শ্রেণি (জীববিদ্যা)
শ্রেণী হচ্ছে জীববিদ্যার একটি বিশেষ শ্রেণীবিন্যাসবৈদ্যিক ধাপ যা পর্বের নিচে ও বর্গের উপরে অবস্থান করে। শ্রেণীবিন্যাসের ক্রমটি হচ্ছে জগত, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। অন্যান্য ধাপের মত শ্রেণীর ও উপধাপ রয়েছে যা উপশ্রেণী নামে পরিচিত।
প্রাণিবিজ্ঞান থেকে উদাহরণ
নাম | অর্থ | উদাহরণ ১ | উদাহরণ ২ | উদাহরণ ৩[1] |
---|---|---|---|---|
অধি-শ্রেণী | super: উপরে | চতুষ্পদ | ||
শ্রেণী | স্তন্যপায়ী | ম্যাক্সিলোপডা | সরোস্পিডা | |
উপ-শ্রেণী | sub: নিচে | থেরিয়া | থেকোস্ট্রাকা | অ্যাভিয়াল |
নিম্ন-শ্রেণী | infra: নিচে | বার্নাকল | পাখি | |
ক্ষুদ্র-শ্রেণী | parvus: ক্ষুদ্র, অগুরুত্বপূর্ণ | পাখি |
তথ্যসূত্র
- Classification according to Systema Naturae 2000, which conflicts with Wikipedia's classification. "The Taxonomicon: Neornithes"। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.