শ্রীলা মজুমদার
শ্রীলা মজুমদার একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী।[1][2][3] তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৩ সালে তিনি চোখের বালি চলচ্চিত্রে ঐশ্বরিয়া রাইয়ের জন্য তার হয়ে বাংলায় কণ্ঠ দিয়েছিলেন।
প্রাথমিক জীবন
তিনি রামচন্দ্র মজুমদার এবং নানী মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮০ সালে, তিনি মৃণাল সেন পরিচালিত পরশুরাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তিনি বলিউডি তারকা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিলসহ একাধিক স্বনামধন্য অভিনয়শিল্পীর সাথে অভিনয় করেছেন।[4]
চলচ্চিত্র
- পরশুরাম (১৯৭৯)
- এক দিন প্রতিদিন (১৯৭৯)
- আকলের সন্ধে (১৯৮০)
- খরিজ (১৯৮২)
- চোখ (১৯৮২)
- অরোহন (১৯৮২)
- মান্দি (১৯৮৩)
- নাগমতি (১৯৮৩)
- খানদার (১৯৮৪)
- দামুল (১৯৮৫)
- চপার (১৯৮৬)
- এক পাল (১৯৮৬)
- ইটওয়া (১৯৮৮)
- আক্রান্ত (১৯৮৮)
- ছন্দনীড় (১৯৮৯)
- মন ময়ুরি (১৯৯০)
- নীলিমায় নীল (১৯৯১)
- এক পর্শা বৃষ্টি (১৯৯১)
- প্রসব (১৯৯৪)
- ফিরিয়ে দাও (১৯৯৪)
- পূজা (১৯৯৬)
- আসল নকল (১৯৯৮)
- প্রতিবাদ (২০০১)
- রাঙ্গামাটি (২০০৮)
- অভিসন্ধি (২০১১)
- আমার পৃথিবী (২০১৫)
- শঙ্কর মুডি (২০১৯)
- পার্সেল (২০২০)
তথ্যসূত্র
- "Sreela Majumdar: I owe my acting career to Gita Sen-di"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৩।
- ঘোষ, স্যমন্তক। "আড়ালের সংলাপ শ্রীলা মজুমদারের"। ebela.in। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৩।
- ঘটক, সুচন্দ্রা। "অন্য মোড়কে রং বিক্রি"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৩।
- "এবার সেরা কাজ করতে চান শ্রীলা মজুমদার"। এনটিভি অনলাইন। ১৮ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রীলা মজুমদার (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.