শ্রীপুর ইউনিয়ন, চৌদ্দগ্রাম

শ্রীপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

শ্রীপুর
ইউনিয়ন
৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদ
শ্রীপুর
শ্রীপুর
বাংলাদেশে শ্রীপুর ইউনিয়ন, চৌদ্দগ্রামের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৭′৫২″ উত্তর ৯১°১৪′৪৩″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচৌদ্দগ্রাম উপজেলা 
সরকার
  চেয়ারম্যানমোঃ শাহজালাল মজুমদার (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট২১.০৯ বর্গকিমি (৮.১৪ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩০,৭৬২
  জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৬.৭২
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫০০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

শ্রীপুর ইউনিয়নের আয়তন ২১.০৯ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

শ্রীপুর ইউনিয়নের জনসংখ্যা ৩০,৭৬২ জন।

অবস্থান ও সীমানা

চৌদ্দগ্রাম উপজেলার উত্তরাংশে শ্রীপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কাশিনগর ইউনিয়ন, পূর্বে কালিকাপুর ইউনিয়নঘোলপাশা ইউনিয়ন, দক্ষিণে শুভপুর ইউনিয়ন এবং পশ্চিমে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নভুলইন দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

শ্রীপুর ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ।এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড এবং ৩৫টি গ্রাম রয়েছেঃ

  • শ্রীপুর
  • বাগৈগ্রাম
  • বগৈড়
  • বালুধুম
  • বসুয়ারা
  • ভাটরা
  • ভাইজকরা
  • ভাঙ্গাপুস্করণী
  • ভিতরচর
  • ভোয়াই
  • ছেওরিয়া
  • কাছনাই
  • ছোট কাছনাই
  • দেওখাড়
  • ডুমুরিয়া
  • গান্দাছি
  • গোপালনগর
  • হোসেনপুর
  • গজারিয়া
  • যশপুর
  • কৈয়নী
  • শকুন্তলা
  • খেয়াইশ
  • নালঘর
  • মান্দারিয়া
  • নারচর
  • পদুয়া
  • পাইকোটা
  • পারুয়ারা
  • লহরী
  • রাজাপুর
  • শরীফপুর
  • তালতলী
  • তারাপুস্করণী
  • ত্রিশকোট

শিক্ষা ব্যবস্থা

মাধ্যমিক বিদ্যালয়
  • শ্রীপুর প্রসন্ন একাডেমি
  • নালঘর উচ্চ বিদ্যালয়
  • চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয়
  • ভাটরা কালজয়ী উচ্চ বিদ্যালয়
  • বগৈর উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  • শরীপপুর মোত্তালিবিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়

    যোগাযোগ ব্যবস্থা

    ঢাকা চট্টগ্রাম হইতে মিয়াবাজার নেমে শ্রীপুর ইউনিয়ন পরিষদ উত্তর পদুয়া যাওয়া যাবে।

    খাল ও নদী

    শ্রীপুর ইউনিয়ন এর শ্রীপুর গ্রামের পাস দিয়ে বয়ে গেছে কাঁকড়ী নদী

    হাট-বাজার

    শ্রীপুর ইউনিয়নের হাট-বাজারের তালিকাঃ

    • নালঘর বাজার
    • চৌমুহনী বাজার
    • পদুয়া বাজার
    • রাজাপুর বাজার
    • কলাবাগান বাজার

    জনপ্রতিনিধি

    • বর্তমান চেয়ারম্যানঃ মোহাম্মদ শাহজালাল মজুমদার

    আরও দেখুন

    তথ্যসূত্র

      বহিঃসংযোগ

      This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.