শেষ সংগ্রাম
শেষ সংগ্রাম ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্ট্য চলচ্চিত্র।[1] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর।[2][3] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, চম্পা, রাজীব, ডলি জহুর, দিলদার সহ আরও অনেকে।[4][5][6][7][8][9][10][11]
শেষ সংগ্রাম | |
---|---|
পরিচালক | গাজী জাহাঙ্গীর |
প্রযোজক | অগ্রদূত কথাচিত্র |
চিত্রনাট্যকার | গাজী জাহাঙ্গীর |
কাহিনিকার | গাজী জাহাঙ্গীর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শেখ সাদী খান |
চিত্রগ্রাহক | সিরাজুল ইসলাম সিরাজ |
সম্পাদক | জিন্নাত হোসেন |
পরিবেশক | সুলতানা পিকচার্স |
মুক্তি | ১৯৯৫ |
দৈর্ঘ্য | ২ ঘণ্টা ১০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯৫ সালে বাংলাদেশে মুক্তি পায়।মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়।
কাহিনি সংক্ষেপ
একজন পুলিশ ইন্সপেক্টরের চাকরি ছেড়ে দিয়ে পুলিশ প্রশাসনের ভিবিন্ন দুর্বলতার ও অসংলগ্নতা বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে ছবির গল্প।[12]
অভিনয়ে
সঙ্গীত
শেষ সংগ্রাম চলচ্চিত্রের গান রচনা করেছন মুন্সি ওয়াদুদ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শেখ সাদী খান এবং গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, কনকচাঁপা, সামিনা চৌধুরী ঝোনাক খান, এম.এ খালেক।
উল্লেখ্য
এই চলচ্চিত্রে জনপ্রিয় খল অভিনেতা রাজীব এর মুখের ইলু ইলু সংলাপটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।[5] এছাড়া পরবর্তী পরিচালক গাজী মাহবুব এই চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।[2]
তথ্যসূত্র
- "বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শেষ সংগ্রাম চলচ্চিত্র" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "গাজী মাহবুব | আনন্দ বিনোদন | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "নব্বই দশকের উল্লেখযোগ্য বাণিজ্যিক ছবি"। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "আজকের ছবি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "ভিলেন রাজীবের মুখে জনপ্রিয় হয়েছিলো যেসব সংলাপ"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "টিভি গাইড: ২১ এপ্রিল, ২০১৪"। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "টিভি গাইড: ৯ মার্চ, ২০১৩"। ১০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "চলচ্চিত্র | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "চলচ্চিত্র | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "আজকের ছবি-Prothom Alo | Most popular bangla daily newspaper"। archive.prothom-alo.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "আজকের ছবি"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- "একজন ও অনেক মান্নার গল্প"। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।