শেফিল্ড শিল্ড

শেফিল্ড শীল্ড অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতার ট্রফিবিশেষ। এটি পুরা কাপ নামেও অভিহিত করা হয়। অস্ট্রেলিয়ায় এ ট্রফিটি সাংবার্ষিকভিত্তিতে ছয়টি রাজ্য ক্রিকেট দলসমূহের মধ্যে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। জয়, পরাজয়, ড্র ও টাইয়ের উপর নির্ভর করে পয়েন্ট সংখ্যা নির্ধারিত হয়। নিয়মিতভাবে চার-দিনের খেলায় দলগুলো একে-অপরের বিপক্ষে দ্বৈত রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে দুইবার নিজ মাঠ-প্রতিপক্ষীয় মাঠে খেলে থাকে। শীর্ষস্থানীয় দুই দল চূড়ান্ত খেলায় পাঁচ দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মৌসুম শেষ করে। নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল সর্বাধিক ৪৬বার শিরোপা জয় করেছে। বর্তমান শিরোপাধারী দল হচ্ছে ভিক্টোরিয়া

শেফিল্ড শিল্ড
দেশ অস্ট্রেলিয়া
ব্যবস্থাপকক্রিকেট অস্ট্রেলিয়া
খেলার ধরনপ্রথম-শ্রেণী
প্রথম টুর্নামেন্ট১৮৯২-৯৩
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন, তারপর ফাইনাল
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া (৩১তম শিরোপা)
সর্বাধিক সফল নিউ সাউথ ওয়েল্স (৪৬ শিরোপা)
সর্বাধিক রানড্যারেন লেহম্যান (সাউথ অস্ট্রেলিয়া)
১৩,৬৩৫ রান
সর্বাধিক উইকেটক্ল্যারি গ্রিমেট (ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া)
৫১৩ উইকেট
টিভিফক্স স্পোর্টস
ওয়েবসাইটক্রিকেট অস্ট্রেলিয়া
২০১৮-১৯ শেফিল্ড শিল্ড মৌসুম

ইতিহাস

শেফিল্ড শিল্ড প্রতিযোগিতা প্রবর্তনের পূর্বে একগুচ্ছ আন্তঃউপনিবেশ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮৯১-৯২ মৌসুমে আর্ল অব শেফিল্ড ডব্লিউ. জি. গ্রেসের নেতৃত্বাধীন ইংরেজ দলের অস্ট্রেলিয়া সফরের উদ্যোক্তা ছিলেন। সফর শেষে লর্ড শেফিল্ড নিউ সাউথ ওয়েলস ক্রিকেট সংস্থাকে আন্তঃউপনিবেশ ক্রিকেট খেলা বার্ষিকভিত্তিতে আয়োজনের জন্য ১৫০ পাউন্ড স্টার্লিং প্রদান করেন। ১৮৯২-৯৩ মৌসুমের গ্রীষ্মে প্রথমবারের মতো নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দল প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। লর্ড শেফিল্ড এ ট্রফিটি দান করেছেন বিধায় তাঁর সম্মানার্থে ট্রফিটির নামকরণ করা হয়। ট্রফির নকশাকার ছিলেন ফিলিপ ব্ল্যাশকি নামীয় এক পোলীয় অভিবাসনকারী।[1] রূপা দিয়ে তৈরি এ শিল্ডটি ৪৩x ৩০-ইঞ্চি (৭৬০ মিমি) উচ্চতাবিশিষ্ট। প্রথম টেস্ট জয়ের ১৫ বছর পর এ প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়।

১৯২৬-২৭ মৌসুমে কুইন্সল্যান্ড, ১৯৪৭-৪৮ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ১৯৭৭-৭৮ মৌসুমে তাসমানিয়া দল এতে যুক্ত হয়।

