শ্রী শ্রী অনিরুদ্ধদেব ক্রীড়া বিশ্ববিদ্যালয়
শ্রী শ্রী অনিরুদ্ধদেব স্পোর্টস ইউনিভার্সিটি আসামের ডিব্রুগড় জেলার চাবুয়াতে অবস্থিত একটি সরকারি স্টেট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আসাম "শ্রী শ্রী অনিরুদ্ধদেব স্পোর্টস ইউনিভার্সিটি আইন, ২০১৮" দ্বারা প্রতিষ্ঠিত হয় যা ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসাম বিধানসভায় অনুমোদন হয়েছিল, পরবর্তীতে ১০ ডিসেম্বর ২০১৮-এ বিশ্ববিদ্যালয়টি আসামের রাজ্যপালের সম্মতি প্রাপ্ত হয়।[1] ২০২০ সালের ১০ই জুলাই জয় প্রকাশ বর্মা শ্রী শ্রী অনিরুদ্ধদেব স্পোর্টস ইউনিভার্সিটি প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[2] বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে পরিচালিত হচ্ছে।
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০২০ |
আচার্য | আসামের রাজ্যপান |
উপাচার্য | জয় প্রকাশ বর্মা |
অবস্থান | , , |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
ওয়েবসাইট | www |
বিভাগ ও অনুষদ
বিশ্ববিদ্যালয়টি ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শারীরিক শিক্ষা-বিপিইড চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি চালু করে।[3]
তথ্যসূত্র
- "The Assam Sri Sri Aniruddhadeva Sports University Act, 2018" (পিডিএফ)। PRSIndia (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- "First VC of Assam's Sports University takes charge"। Nenow.in।
- "First Sports University Of Assam Declared The First Four-Year Diploma In Physical Education"। dibrugarh24x7.com। ২০২০-১০-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.