শোল্লা ইউনিয়ন
শোল্লা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
শোল্লা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() শোল্লা ইউনিয়ন ![]() ![]() শোল্লা ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৩°৪২′৩৪.৮৭৭″ উত্তর ৯০°১০′১৪.৫২০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | নবাবগঞ্জ উপজেলা, ঢাকা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | দেওয়ান তুহিনুর রহমান |
আয়তন | |
• মোট | ৩৮.২৮ বর্গকিমি (১৪.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৮,০০৭জন |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও জনসংখ্যা
গ্রামের সংখ্যা: ৩০টি
মৌজার সংখ্যা: ১৩টি
মোট জনসংখ্যা: প্রায় ৩৮,০০৭ জন।
শিক্ষা
সাক্ষরতার হার: ২০০১ এর জরিপ অনুযায়ী সাক্ষরতার হার ৪৬%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১৪টি
- বে-সরকারী রেজি:প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
- উচ্চ বিদ্যালয়: ০৬টি।
দর্শনীয় স্থান
ব্রজ নিকেতন (জজ বাড়ি):
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান: মিজানুর রহমান ভূঁইয়া কিসমত ।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
বোরহান উদ্দিন খাঁন (চুনীমিয়া) | ১৯৬০-১৯৬৫ |
মাহবুবুর রহমান (তারামিয়া) | ১৯৬৫-১৯৭২ |
দেওয়ান জালালউদ্দিন আহমেদ | ১৯৭৩- |
বোরহান উদ্দিন খাঁন | ১৯৭৬-১৯৮৪ |
এম.এ. ওয়াহাব | ১৯৮৪- |
দেওয়ান সিরাজ উদ্দীন আহমেদ | ১৯৮৮- |
নোয়াব আলী | ১৯৯২- |
মিজানুর রহমান ভূঁইয়া কিসমত | ১৯৯৮-২০১১ |
মোহাম্মাদ ফজলুল হক | ২০১১ |
দেওয়ান তুহিনুর রহমান |
গ্রামসমূহের নাম
আইকবাড়ী, আওনা, আজগড়া, আবদানী, উত্তর বালুখন্ড, উলাইল, কাতিকপুর, কোন্ডা, কুমল্লী, খতিয়া, চকআওনা, চকসিংহড়া, চকোরিয়া, ঝনঝনিয়া, দওখন্ড, দক্ষিণ-পূর্ব সিংহড়া, দক্ষিণ বালুখন্ড, দুধঘাটা, নয়াহাটী, পাতিলঝাপ, পারাশুরা, বোয়ালী, মদনমোহনপুর, মহিষদিয়া, শোলানগর, শোল্লা, সিংজোর, সিংহড়া, সুলতানপুর, হায়াতকান্দা।[2]
আরও দেখুন
তথ্যসূত্র
- "শোল্লা ইউনিয়ন"। shollaup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬।
- "শোল্লা ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.