ব্যবসায়িক চুক্তি ও নাম পরিবর্তন

১৯৯৯ সালে তৎকালীন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (বর্তমানে - ক্রিকেট অস্ট্রেলিয়া) ব্যবসায়িক চুক্তির কারণে শেফিল্ড শিল্ডের নাম পরিবর্তন করে পুরা মিল্ক কাপ রাখে। পরের মৌসুমেই তা পুরা কাপ নামে পরিচিত পায়।[2] ফিলিপাইনভিত্তিক স্যান মিগুয়েল কর্পোরেশন কর্তৃক পরিচালিত ন্যাশনাল ফুডসের ব্রান্ড নাম হচ্ছে পুরা। বার্ষিক পুরস্কারের অর্থ মূল্য A$২২০,০০০ অস্ট্রেলীয় ডলার ধার্য্য করা হয়। তন্মধ্যে বিজয়ী দল A$৭৫,০০০ এবং রানার্স আপ দল A$৪৫,০০০ অস্ট্রেলীয় ডলার লাভ করে।

১৬ জুলাই, ২০০৮ তারিখে উইট-বিক্স ২০০৮-০৯ মৌসুমের প্রতিযোগিতায় চুক্তি সম্পাদন করে। তখন থেকেই শেফিল্ড শিল্ড বা শেফিল্ড শিল্ড প্রেজেন্টেড বাই উইট-বিক্স নামে পরিচিত হয়।[3] ২০১১-১২ মৌসুমে বুপা প্রতিযোগিতায় ব্যবসায়িক চুক্তি সম্পাদন করে।

প্রতিযোগিতায় অবস্থান

১৯৮২–৮৩ মৌসুমের প্রতিযোগিতার পূর্বে নিজ মাঠ ও প্রতিপক্ষের মাঠে কোন দলকে সর্বাধিক পয়েন্ট সংগ্রহের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হতো। চূড়ান্ত খেলার প্রবর্তনের ফলে শীর্ষস্থানীয় দল নিজ মাঠে দ্বিতীয় স্থানের অধিকারী দলের সাথে পাঁচদিনের খেলায় অংশগ্রহণ করে। অতিথি দলকে চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভের জন্যে বিজয়ী হতে হয়। অন্যদিকে স্বাগতিক দলকে চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভের জন্যে টাই কিংবা ড্র করলেই চলবে। বিস্তারিত বিষয়াদি ক্রিকইনফো[4] ও ক্রিকেটআর্কাইভে খেলার স্কোরকার্ডে উল্লেখ রয়েছে।[5]

  • % = যৌথভাবে অবস্থান

১৮৯২-৯৩ থেকে ১৯২৫-২৬

মৌসুমবিজয়ীদ্বিতীয় স্থানতৃতীয় স্থান
১৮৯২-৯৩ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলস
১৮৯৩–৯৪সাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়া
১৮৯৪-৯৫ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলস
১৮৯৫-৯৬নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৮৯৬-৯৭নিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়া
১৮৯৭-৯৮ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলস
১৮৯৮-৯৯ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
১৮৯৯-১৯০০নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯০০-০১ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
১৯০১-০২নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯০২-০৩নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯০৩-০৪নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯০৪-০৫নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯০৫-০৬নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯০৬–০৭নিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়া
১৯০৭-০৮ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলস
১৯০৮–০৯নিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়া
১৯০৯-১০সাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়া
১৯১০-১১নিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়া
১৯১১-১২নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯১২-১৩সাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়া
১৯১৩-১৪নিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়া
১৯১৪-১৫ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
১৯১৫-১৬প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯১৬-১৭প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯১৭-১৮প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯১৮–১৯প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯১৯–২০নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯২০–২১নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯২১–২২ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
১৯২২-২৩নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯২৩-২৪ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
১৯২৪-২৫ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
১৯২৫-২৬নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া

১৯২৬-২৭ থেকে ১৯৪৬-৪৭

  ১৯২৬-২৭ মৌসুমে কুইন্সল্যান্ড অন্তর্ভুক্ত হয়।
মৌসুমবিজয়ীদ্বিতীয় স্থানতৃতীয় স্থানচতুর্থ স্থান
১৯২৬-২৭সাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ড
১৯২৭-২৮ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ড
১৯২৮-২৯নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়া
১৯২৯–৩০ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৩০-৩১ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়া
১৯৩১-৩২নিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়াকুইন্সল্যান্ড
১৯৩২-৩৩নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৩৩–৩৪ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৩৪–৩৫ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৩৫–৩৬সাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ড
১৯৩৬-৩৭ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ড
১৯৩৭-৩৮নিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়াকুইন্সল্যান্ড
১৯৩৮-৩৯সাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়াকুইন্সল্যান্ডনিউ সাউথ ওয়েলস
১৯৩৯–৪০নিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়াকুইন্সল্যান্ড
১৯৪০-৪১দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪১-৪২দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪২-৪৩দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪৩-৪৪দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪৪-৪৫দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪৫-৪৬দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪৬-৪৭ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়া

