শিবাজি গণেশন | মালাইস্বামী | মুদাল মারিয়াদাই | [14] |
১৯৮৬ | বিজয়কন্ত | চিন্নামণি | আম্মান কোভিল কিড়াগালে | [15][16] | |
১৯৮৭ | ![]() | সত্যরাজ | বালু তেবর | বেদ পুড়িদু | [17] |
১৯৮৮ | ![]() | কার্তিক | অশোক | অগ্নি নাটচাদিরাম | [18] |
১৯৮৯ | ![]() | কার্তিক | কান্নান | বরুশাম পাদিনারু | [18][19] |
১৯৯০-এর দশক
বছর | চিত্র | অভিনেতা | চরিত্র | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
১৯৯০ | ![]() | কার্তিক | পোন্নুরঙ্গ | কিড়াকু বাশাল | [18] |
১৯৯১ | ![]() | কমল হাসন | গুণশেখর / গুণ | গুণ | [20] |
১৯৯২ | ![]() | কমল হাসন | শক্তিবেলু তেবর | তেবর মাগন | [21] |
১৯৯৩ | ![]() | কার্তিক | পোন্নুমণি | পোন্নুমণি | [18] |
১৯৯৪ | ![]() | আর. শরৎকুমার | • শনমুগাম • পশুপতি | নেতামা | [22] |
১৯৯৫ | ![]() | কমল হাসন | আদি নারায়ণ | কুরুথিপুনাল | [20] |
১৯৯৬ | ![]() | কমল হাসন | • সেনাপতি • চন্দ্রবোস | ইন্ডিয়ান | [23][24] |
১৯৯৭ | ![]() | আর. শরৎকুমার | • শক্তিবেল গৌন্দর • চিন্নারাশু | সূর্যবংশ | [25][26] |
১৯৯৮ | ![]() | আর. শরৎকুমার | • চিন্নাইয়া • মুদাইয়া | নাটপুক্কাগা | [27] |
১৯৯৯ | ![]() | অজিত কুমার | • দেব • শিব | বালি | [28] |
২০০০-এর দশক
বছর | চিত্র | অভিনেতা | চরিত্র | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০০০ | ![]() | কমল হাসন | সৈকত রমণ আইনগর | হে রাম | [29] |
২০০১ | ![]() | বিক্রম | কশি | কশি | [30] |
২০০২ | ![]() | অজিত কুমার | • শিব • বিষ্ণু | ভিলেন | [31] |
২০০৩ | ![]() | বিক্রম | চিতা | পিতামাগান | [32] |
২০০৪ | ![]() | সুরিয়া | • চিন্না • কার্তিক | পেরাড়াগান | [33] |
২০০৫ | ![]() | বিক্রম | রামানুজান / রেমো (আন্নিয়ান) | আন্নিয়ান | [34] |
২০০৬ | ![]() | অজিত কুমার | • শিবশঙ্কর • বিষ্ণু • জীব | ভারালারু | [34] |
২০০৭ | ![]() | কার্তিক শিবকুমার | পারুতিবিরান | পারুতিবিরান | [35] |
২০০৮ | ![]() | সুরিয়া | • কৃষ্ণ • সূর্য কৃষ্ণ | ভারানাম আয়িরাম | [36] |
২০০৯ | ![]() | প্রকাশ রাজ | ভেঙ্গদাম | কাঁচিবরম | [37] |
২০১০-এর দশক
বছর | চিত্র | অভিনেতা | চরিত্র | চলচ্চিত্র | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০১০ | ![]() | বিক্রম | বীরাইয়া | রাবণন | [38] |
২০১১ | ![]() | ধনুশ | কেপি কারুপ্পু | আদুকালাম | [39] |
২০১২ | ![]() | ধনুশ | রাম | থ্রী | [40] |
২০১৩ | ![]() | অথর্ব | রাশা | পরদেশী | [41] |
২০১৪ | ![]() | ধনুশ | রঘুবর | ভেলাইইল্লা পাট্টাধারী | [42] |
২০১৫ | ![]() | বিক্রম | লিঙ্গেসান | আই | [43] |
২০১৬ | ![]() | মাধবন | প্রভু সেলভারাজ | ইরুধি ছুত্রু | [44] |
২০১৭ | ![]() | বিজয় সেতুপতি | বেদ | বিক্রম বেদ | [45] |
২০১৮ | ![]() |
ধনুষ | আনবু | ভাড়া চেন্নাই | [46] |
![]() | বিজয় সেতুপতি | রাম | ৯৬ |
পরিসংখ্যান
পরিসংখ্যান | অভিনেতা | রেকর্ড |
---|---|---|
সর্বাধিকবার বিজয়ী | কামাল হাসান | ১০ |
সর্বাধিকবার মনোনীত | কামাল হাসান | ১০ |
কোন পুরস্কার না জয় করে সর্বাধিকবার মনোনীত | বিজয় | ৬ |
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | শিবাজি গণেশন | ৫৮ |
বয়োজ্যেষ্ঠ মনোনীত | রজনীকান্ত | ৬৬ |
সর্বকনিষ্ঠ বিজয়ী | কামাল হাসান | ২১ |
সর্বকনিষ্ঠ মনোনীত | ধনুষ | ২১ |
তথ্যসূত্র
- "The Times of India Directory and Year Book Including Who's who"। ১৪ অক্টোবর ১৯৭৩ – Google Books-এর মাধ্যমে।
- Reed, Sir Stanley (১৪ অক্টোবর ১৯৭৪)। "The Times of India Directory and Year Book Including Who's who"। Bennett, Coleman & Company – Google Books-এর মাধ্যমে।
- Reed, Sir Stanley (১৪ অক্টোবর ১৯৮৪)। "The Times of India Directory and Year Book Including Who's who"। Bennett, Coleman. – Google Books-এর মাধ্যমে।
- Reed, Sir Stanley (১৪ অক্টোবর ১৯৮৪)। "The Times of India Directory and Year Book Including Who's who"। Bennett, Coleman. – Google Books-এর মাধ্যমে।
- Reed, Sir Stanley (১৪ অক্টোবর ১৯৮৪)। "The Times of India Directory and Year Book Including Who's who"। Bennett, Coleman. – Google Books-এর মাধ্যমে।
- "The Times of India Directory and Year Book Including Who's who"। ১৪ অক্টোবর ১৯৭৯ – Google Books-এর মাধ্যমে।
- "The Times of India Directory and Year Book Including Who's who"। ১৪ অক্টোবর ১৯৮২ – Google Books-এর মাধ্যমে।
