শূলাইমেড়ু

শূলাইমেড়ু দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি বৃহদ্ক্ষেত্রীয় অঞ্চল৷ এর চারিদিকে অবস্থিত লোকালয়গুলি হলো কোটমবক্কম, বড়পালনি, এমএমডিএ কলোনি, আমাইন্দকরাই, অরুমবক্কম, কীলবক্কম মহালিঙ্গপুরম এবং নুঙ্গমবক্কম৷ এটি পূর্বে কোটমবক্কম ও পুলিয়ুর গ্রামদুটির অংশ ছিল, অবশ্য বর্তমানে এটি একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে৷ চেন্নাইয়ের দুটি ব্যস্ত সড়ক আর্কট রোড ও নেলসন মণিকম রোডের জংশন এটি৷[1] কোয়মবেড়ু জংশন শূলাইমেড়ুর নিকটেই অবস্থিত৷

শূলাইমেড়ু
சூளைமேடு
চেন্নাইয়ের অঞ্চল
শূলাইমেড়ু
শূলাইমেড়ু
স্থানাঙ্ক: ১৩.০৬২৮° উত্তর ৮০.২২৭৫° পূর্ব / 13.0628; 80.2275
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
সরকার
  শাসকচেন্নাই পুরনিগম
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০৯৪
যানবাহন নিবন্ধনTN 10 (টিএন ১০)
বিধানসভা নির্বাচন কেন্দ্রআন্নানগর ও থাউজেন্ড লাইটস
নগর পরিকল্পনাসিএমডিএ
সিভিক এজেন্সিচেন্নাই পুরনিগম
ওয়েবসাইটwww.chennai.tn.nic.in

পরিবহন

নুঙ্গমবক্কমকোটমবক্কম রেলওয়ে স্টেশন এবং চেন্নাই মেট্রোর অরুমবক্কম মেট্রো স্টেশন শূলাইমেড়ুর নিকটতম৷[2] চেন্নাই এমটিসি বাস পরিষেবার মাধ্যমে শূলাইমেড়ু চেন্নাইয়ের ত্যাগরায়নগর, নোলম্বুর, মন্দাবেলী, কোয়মবেড়ু, মুগপের, অম্বাত্তুর, সেন্থিলনগর, ভিল্লিবক্কম, সিরুচেরি লোকালয়গুলির সাথে সড়ক পথে যুক্ত৷[3]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.