১৯৪৭–৪৮ থেকে ১৯৭৬–৭৭

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দল ১৯৪৮ সালে শেফিল্ড শিল্ডে অন্তর্ভুক্ত হয়।
মৌসুমবিজয়ীদ্বিতীয়তৃতীয়চতুর্থপঞ্চম
১৯৪৭-৪৮ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডভিক্টোরিয়া
১৯৪৮–৪৯নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৪৯-৫০নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়া
১৯৫০-৫১ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়া
১৯৫১-৫২নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৫২-৫৩সাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৫৩-৫৪নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৫৪-৫৫নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়া
১৯৫৫-৫৬নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯৫৬-৫৭নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯৫৭-৫৮নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯৫৮-৫৯নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯৫৯-৬০নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়া
১৯৬০-৬১নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়া
১৯৬১-৬২নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৬২–৬৩ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৬৩–৬৪সাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৬৪–৬৫নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৬৫-৬৬নিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়াকুইন্সল্যান্ড
১৯৬৬-৬৭ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৬৭-৬৮ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ড
১৯৬৮-৬৯সাউথ অস্ট্রেলিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলস
১৯৬৯-৭০ভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৭০-৭১সাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ড
১৯৭১–৭২ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ড
১৯৭২–৭৩ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ড
১৯৭৩-৭৪ভিক্টোরিয়াকুইন্সল্যান্ডনিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯৭৪-৭৫ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
১৯৭৫–৭৬সাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়া
১৯৭৬–৭৭ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়াকুইন্সল্যান্ডনিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া

১৯৭৭–৭৮ থেকে বর্তমান

  ১৯৭৭–৭৮ মৌসুমে তাসমানিয়া যোগদান করে
মৌসুমবিজয়ীদ্বিতীয়তৃতীয়চতুর্থপঞ্চমষষ্ঠ
১৯৭৭–৭৮ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসতাসমানিয়া
১৯৭৮–৭৯ভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়া
১৯৭৯–৮০ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতাসমানিয়া
১৯৮০–৮১ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডভিক্টোরিয়াতাসমানিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯৮১–৮২সাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতাসমানিয়াকুইন্সল্যান্ডভিক্টোরিয়া
১৯৮২–৮৩নিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়াকুইন্সল্যান্ডভিক্টোরিয়া
১৯৮৩–৮৪ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডতাসমানিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়া
১৯৮৪–৮৫নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়াতাসমানিয়া
১৯৮৫–৮৬নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়া
১৯৮৬–৮৭ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসতাসমানিয়া
১৯৮৭–৮৮ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডনিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়া
১৯৮৮–৮৯ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডনিউ সাউথ ওয়েলসতাসমানিয়াভিক্টোরিয়া
১৯৮৯–৯০নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়া
১৯৯০–৯১ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়া
১৯৯১–৯২ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়া
১৯৯২–৯৩নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়াভিক্টোরিয়া
১৯৯৩–৯৪নিউ সাউথ ওয়েলসতাসমানিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
১৯৯৪–৯৫কুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসতাসমানিয়া
১৯৯৫–৯৬সাউথ অস্ট্রেলিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডতাসমানিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়া
১৯৯৬–৯৭কুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসতাসমানিয়াভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯৯৭–৯৮ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতাসমানিয়াকুইন্সল্যান্ডনিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
১৯৯৮–৯৯ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়ানিউ সাউথ ওয়েলস
১৯৯৯–২০০০কুইন্সল্যান্ডভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়ানিউ সাউথ ওয়েলস
২০০০–০১কুইন্সল্যান্ডভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসতাসমানিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়া
২০০১–০২কুইন্সল্যান্ডতাসমানিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলস
২০০২-০৩নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতাসমানিয়া
২০০৩-০৪ভিক্টোরিয়াকুইন্সল্যান্ডতাসমানিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
২০০৪-০৫নিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়া
২০০৫–০৬কুইন্সল্যান্ডভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলস
২০০৬-০৭তাসমানিয়ানিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়া
২০০৭-০৮নিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতাসমানিয়াসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
২০০৮-০৯ভিক্টোরিয়াকুইন্সল্যান্ডসাউথ অস্ট্রেলিয়াতাসমানিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলস
২০০৯-১০ভিক্টোরিয়াকুইন্সল্যান্ডনিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতাসমানিয়াসাউথ অস্ট্রেলিয়া
২০১০-১১তাসমানিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়া
২০১১-১২কুইন্সল্যান্ডতাসমানিয়াভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
২০১২-১৩তাসমানিয়াকুইন্সল্যান্ডনিউ সাউথ ওয়েলসভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়া
২০১৩-১৪নিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসাউথ অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডতাসমানিয়াভিক্টোরিয়া
২০১৪-১৫ভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডতাসমানিয়াসাউথ অস্ট্রেলিয়া
২০১৫-১৬ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতাসমানিয়া
২০১৬-১৭ভিক্টোরিয়াসাউথ অস্ট্রেলিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসকুইন্সল্যান্ডতাসমানিয়া
২০১৭-১৮কুইন্সল্যান্ডতাসমানিয়াভিক্টোরিয়াওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসসাউথ অস্ট্রেলিয়া
২০১৮-১৯ভিক্টোরিয়ানিউ সাউথ ওয়েলসওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডতাসমানিয়াসাউথ অস্ট্রেলিয়া

