শুলকবহর ওয়ার্ড
শুলকবহর বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
শুলকবহর | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
৮নং শুলকবহর ওয়ার্ড | |
শুলকবহর | |
স্থানাঙ্ক: ২২°২২′১৬″ উত্তর ৯১°৪৯′৩৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সরকার | |
• কাউন্সিলর | মোহাম্মদ মোরশেদ আলম |
আয়তন | |
• মোট | ১২.০৪ বর্গকিমি (৪.৬৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৩৪,০৫৬ |
• জনঘনত্ব | ১১,০০০/বর্গকিমি (২৯,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৪.৮৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪২১২ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শুলকবহর ওয়ার্ডের মোট জনসংখ্যা ১,৩৪,০৫৬ জন। এর মধ্যে পুরুষ ৭২,০৯১ জন এবং মহিলা ৬১,৯৬৫ জন। মোট পরিবার ২৮,৫৫৮টি।[3]
অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে শুলকবহর ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড; দক্ষিণে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড, ১৪নং লালখান বাজার ওয়ার্ড, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, ১৬নং চকবাজার ওয়ার্ড ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড; পূর্বে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, ৪নং চান্দগাঁও ওয়ার্ড ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড ওয়ার্ড এবং উত্তরে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড ও ২নং জালালাবাদ ওয়ার্ড অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
শুলকবহর ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৮নং ওয়ার্ড। এ ওয়ার্ডের পূর্বাংশের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার থানার, মধ্যাংশ পাঁচলাইশ থানার এবং পশ্চিমাংশ খুলশী থানার আওতাধীন। এটি ২৮৭নং চট্টগ্রাম-১০ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[4] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
- কাতালগঞ্জ
- নাসিরাবাদ
- নাসিরাবাদ শিল্প এলাকা
- বাদুরতলা
- শুলকবহর
- মির্জারপুল
- প্রবর্তক
- চট্টগ্রাম মেডিকেল
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শুলকবহর ওয়ার্ডের সাক্ষরতার হার ৭৪.৮৪%।[3] এ ওয়ার্ডে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়াও রয়েছে ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ১টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, ৫টি কলেজ, ৯টি স্কুল এন্ড কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষা প্রতিষ্ঠান
- মেডিকেল কলেজ
- বিশ্ববিদ্যালয়
- কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
- কলেজ অব সায়েন্স বিজনেস অ্যান্ড হিউম্যানিটিজ (সিএসবিএইচ)
- চট্টগ্রাম কসমোপলিটন কলেজ
- বি এস পাবলিক কলেজ
- স্কুল এন্ড কলেজ
- চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ
- চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ
- চট্টগ্রাম সানশাইন কলেজ
- পিনাকেল চার্টার্ড স্কুল এন্ড কলেজ
- মেট্রোপলিটন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
- মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ
- সাউথ এশিয়ান স্কুল এন্ড কলেজ
- সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ
- সারমন ক্যাডেট স্কুল এন্ড কলেজ
- সারাদিনের স্কুল এন্ড কলেজ
- সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
- চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়
- প্রবর্তক স্কুল এন্ড কলেজ
- বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়
- চিটাগাং গ্রামার স্কুল
