শূলাইমেড়ু
শূলাইমেড়ু দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি বৃহদ্ক্ষেত্রীয় অঞ্চল৷ এর চারিদিকে অবস্থিত লোকালয়গুলি হলো কোটমবক্কম, বড়পালনি, এমএমডিএ কলোনি, আমাইন্দকরাই, অরুমবক্কম, কীলবক্কম মহালিঙ্গপুরম এবং নুঙ্গমবক্কম৷ এটি পূর্বে কোটমবক্কম ও পুলিয়ুর গ্রামদুটির অংশ ছিল, অবশ্য বর্তমানে এটি একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে৷ চেন্নাইয়ের দুটি ব্যস্ত সড়ক আর্কট রোড ও নেলসন মণিকম রোডের জংশন এটি৷[1] কোয়মবেড়ু জংশন শূলাইমেড়ুর নিকটেই অবস্থিত৷
শূলাইমেড়ু சூளைமேடு | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
শূলাইমেড়ু শূলাইমেড়ু | |
স্থানাঙ্ক: ১৩.০৬২৮° উত্তর ৮০.২২৭৫° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই |
মহানগর | চেন্নাই |
সরকার | |
• শাসক | চেন্নাই পুরনিগম |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৯৪ |
যানবাহন নিবন্ধন | TN 10 (টিএন ১০) |
বিধানসভা নির্বাচন কেন্দ্র | আন্নানগর ও থাউজেন্ড লাইটস |
নগর পরিকল্পনা | সিএমডিএ |
সিভিক এজেন্সি | চেন্নাই পুরনিগম |
ওয়েবসাইট | www |
পরিবহন
নুঙ্গমবক্কম ও কোটমবক্কম রেলওয়ে স্টেশন এবং চেন্নাই মেট্রোর অরুমবক্কম মেট্রো স্টেশন শূলাইমেড়ুর নিকটতম৷[2] চেন্নাই এমটিসি বাস পরিষেবার মাধ্যমে শূলাইমেড়ু চেন্নাইয়ের ত্যাগরায়নগর, নোলম্বুর, মন্দাবেলী, কোয়মবেড়ু, মুগপের, অম্বাত্তুর, সেন্থিলনগর, ভিল্লিবক্কম, সিরুচেরি লোকালয়গুলির সাথে সড়ক পথে যুক্ত৷[3]
তথ্যসূত্র
- https://www.dtnext.in/News/Citizen/2020/02/17011904/1215609/Citizen-Connect-Market-in-Choolaimedu-encroaches-space-.vpf&ved=2ahUKEwjP6KGD66XvAhVX6nMBHcKODA8QFjAVegQIOhAC&usg=AOvVaw3MPyolJBzPmeQTDtbYn_HK%5B%5D
- https://www.thehindu.com/news/cities/chennai/arumbakkam-metro-station-almost-complete/article5110276.ece/amp/&ved=2ahUKEwirtMvd66XvAhW64XMBHSdDAq0QFjAMegQIBxAC&usg=AOvVaw0yhbOYLYlfl3SJlfXv_Y_N&cf=1&cshid=1615383312748
- https://chennaicitybus.in/bus-stop/choolaimedu/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.