বর্ষসেরা খেলোয়াড়

প্রত্যেক মৌসুম শেষে শেফিল্ড শিল্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়ে থাকে।[6] ১৯৭৬ সালে এ পুরস্কার প্রবর্তনের পর থেকেই পুরো মৌসুমে সেরা ক্রীড়াশৈলী প্রদর্শনকারী খেলোয়াড়কে একদল বিচারকমণ্ডলী নির্বাচন করেন। ভিক্টোরিয়ান ও দক্ষিণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাথু এলিয়ট সর্বাপেক্ষা বেশি পুরস্কার প্রাপক হয়েছেন। তিনি তিনটি পৃথক মৌসুমে বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।

মৌসুমবিজয়ীদের তালিকা
১৯৭৫-৭৬ইয়ান চ্যাপেল (সাউথ অস্ট্রেলিয়া), গ্রেগ চ্যাপেল (কুইন্সল্যান্ড)
১৯৭৬-৭৭রিচি রবিনসন (ভিক্টোরিয়া)
১৯৭৭-৭৮ডেভিড অগিলভি (কুইন্সল্যান্ড)
১৯৭৮-৭৯পিটার স্লিপ (সাউথ অস্ট্রেলিয়া)
১৯৭৯-৮০ইয়ান চ্যাপেল (সাউথ অস্ট্রেলিয়া)
১৯৮০-৮১গ্রেগ চ্যাপেল (কুইন্সল্যান্ড)
১৯৮১-৮২কেপলার ওয়েসেলস (কুইন্সল্যান্ড)
১৯৮২-৮৩কিম হিউজ (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
১৯৮৩-৮৪ব্রায়ান ডেভিসন (তাসমানিয়া), জন ডাইসন (নিউ সাউথ ওয়েলস)
১৯৮৪-৮৫ডেভিড বুন (তাসমানিয়া)
১৯৮৫-৮৬অ্যালান বর্ডার (কুইন্সল্যান্ড)
১৯৮৬-৮৭ক্রেগ ম্যাকডারমট (কুইন্সল্যান্ড)
১৯৮৭-৮৮ডার্ক তাজেলার (কুইন্সল্যান্ড), মার্ক ওয়াহ (নিউ সাউথ ওয়েলস)
১৯৮৮-৮৯টিম মে (সাউথ অস্ট্রেলিয়া)
১৯৮৯-৯০মার্ক ওয়াহ (নিউ সাউথ ওয়েলস)
১৯৯০-৯১স্টুয়ার্ট ল (কুইন্সল্যান্ড)
১৯৯১-৯২টনি ডোডেমাইড (ভিক্টোরিয়া)
১৯৯২-৯৩জেমি সিডন্স (সাউথ অস্ট্রেলিয়া)
১৯৯৩-৯৪ম্যাথু হেইডেন (কুইন্সল্যান্ড)
১৯৯৪-৯৫ডিন জোন্স (ভিক্টোরিয়া)
১৯৯৫-৯৬ম্যাথু এলিয়ট (ভিক্টোরিয়া)
১৯৯৬-৯৭অ্যান্ডি বিকেল (কুইন্সল্যান্ড)
১৯৯৭-৯৮ডেন হিলস (তাসমানিয়া)
১৯৯৮-৯৯ম্যাথু এলিয়ট (ভিক্টোরিয়া)
১৯৯৯-২০০০ড্যারেন লেহম্যান (সাউথ অস্ট্রেলিয়া)
২০০০-০১জেমি কক্স (তাসমানিয়া)
২০০১-০২ব্র্যাড হজ (ভিক্টোরিয়া), জিমি মাহের (কুইন্সল্যান্ড)
২০০২-০৩ক্লিন্টন পেরেন (কুইন্সল্যান্ড)
২০০৩-০৪ম্যাথু ইলিয়ট (ভিক্টোরিয়া)
২০০৪-০৫মাইকেল বেভান (তাসমানিয়া)
২০০৫-০৬অ্যান্ডি বিকেল (কুইন্সল্যান্ড)
২০০৬-০৭ক্রিস রজার্স (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
২০০৭-০৮সাইমন ক্যাটিচ (নিউ সাউথ ওয়েলস)
২০০৮-০৯ফিলিপ হিউজ (নিউ সাউথ ওয়েলস)
২০০৯-১০ক্রিস হার্টলি (কুইন্সল্যান্ড)
২০১০-১১জেমস হোপস (কুইন্সল্যান্ড)
২০১১-১২জ্যাকসন বার্ড (তাসমানিয়া)
২০১২-১৩রিকি পন্টিং (তাসমানিয়া)
