শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দির, সিঙ্গাপুর

শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দির বা শ্রী পেরুমল মন্দিরটি সিঙ্গাপুরের অন্যতম পুরাতন হিন্দু মন্দির। এটি একটি কৃষ্ণ মন্দির যা সিঙ্গাপুরের ‘লিটল ইণ্ডিয়ার’ সেরাঙ্গুন সড়কে অবস্থিত।[1][2] মন্দিরের গোপুরাম বা তোরণে শ্রী বিষ্ণুর বিভিন্ন রূপের দৃশ্য চিত্রায়িত হয়েছে। এই মন্দিরটি ১৮৫৫ সালে নির্মিত। তবে এই ২০ মিটার উঁচু গোপুরামটি নির্মিত হয় ১৯৬৬ সালে। এটি নির্মাণে ব্যয় হয় ৩০০,০০০ সিঙ্গাপুরি ডলার।[3]

শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দির
ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்
斯里尼瓦沙柏鲁马兴都庙
Sīlǐníwǎshā Bòlǔmǎ Xīngdūmiào
শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দির, সিঙ্গাপুর
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
ঈশ্বরবিষ্ণু
অবস্থান
অবস্থান397 Serangoon Road, Singapore 218123
দেশসিঙ্গাপুর
শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দির, সিঙ্গাপুর সিঙ্গাপুর-এ অবস্থিত
শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দির, সিঙ্গাপুর
সিঙ্গাপুরে অবস্থান
স্থানাঙ্ক১°১৮′৪৭.৮″ উত্তর ১০৩°৫১′২২.৩″ পূর্ব
স্থাপত্য
ধরনদ্রাবিড় স্থাপত্য
সৃষ্টিকারীপি গোবিন্দসামি পিল্লাই
সম্পূর্ণ হয়১৮৫৫ (1855)
National monument of Singapore
পর্যাদাপ্রাপ্ত হয়১০ নভেম্বর ১৯৭৮ (1978-11-10)
সূত্র নং১৭
ওয়েবসাইট
শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দির

এই মন্দিরের চারপাশ পুকুর ও শাক সব্জির বাগানে ঘেরা। তাছাড়া মন্দিরে অনেক তুলশী গাছ আছে। মন্দিরে পেরুমল বা শ্রীকৃষ্ণের নীল রঙের মূর্তি আছে। এছাড়াও আছে শ্রীলক্ষ্মী ও সাধিকা আন্দালএর মূর্তি। এছাড়াও আছে ব্রহ্মাশিবের মূর্তি। মন্দিরে আরও আছে বিষ্ণুর বাহন গরুড়ের মূর্তি।[3]

ইতিহাস

১৮৫১ সালে, মন্দিরের জমিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্রয় করা হয় এবং ১৮৫৫ সালে নির্মাণ শেষ হয়। এটি প্রথমে শ্রী নরসিংহ পেরুমাল মন্দির নামে পরিচিত ছিল ।

সিঙ্গাপুরের প্রথম রাষ্ট্রপতি ইউসুফ ইশাক কর্তৃক ১৯ জুন ১৯৬৫ তারিখে একটি বিবাহের হল নির্মাণ করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছিল ।

পরবর্তী সময়ে, প্রবীণদের পরামর্শে, মন্দিরের প্রধান দেবতাকে নরসিংহ পেরুমল থেকে শ্রীনিবাস পেরুমল করা হয় এবং মন্দিরের নাম পরিবর্তন করে শ্রী শ্রীনিবাস পেরুমাল মন্দির করা হয় ।[4]

১০ নভেম্বর ১৯৭৮ সালে, মন্দিরটি সিঙ্গাপুরের একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে গেজেট করা হয়েছিল।[5]

পরিবহন

উত্তর-পূর্ব লাইনে ফারার পার্ক এমআরটি স্টেশনের হাঁটার দূরত্বের মধ্যে মন্দিরটিতে প্রবেশ করা যায় ।

তথ্যসূত্র

  1. "Sri Srinivasa Perumal Temple"www.roots.gov.sg। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৩
  2. "Sri Mariamman Temple | Infopedia"eresources.nlb.gov.sg। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৩
  3. "www.heb.gov.sg"। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪
  4. "Sri Srinivasa Perumal Temple"। ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২
  5. "164-year-old Sri Srinivasa Perumal Temple restored in consecration ceremony witnessed by PM Lee"The Straits Times। ২২ এপ্রিল ২০১৮।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.