- "The Times of India Directory and Year Book Including Who's who"। ১৪ অক্টোবর ১৯৮২ – Google Books-এর মাধ্যমে।
- "Collections"। Update Video Publication। ১৪ অক্টোবর ১৯৯১ – Google Books-এর মাধ্যমে।
- "Collections"। Update Video Publication। ১৪ অক্টোবর ১৯৯১ – Google Books-এর মাধ্যমে।
- "Collections"। Update Video Publication। ১৪ অক্টোবর ১৯৯১ – Google Books-এর মাধ্যমে।
- "Collections"। Update Video Publication। ১৪ অক্টোবর ১৯৯১ – Google Books-এর মাধ্যমে।
- "Collections"। Update Video Publication। ১৪ অক্টোবর ১৯৯১ – Google Books-এর মাধ্যমে।
- "Collections"। Update Video Publication। ১৪ অক্টোবর ১৯৯১ – Google Books-এর মাধ্যমে।
- "34th Annual Filmfare Awards South Winners : kumar : Free Download & S…"। ২৮ মে ২০১৭। ২৮ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Collections"। Update Video Publication। ১৪ অক্টোবর ১৯৯১ – Google Books-এর মাধ্যমে।
- "Veterans steal the show at 61st Idea Filmfare Awards"। The Times of India। ১৩ জুলাই ২০১৪। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪।
- "Filmfare Best Actor Actress Director Tamil : Santosh Kumar : Free Dow…"। ১ মে ২০১৮। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Vidura"। C. Sarkar.। ১৪ অক্টোবর ১৯৯০ – Google Books-এর মাধ্যমে।
- Dave, Kajol। "Filmfare trivia: Kamal Haasan"। Filmfare। ২৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩।
- "40th Awards - Best Director" (JPG)।
- "1995 India"। India Today। 20 (19–24): 136। ১৯৯৫। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১১।
- "Filmfare - South Special"। ১৮ অক্টোবর ১৯৯৯। ১৮ অক্টোবর ১৯৯৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- "Archived copy"। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩।
- "Iruvar awards"। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০৮।
- "Iruvar awards"। filmibeat.com। সংগ্রহের তারিখ মার্চ ১৩, ২০১৮।
- "46th Awards - Winners" (JPG)।
- "The Hindu : Star-spangled show on cards"। Hinduonnet.com। ২০০০-০৪-১৫। ১৫ জুলাই ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৩।
- Kannan, Ramya (২০০১-০৩-২৪)। "Trophy time for tinseldom"। Chennai, India: The Hindu। ২০১১-০৫-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৩।
- "Nuvvu Nenu wins 4 Filmfare awards"। The Times of India। ৬ এপ্রিল ২০০২। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১১।
- "Ajit, Simran bag Filmfare awards"। The Times of India। ১৭ মে ২০০৩। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১১।
- "Pithamagan sweeps FilmFare Awards - Tamil Movie News"। IndiaGlitz। ১৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১১।
- "Surya shines, Cheran sizzles - Tamil Movie News"। IndiaGlitz। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১১।
- "Events - The 53rd Film Fare Awards"। IndiaGlitz। ১১ সেপ্টেম্বর ২০০৬। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১১।
- "I want to look nice shirtless: Karthi"। The Times of India। ২৩ জুলাই ২০০৮। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১১।
- "The glowing filmfare night!"। The Times of India। ২ আগস্ট ২০০৯। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১১।
- "Prakash Raj film got to be good: Prakash"। The Times of India। ১৭ আগস্ট ২০১০। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১১।
- "Mani sir, I owe you one"। The Times Of India। ৪ জুলাই ২০১১। ২১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- "59th Idea Filmfare Awards South (Winners list)"।
- "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)"।
- "Winners of 61st Idea Filmfare Awards South"।
- "Winners of 62nd Britannia Filmfare Awards South"।
- "Winners of the 63rd Britannia Filmfare Awards (South)"।
- "Winners of the 64th Jio Filmfare Awards (South)"।
- "Winners of the 64th Jio Filmfare Awards (South)"।
- "Winners of the 66th Filmfare Awards (South) 2019"। Filmfare। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.