২০১৩-১৪মার্কাস নর্থ (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
২০১৪-১৫এ্যাডাম ভোজেস (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
২০১৫-১৬ট্রাভিস হেড (সাউথ অস্ট্রেলিয়া)
২০১৬-১৭মিচেল মার্শ (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
২০১৭-১৮ক্রিস ট্রিমেইন (ভিক্টোরিয়া)
২০১৮-১৯স্কট বোল্যান্ড (ভিক্টোরিয়া)

রেকর্ড

সর্বাধিক খেলায় অংশগ্রহণ

অবস্থানখেলার সংখ্যাখেলোয়াড়সময়কাল
১৬১জেমি কক্স (তাসমানিয়া)১৯৮৭–৮৮ থেকে ২০০৫–০৬
১৫৯জন ইনভারারিটি (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া/সাউথ অস্ট্রেলিয়া)১৯৬২–৬৩ থেকে ১৯৮৪–৮৫
১৪৭ড্যারেন লেহম্যান (সাউথ অস্ট্রেলিয়া/ভিক্টোরিয়া)১৯৮৭–৮৮ থেকে ২০০৭–০৮
১৪৬জেমি সিডন্স (ভিক্টোরিয়া/সাউথ অস্ট্রেলিয়া)১৯৮৪–৮৫ থেকে ১৯৯৯–২০০০
১৪২স্টুয়ার্ট ল (কুইন্সল্যান্ড)১৯৮৮ থেকে ২০০৪
উৎস: . সর্বশেষ হালনাগাদ: ২৬ মার্চ, ২০১৮

তিন রাজ্যের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়

খেলোয়াড়সময়কালরাজ্যখেলার সংখ্যা
গ্রেইম ওয়াটসন১৯৬৪–৬৫ থেকে ১৯৭৬–৭৭নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া৬০
গ্যারি কোজিয়ার১৯৭১–৭২ থেকে ১৯৮০–৮১ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড৪৬
ট্রেভর চ্যাপেল১৯৭২–৭৩ থেকে ১৯৮৪–৮৫নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া৬৩
রড ম্যাককার্ড১৯৮০–৮১ থেকে ১৯৮৪–৮৫সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া৩৩
ডার্ক ওয়েলহাম১৯৮০–৮১ থেকে ১৯৯১–৯২নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া৯৯
কলিন মিলার১৯৮৫–৮৬ থেকে ২০০১–০২ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া৮৪
মাইকেল বেভান১৯৮৯–৯০ থেকে ২০০৬–০৭সাউথ অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়া১১৮
শেন ওয়াটসন২০০০–০১ থেকে বর্তমানতাসমানিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস৮১
শেন জার্গেনসেন১৯৯৯–২০০০ থেকে ২০০৩–০৪; ২০০৬–০৭ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া, কুইন্সল্যান্ড২৩
আইডেন ব্লিজার্ড২০০৭–০৮ থেকে ২০১২–১৩ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া২১
মাইকেল ক্লিঙ্গার১৯৯৮–৯৯ থেকে বর্তমানভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া১১২*
উৎস: A Century of Summers: 100 years of Sheffield Shield cricket, Geoff Armstrong, p. 278. সর্বশেষ হালনাগাদ: ৩০ নভেম্বর, ২০০৮

