শ্যামল ছায়া
শ্যামল ছায়া ২০০৪ সালের বাংলাদেশী যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয়ে ছিলেন মেহের আফরোজ শাওন, রিয়াজ, হুমায়ুন ফরীদি, আহমেদ রুবেল, শিমুল প্রমুখ। এটি ২০০৬ সালে ৭৮তম একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের নিবেদিত দ্বিতীয় চলচ্চিত্র। যদিও এটি মূল অস্কারে মনোনীত হয়নি।
শ্যামল ছায়া | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | হুমায়ূন আহমেদ |
প্রযোজক |
|
রচয়িতা | হুমায়ূন আহমেদ |
চিত্রনাট্যকার | হুমায়ূন আহমেদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | মকসুদ জামিল মিন্টু |
চিত্রগ্রাহক | আনোয়ার হোসেন |
সম্পাদক | আতিকুর রহমান মল্লিক |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১১০ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
কাহিনিসংক্ষেপ
১৯৭১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। সারা দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ায় অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াতে থাকে। এমনই একদল আশ্রয় সন্ধানীর পলায়নের কাহিনি নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এক দল লোক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নিরাপদ গন্তব্যের পানে ছুটছে যদিও তারা নিশ্চিত নয়, নিরাপত্তা কোথায় পাওয়া যাবে।
অভিনয়ে
- মেহের আফরোজ শাওন - আশালতা
- রিয়াজ - মাওলানা
- হুমায়ুন ফরীদি - মুক্তিবাহিনীর কমান্ডার
- আহমেদ রুবেল - পীতাম্বর
- শিমুল - জনৈক ইঞ্জিনিয়ার
- স্বাধীন খসরু - আশালতার স্বামী
- সৈয়দ আখতার আলী -
- তানিয়া আহমেদ - রাত্রি
- এজাজুল ইসলাম - নৌকা চালক
- ফারুক আহমেদ - কাল্লু
- শামীমা নাজনীন -
- জেসমিন পারভেজ -
আরো দেখুন
বহিঃসংযোগ
- অলমুভিতে শ্যামল ছায়া (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্যামল ছায়া (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে শ্যামল ছায়া
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে শ্যামল ছায়া (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে শ্যামল ছায়া (ইংরেজি)
- রটেন টম্যাটোসে শ্যামল ছায়া (ইংরেজি)
- লেটারবক্সডে শ্যামল ছায়া (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.