- প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- চিটাগাং জুনিয়র স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- আহমদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ওমর গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাসিরাবাদ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব নাসিরাবাদ এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বন গবেষণাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শহীদ ডাঃ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুচয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি
ব্যাংক
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং শুলকবহর ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
---|---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | অগ্রণী ব্যাংক | খুলশী শাখা[5] | সাধারণ | খুলশী টাওয়ার, ২০৫৯/এ জাকির হোসেন সড়ক, চট্টগ্রাম |
০২ | জনতা ব্যাংক | চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা[6] | টিভিএইচ ভবন, ১৪৩/এ/৩২৮, জাকির হোসেন সড়ক, চট্টগ্রাম | ||
০৩ | মহিলা শাখা[7] | ৯৪৩, ও আর নিজাম সড়ক, চট্টগ্রাম | |||
০৪ | মিমি সুপার মার্কেট শাখা[8] | মিমি সুপার মার্কেট, ১/বি, বায়েজিদ বোস্তামী সড়ক, চট্টগ্রাম | |||
০৫ | মুরাদপুর শাখা[9] | শেখ ফরিদ মার্কেট, ২নং গেইট, মুরাদপুর | |||
০৬ | রূপালী ব্যাংক | ও আর নিজাম রোড কর্পোরেট শাখা[10] | ও আর নিজাম রোড, চট্টগ্রাম | ||
০৭ | পাঁচলাইশ শাখা[11] | ২১, সুলতান ম্যানসন, পাঁচলাইশ আবাসিক এলাকা | |||
০৮ | সোনালী ব্যাংক | পাঁচলাইশ শাখা[12] | শুলকবহর, চট্টগ্রাম | ||
০৯ | বেসিক ব্যাংক | ষোলশহর শাখা[13] | বিশেষায়িত | প্রস্কভ ভবন (১ম তলা), ১১০, সিডিএ এভিনিউ, নাসিরাবাদ, মুরাদপুর, চট্টগ্রাম | |
১০ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | আইএফআইসি ব্যাংক | পাঁচলাইশ শাখা[14] | সাধারণ | মির্জারপুল সড়ক, শুলকবহর, চট্টগ্রাম |
১১ | সিডিএ এভিনিউ শাখা[15] | ১০০৫/২/১৮৭২, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম | |||
১২ | কুঞ্জছায়া উপশাখা[16] | প্রত্যাশা টাওয়ার, বাসা নং ৬৩১/১২৩৮, বায়েজিদ থানা রোড, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম | |||
১৩ | পাঁচলাইশ উপশাখা[17] | হিল ক্রেস্ট, বাসা নং ২৪/৩৫, হাটহাজারী রোড, কাতালগঞ্জ, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
১৪ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | ও আর নিজাম রোড শাখা[18] | ৫৬২/এ, সেন্ট্রাল শপিং সেন্টার, ও আর নিজাম রোড, চট্টগ্রাম | ||
১৫ | খুলশী শাখা[19] | অর্কেডিয়া শপিং সেন্টার, হোল্ডিং নং ১০/এ/১/৭৭, রোড নং ৪, জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম | |||
১৬ | মুরাদপুর শাখা[20] | চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, ১১২-১২৯, নাসিরাবাদ মহল্লা, মুরাদপুর, চট্টগ্রাম | |||
১৭ | ইস্টার্ন ব্যাংক | পাঁচলাইশ শাখা[21] | আল হাকিম প্লাজা, ১৪, পাঁচলাইশ আবাসিক এলাকা, চট্টগ্রাম | ||
১৮ | উত্তরা ব্যাংক | নাসিরাবাদ শাখা[22] | কমার্স ভিউ কমপ্লেক্স (১ম তলা), সিডিএ এভিনিউ, নাসিরাবাদ, চট্টগ্রাম | ||
১৯ | আল-আরাফাহ ইসলামী ব্যাংক | ও আর নিজাম রোড শাখা[23] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | ৯৪৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), নাসিরাবাদ, চট্টগ্রাম | |
২০ | ইউনিয়ন ব্যাংক | ও আর নিজাম রোড শাখা[24] | রহিমা সেন্টার (১ম ও ২য় তলা), বাসা নং ১৮৩৯, সিডিএ এভিনিউ, জিইসি মোড়, নাসিরাবাদ, চট্টগ্রাম | ||
২১ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | ও আর নিজাম রোড শাখা[25] | এম এম টাওয়ার (২য় তলা), ১১০৫, এশিয়ান হাইওয়ে, পাঁচলাইশ, চট্টগ্রাম | ||
২২ | পূর্ব নাসিরাবাদ উপশাখা[26] | জে এম সেন্টার, বাসা নং ১৪৭, বায়েজিদ বোস্তামী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
২৩ | এক্সিম ব্যাংক | খুলশী শাখা[27] | বাসা নং ৬৬৯/ই, ঝাউতলা রোড, বিজিএমইএ ভবন, খুলশী, চট্টগ্রাম | ||