অন্য ছয়জন খেলোয়াড় অস্ট্রেলিয়ার তিনটি রাজ্যদলের পক্ষে শীর্ষস্থানীয় ক্রিকেটে অংশ নিয়েছেন। তবে তারা শেফিল্ড শিল্ডে ঐ তিন দলের পক্ষে খেলেননি। তারা হলেন - নীল হক (সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া); ওয়াল্টার ম্যাকডোনাল্ড (কুইন্সল্যান্ড, তাসমানিয়া, ভিক্টোরিয়া); পার্সি ম্যাকডোনেল (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া); কার্ল কুইস্ট (নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া); গ্রেগ রোয়েল (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া); ওয়াল ওয়ামেসলি (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া)।

দলীয় ফলাফল

অবস্থানদলশুরুখেলাজয়পরাজয়ড্রটাই % জয়
 পশ্চিম অস্ট্রেলিয়া১৯৪৭–৪৮৬১৯২১৮১৯৪২০৭৩৫.২১
 ভিক্টোরিয়া১৮৯২–৯৩৮৪৯৩২৮২৪৪২৭৬৩৮.৬৩
 নিউ সাউথ ওয়েল্স১৮৯২-৯৩৮৫৪৩৬২২৪১২৫০৪২.৩৮
 কুইন্সল্যান্ড১৯২৬–২৭৭৪০২৩৩২৫৫২৫১৩১.৪৮
 দক্ষিণ অস্ট্রেলিয়া১৮৯২–৯৩৮৪১২৩৬৩৮৬২১৮২৪.৪২
 তাসমানিয়া১৯৭৭–৭৮৩৯৩৯৬১৫৩১৪৪২৪.৪২
জয়ের শতাংশ নিরূপণে ড্র খেলাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

উৎস: . সর্বশেষ হালনাগাদ: ৩১ জুলাই, ২০১৮

দলীয় সর্বোচ্চ রান

অবস্থানমোটদলপ্রতিপক্ষমাঠমৌসুম
১১০৭ ভিক্টোরিয়া নিউ সাউথ ওয়েল্সমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন১৯২৬-২৭
৯১৮ নিউ সাউথ ওয়েল্স দক্ষিণ অস্ট্রেলিয়াসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি১৯০০–০১
৯০০/৬ডি. কুইন্সল্যান্ড ভিক্টোরিয়াব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড, ব্রিসবেন২০০৫–০৬
৮২১/৭d দক্ষিণ অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ডঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড১৯৩৯–৪০
৮১৫ নিউ সাউথ ওয়েল্স ভিক্টোরিয়াসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি১৯০৮–০৯
উৎস: . সর্বশেষ হালনাগাদ: ২১ মার্চ, ২০১২

দলীয় সর্বনিম্ন সংগ্রহ

অবস্থানসর্বমোটদলপ্রতিপক্ষমাঠমৌসুম
২৭ দক্ষিণ অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েল্সসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি১৯৫৫–৫৬
২৯ দক্ষিণ অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েল্সসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি২০০৪–০৫
৩১ ভিক্টোরিয়া নিউ সাউথ ওয়েল্সমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন১৯০৬–০৭
৩৫ ভিক্টোরিয়া নিউ সাউথ ওয়েল্সসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি১৯২৬–২৭
৪১ পশ্চিম অস্ট্রেলিয়া দক্ষিণ অস্ট্রেলিয়াঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড১৯৮৯–৯০
উৎস: . সর্বশেষ হালনাগাদ: ৩১ মার্চ, ২০১৯

