শ্রীপুর ইউনিয়ন, চৌদ্দগ্রাম
শ্রীপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন।
শ্রীপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() শ্রীপুর ![]() ![]() শ্রীপুর | |
স্থানাঙ্ক: ২৩°১৭′৫২″ উত্তর ৯১°১৪′৪৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চৌদ্দগ্রাম উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ শাহজালাল মজুমদার (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২১.০৯ বর্গকিমি (৮.১৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩০,৭৬২ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৭২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
শ্রীপুর ইউনিয়নের আয়তন ২১.০৯ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
শ্রীপুর ইউনিয়নের জনসংখ্যা ৩০,৭৬২ জন।
অবস্থান ও সীমানা
চৌদ্দগ্রাম উপজেলার উত্তরাংশে শ্রীপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কাশিনগর ইউনিয়ন, পূর্বে কালিকাপুর ইউনিয়ন ও ঘোলপাশা ইউনিয়ন, দক্ষিণে শুভপুর ইউনিয়ন এবং পশ্চিমে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন ও ভুলইন দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
শ্রীপুর ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ।এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড এবং ৩৫টি গ্রাম রয়েছেঃ
- শ্রীপুর
- বাগৈগ্রাম
- বগৈড়
- বালুধুম
- বসুয়ারা
- ভাটরা
- ভাইজকরা
- ভাঙ্গাপুস্করণী
- ভিতরচর
- ভোয়াই
- ছেওরিয়া
- কাছনাই
- ছোট কাছনাই
- দেওখাড়
- ডুমুরিয়া
- গান্দাছি
- গোপালনগর
- হোসেনপুর
- গজারিয়া
- যশপুর
- কৈয়নী
- শকুন্তলা
- খেয়াইশ
- নালঘর
- মান্দারিয়া
- নারচর
- পদুয়া
- পাইকোটা
- পারুয়ারা
- লহরী
- রাজাপুর
- শরীফপুর
- তালতলী
- তারাপুস্করণী
- ত্রিশকোট
শিক্ষা ব্যবস্থা
মাধ্যমিক বিদ্যালয়
- শ্রীপুর প্রসন্ন একাডেমি
- নালঘর উচ্চ বিদ্যালয়
- চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয়
- ভাটরা কালজয়ী উচ্চ বিদ্যালয়
- বগৈর উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
- শরীপপুর মোত্তালিবিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ঢাকা চট্টগ্রাম হইতে মিয়াবাজার নেমে শ্রীপুর ইউনিয়ন পরিষদ উত্তর পদুয়া যাওয়া যাবে।
খাল ও নদী
শ্রীপুর ইউনিয়ন এর শ্রীপুর গ্রামের পাস দিয়ে বয়ে গেছে কাঁকড়ী নদী।
হাট-বাজার
শ্রীপুর ইউনিয়নের হাট-বাজারের তালিকাঃ
- নালঘর বাজার
- চৌমুহনী বাজার
- পদুয়া বাজার
- রাজাপুর বাজার
- কলাবাগান বাজার
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যানঃ মোহাম্মদ শাহজালাল মজুমদার