শেখ আব্দুল হান্নান

শেখ আব্দুল হান্নান (জন্ম: ১ আগস্ট ১৯৬৩) বাংলাদেশ বিমান বাহিনীর একজন এয়ার চিফ মার্শাল। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেন, যা ১২ জুন ২০২১ থেকে কার্যকর হয়। এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অবসর গ্রহণের পর ২০২১ সালের ১২ জুন তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন।[1][2][3][4]

এয়ার চিফ মার্শাল

শেখ আব্দুল হান্নান

বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি
১৬তম বিমান বাহিনী প্রধান
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ জুন ২০২১
রাষ্ট্রপতিআবদুল হামিদ
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীমাসিহুজ্জামান সেরনিয়াবাত
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-08-01) ১ আগস্ট ১৯৬৩
বাগেরহাট, বাংলাদেশ[1]
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থী
সামরিক পরিষেবা
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ বিমানবাহিনী
কাজের মেয়াদ১৯৮৪ - বর্তমান
পদ এয়ার চীফ মার্শাল
কমান্ড• এয়ার অফিসার কমান্ডিং - বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা
• এয়ার অফিসার কমান্ডিং - বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান
• কমান্ড্যান্ট - বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার
যুদ্ধমোবসনিয়া ও হার্জেগোভিনা এ জাতিসংঘের কার্যক্রম (ইউএমআইবিএইচ), গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এ জাতিসংঘের কার্যক্রম (মোনুসকো)

কর্মজীবন

২০১৮ সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিযুক্ত হন। তার ৩ বছরের মেয়াদ শেষে ২০২১ সালের ১২ জুন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে বিমান বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়।[5][6]

জাতিসংঘ মিশন

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় তিনি ১৯৯৫ সালে বসনিয়া-হার্জেগোভিনায় মিলিটারি অবজারভার হিসেবে, ২০০৩-২০০৪ সালে কঙ্গো প্রজাতন্ত্রে ব্যানএয়ার কন্টিনজেন্টে এবং ২০০৬-২০০৭ সালে একই দেশে বিমান বাহিনী কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বিমান উৎকর্ষ পদক’-এ ভূষিত করা হয়।

ব্যক্তিগত জীবন

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী ও বিমান বাহিনী লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান তাঁর সহধর্মিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে অধ্যয়নরত শেখ লাবিব হান্নান এই দম্পতির একমাত্র সন্তান।

তথ্যসূত্র

  1. "CHIEF OF AIR STAFF"Bangladesh Air Force। ১২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১
  2. "বিমান বাহিনীর প্রধান হলেন শেখ আব্দুল হান্নান"banglatribune.com/। ১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১
  3. "বিবিমান বাহিনীর নতুন প্রধান আব্দুল হান্নান"সময় টিভি। ১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১
  4. "নতুন বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান"চ্যানেল আই। ১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১
  5. "বিমান বাহিনীর নতুন প্রধান আবদুল হান্নান"jagonews24.com। ১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১
  6. "বিমান বাহিনীর প্রধান হলেন আবদুল হান্নান"ppbd.news। ১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১
সামরিক দপ্তর
পূর্বসূরী
এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান
১২ জুন ২০২১ – বর্তমান
উত্তরসূরী
দায়িত্বাধীন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.