ব্যক্তিগত সর্বোচ্চ রান

অবস্থানরানখেলোয়াড়খেলামাঠমৌসুম
৪৫২*ডন ব্র্যাডম্যান (নিউ সাউথ ওয়েলস)নিউ সাউথ ওয়েলস ব কুইন্সল্যান্ডসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি১৯২৯–৩০
৪৩৭বিল পন্সফোর্ড (ভিক্টোরিয়া)ভিক্টোরিয়া ব কুইন্সল্যান্ডমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন১৯২৭–২৮
৩৬৫*ক্লেম হিল (সাউথ অস্ট্রেলিয়া)সাউথ অস্ট্রেলিয়া ব নিউ সাউথ ওয়েলসঅ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড১৯০০–০১
৩৫৯বব সিম্পসন (নিউ সাউথ ওয়েলস)নিউ সাউথ ওয়েলস ব কুইন্সল্যান্ডব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড, ব্রিসবেন১৯৬৩–৬৪
৩৫৭ডন ব্র্যাডম্যান (সাউথ অস্ট্রেলিয়া)সাউথ অস্ট্রেলিয়া ব ভিক্টোরিয়ামেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন১৯৩৫–৩৬
উৎস: সর্বশেষ হালনাগাদ: ৩১ মার্চ, ২০১৯

খেলোয়াড়ী জীবনে সর্বাধিক রান

অবস্থানরানখেলোয়াড়সময়কাল
১৩,৬৩৫ (২৬৬ ইনিংস)ড্যারেন লেহম্যান (সাউথ অস্ট্রেলিয়া/ভিক্টোরিয়া)১৯৮৭–৮৮ থেকে ২০০৭–০৮
১০,৮২১ (২৯৫ ইনিংস)জ্যামি কক্স (তাসমানিয়া)১৯৮৭–৮৮ থেকে ২০০৫–০৬
১০,৬৪৩ (২৫৯ ইনিংস)জ্যামি সিডন্স (ভিক্টোরিয়া/সাউথ অস্ট্রেলিয়া)১৯৮৪–৮৫ থেকে ১৯৯৯–২০০০
১০,৬২১ (২১১ ইনিংস)মাইকেল বেভান (সাউথ অস্ট্রেলিয়া/নিউ সাউথ ওয়েলস/তাসমানিয়া)১৯৮৯–৯০ থেকে ২০০৬–০৭
১০,৪৭৪ (২৫৪ ইনিংস)ব্র্যাড হজ (ভিক্টোরিয়া)১৯৯৩–৯৪ থেকে ২০০৯–১০
উৎস: সর্বশেষ হালনাগাদ: ২৫ মার্চ, ২০১৫

মৌসুমে সর্বাধিক রান

অবস্থানরানখেলোয়াড়গড়মৌসুম
১,৫০৬ (১৭ ইনিংস)সাইমন ক্যাটিচ (নিউ সাউথ ওয়েলস)৯৪.১২২০০৭–০৮
১,৪৬৪ (১৮ ইনিংস)মাইকেল বেভান (তাসমানিয়া)৯৭.৬০২০০৪–০৫
১,৩৮১ (২০ ইনিংস)ম্যাথু এলিয়ট (ভিক্টোরিয়া)৮১.২৩২০০৩–০৪
১,৩৫৮ (২০ ইনিংস)অ্যাডাম ভোজেস (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)১০৪.৪৬২০১৪–১৫
১,২৫৪ (১৮ ইনিংস)গ্রাহাম ইয়ালপ (ভিক্টোরিয়া)৬৯.৬৬১৯৮২–৮৩
উৎস: সর্বশেষ হালনাগাদ: ৩১ মার্চ, ২০১৯

