শ্রীপালি বীরাক্কোডি
শ্রীপালি শিরোমালা বীরাক্কোডি (সিংহলি: ශ්රීපාලී වීරකොඩි; জন্ম: ৭ জানুয়ারি, ১৯৮৬) কিরিন্ডিওয়েলা এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা শ্রীলঙ্কান প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে কোল্টস ক্লাবের পক্ষে খেলছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম-পেস বোলিং করে থাকেন।[1] এছাড়াও বামহাতে ব্যাটিংয়ে পারদর্শী শ্রীপালি বীরাক্কোডি।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শ্রীপালি শিরোমালা বীরাক্কোডি | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কিরিন্ডিওয়েলা, শ্রীলঙ্কা | ৭ জানুয়ারি ১৯৮৬|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক | ১ ডিসেম্বর ২০০৬ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক | ১২ জুন ২০০৯ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
২০০৩-২০০৭ | ক্যান্ডিয়ান লেডিজ ক্রিকেট ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||
২০০৮-২০৯ | স্লিমলাইন স্পোর্টস ক্লাব মহিলা | |||||||||||||||||||||||||||||||||||||||
২০০৯-বর্তমান | কোল্টস ক্রিকেট ক্লাব মহিলা | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকেটআর্কাইভ, ২৯ মে ২০১৭ |
খেলোয়াড়ী জীবন
১ ডিসেম্বর, ২০০৬ তারিখে পাকিস্তানের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। ১২ জুন, ২০০৯ তারিখে একই দলের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক হয় তার। ২০০৫ ও ২০১৩ সালের ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করেছেন। আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ২৩ মে, ২০১৭ তারিখে ইনোকা রাণাবীরার অধিনায়কত্বে শ্রীলঙ্কা দলের ১৫-সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[2] এতে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন।
২০১৪ সালে ইনছনে অনুষ্ঠিত ১৭শ এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
তথ্যসূত্র
- "Sripali Weerakkody"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১২।
- "Squads confirmed for ICC Women's World Cup 2017"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে শ্রীপালি বীরাক্কোডি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে শ্রীপালি বীরাক্কোডি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)