শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[1] এটি আখাউড়া–কুলাউড়া–ছাতক রেলপথের অন্তর্ভুক্ত। ১৯১২ সালে এটি চালু হয়।[2]
ইতিহাস
১৯১২ সালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চালু হয়। প্রথম দিকে ব্রিটিশরা রেলগাড়ি দিয়ে চা ও বিভিন্ন পণ্য উঠা-নামাতে এটি ব্যবহার করত। পরে আস্তে আস্তে এখানে ট্রেনে ভ্রমণকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পায়।[3]
রেল সেবা
২০২০ সালের হিসাবে মোট ছয়টি আন্তঃনগর ট্রেন এই স্টেশনে যাত্রাবিরতি দেয়। এর মধ্যে রয়েছে ঢাকা–সিলেট রেলপথের উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রাম–সিলেট রেলপথের উদয়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস।[4][5] এছাড়াও অনেক লোকাল ও মেইল ট্রেন এই স্টেশনে চলাচল করে।[6]
বর্তমান অবস্থা
ভিত্তি প্রস্তর স্থাপনের ১০০ বছর পার হয়ে গেলেও, সংস্কারের অভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশন বিভিন্ন সমস্যায় জর্জরিত। ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে প্রতিদিন ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। তবে বর্তমানে প্রযুক্তিগত সমস্যার কারণে সিলেট-চট্টগ্রাম রুটের জালালাবাদ এক্সপ্রেস মেল ট্রেন বন্ধ রয়েছে। ভ্রমণকারীরা টিকেট সঙ্কট, সরকারী শৌচাগারের অভাব, বসার ব্যবস্থার অভাব, অস্বাস্থ্যকর প্ল্যাটফর্ম, দুর্বল রেল লাইন, এবং প্রশাসন কর্তৃক প্রদত্ত সেবার মান নিয়ে অসন্তুষ্ট।[3][7]
চিত্রশালা
তথ্যসূত্র
- "শ্রীমঙ্গলে আটকা পড়েছে পারাবত এক্সপ্রেস"। দৈনিক প্রথম আলো। ২০১৯-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
- "প্রতিষ্ঠার শত বছর পার, এখনো সমস্যায় জর্জরিত শ্রীমঙ্গল রেলস্টেশন (ভিডিও)"। আরটিভি। ২০২০-০২-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
- "প্রতিষ্ঠার শত বছর পার, এখনো সমস্যায় জর্জরিত শ্রীমঙ্গল রেলস্টেশন (ভিডিও)"। আরটিভি। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭।
- "পর্যটন নগরী শ্রীমঙ্গলে আন্তঃনগর ট্রেন টিকিটের তীব্র সংকট"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-০২-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
- "শ্রীমঙ্গল স্টেশনে ট্রেনের টিকিট সঙ্কট বাড়ছে ভোগান্তি"। দৈনিক নয়া দিগন্ত। ২০২০-০২-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
- "সিলেট-আখাউড়া রেল সেকশনে সিডিউল বিপর্যয়: দুর্ভোগে ট্রেনযাত্রীরা"। বাংলা ট্রিবিউন। ২০১৬-০১-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
- "শ্রীমঙ্গল স্টেশনে ট্রেনের টিকিট সঙ্কট বাড়ছে ভোগান্তি"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)