সর্বোচ্চ ব্যাটিং গড়

অবস্থানগড়খেলোয়াড়সময়কাল
১১০.১৯ (৯৬ ইনিংস)ডন ব্র্যাডম্যান (নিউ সাউথ ওয়েলস/সাউথ অস্ট্রেলিয়া)১৯২৭–২৮ থেকে ১৯৪৮–৪৯
৮৩.২৭ (৭০ ইনিংস)বিল পন্সফোর্ড (ভিক্টোরিয়া)১৯২০–২১ থেকে ১৯৩৩–৩৪
৭০.৮৮ (৯৫ ইনিংস)অ্যালান কিপাক্স (নিউ সাউথ ওয়েলস)১৯১৮–১৯ থেকে ১৯৩৫–৩৬
৬৮.০০ (৮১ ইনিংস)মন্টি নোবেল (নিউ সাউথ ওয়েলস)১৮৯৩–৯৪ থেকে ১৯১৯–২০
৬৭.০৩ (৬৪ ইনিংস)বিল উডফুল (ভিক্টোরিয়া)১৯২১–২২ থেকে ১৯৩৩–৩৪
যোগ্যতা: ২০ ইনিংস.

উৎস: সর্বশেষ হালনাগাদ: ৩১ মার্চ, ২০১৯

সর্বাধিক শতরান

অবস্থানশতরানখেলোয়াড়খেলা
৪৫ড্যারেন লেহম্যান (সাউথ অস্ট্রেলিয়া/ভিক্টোরিয়া)১৪৭
৪২মাইকেল বেভান (সাউথ অস্ট্রেলিয়া/নিউ সাউথ ওয়েলস/তাসমানিয়া)১১৮
৩৬ডন ব্র্যাডম্যান (নিউ সাউথ ওয়েলস/সাউথ অস্ট্রেলিয়া)৬২
৩৩ক্রিস রজার্স (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া/ভিক্টোরিয়া)১২০
৩২ম্যাথু এলিয়ট (ভিক্টোরিয়া/সাউথ অস্ট্রেলিয়া)১২২
উৎস: সর্বশেষ হালনাগাদ: ২৫ মার্চ, ২০১৫

খেলোয়াড়ী জীবনে সর্বাধিক উইকেট

অবস্থানউইকেটখেলোয়াড়খেলাগড়
৫১৩ক্ল্যারি গ্রিমেট (ভিক্টোরিয়া/সাউথ অস্ট্রেলিয়া)৭৯২৫.২৯
৪৪১মাইকেল কাসপ্রোভিচ (কুইন্সল্যান্ড)১০১২৪.৫৬
৪৩০অ্যান্ডি বিকেল (কুইন্সল্যান্ড)৮৯২৩.২৪
৪১৯জো অ্যাঞ্জেল (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)১০৫২৪.৮৬
৩৮৪টেরি অল্ডারম্যান (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)৯৭২৪.২১
উৎস: সর্বশেষ হালনাগাদ: ২২ মার্চ, ২০১২

মৌসুমে সর্বাধিক উইকেট

অবস্থানউইকেটখেলোয়াড়খেলামৌসুম
৬৭কলিন মিলার (তাসমানিয়া)১১১৯৯৭–৯৮
৬৫শন টেইট (সাউথ অস্ট্রেলিয়া)১০২০০৪–০৫
৬২চাদ সেয়ার্স (সাউথ অস্ট্রেলিয়া)১১২০১৬–১৭
৬০চাক ফ্লিটউড-স্মিথ (ভিক্টোরিয়া)১৯৩৪–৩৫
৬০অ্যান্ডি বিকেল (কুইন্সল্যান্ড)১১২০০৪–০৫
৬০বেন হিলফেনহস (তাসমানিয়া)১১২০০৬–০৭
উৎস: সর্বশেষ হালনাগাদ: ৩১ মার্চ, ২০১৯

তথ্যসূত্র

  1. http://www.join.org.au/letters/tubshvat.htm
  2. Rick Eyre (১৭ নভেম্বর ১৯৯৯)। Cricinfo article "Aussie state champions to drink from the Milk Cup" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৬
  3. "Cricket Australia and Weet-Bix bring Sheffield Shield back"Cricket Australia। ১৬ জুলাই ২০০৮। ২০০৮-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৭
  4. http://stats.cricinfo.com/australia/engine/records/index.html?id=114;type=trophy
  5. https://cricketarchive.com/Archive/Events/AUS.html
  6. "Pura Cup Player of the Year"। Cricinfo.com। ২৭ এপ্রিল ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪

গ্রন্থপঞ্জি

  • The History of the Sheffield Shield, Chris Harte
  • A Century of Summers: 100 years of Sheffield Shield cricket, Geoff Armstrong
  • A History of Australian Cricket 1993, Chris Harte
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.