২৪ | পাঁচলাইশ শাখা[28] | বাসা নং ১০১/২১০, এন জি টাওয়ার (১ম ও ২য় তলা), আহমদ মিয়া প্রাথমিক বিদ্যালয় লেন, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
২৫ | বহদ্দারহাট শাখা[29] | বাসা নং ৬৮০/এ, খাজা সুপার মার্কেট, আরাকান রোড, বহদ্দারহাট, চট্টগ্রাম | |||
২৬ | সিডিএ এভিনিউ শাখা[30] | বাসা নং ১৯১, সিডিএ এভিনিউ, কমার্স ভিউ কমপ্লেক্স, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম | |||
২৭ | গ্লোবাল ইসলামী ব্যাংক | নাসিরাবাদ শাখা[31] | এফোর্ড সুলতান ইলিশিয়াম, ৩৩১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম | ||
২৮ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | খুলশী শাখা[32] | অর্কেডিয়া শপিং সেন্টার, বাসা নং ১০/এ/১/১৭, জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম | ||
২৯ | পাঁচলাইশ শাখা[33] | আল আরবী হোসাইন টাওয়ার, ৮১/১৭৮, হাটহাজারী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
৩০ | যমুনা ব্যাংক | বহদ্দারহাট শাখা[34] | ১০৭০, রহমান সেন্টার, বহদ্দারহাট মোড়, চট্টগ্রাম |
দর্শনীয় স্থান
- শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ
- বিপ্লব উদ্যান
- জাতিসংঘ পার্ক
উল্লেখযোগ্য ব্যক্তি
- রহিমুন্নিসা –– বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নারী কবি।
কাউন্সিলর
কাউন্সিলর[35] | রাজনৈতিক দল | নির্বাচন সন |
---|---|---|
মোহাম্মদ মোরশেদ আলম | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১৫ |
মোহাম্মদ মোরশেদ আলম | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১ |
তথ্যসূত্র
- "পাঁচলাইশ থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "খুলশী থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।
- "অগ্রণী ব্যাংক, খুলশী শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- "জনতা ব্যাংক, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- "জনতা ব্যাংক, মহিলা শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- "জনতা ব্যাংক, মিমি সুপার মার্কেট শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- "জনতা ব্যাংক, মুরাদপুর শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- "রূপালী ব্যাংক, ও আর নিজাম রোড কর্পোরেট শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২।
- "রূপালী ব্যাংক, পাঁচলাইশ শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২।
- "সোনালী ব্যাংক - পাঁচলাইশ শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
- "বেসিক ব্যাংক, ষোলশহর শাখা"। www.basicbanklimited.com। বেসিক ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২।
- "আইএফআইসি ব্যাংক, পাঁচলাইশ শাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- "আইএফআইসি ব্যাংক, সিডিএ এভিনিউ শাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- "আইএফআইসি ব্যাংক, কুঞ্জছায়া উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- "আইএফআইসি ব্যাংক, পাঁচলাইশ উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - ও আর নিজাম রোড শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - খুলশী শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - মুরাদপুর শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- "ইস্টার্ন ব্যাংক, পাঁচলাইশ শাখা"। ebl.com.bd। ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- "উত্তরা ব্যাংক - নাসিরাবাদ শাখা"। uttarabank-bd.com। উত্তরা ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২।
- "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - ও আর নিজাম রোড শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- "ইউনিয়ন ব্যাংক - ও আর নিজাম রোড শাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- "ইসলামী ব্যাংক বাংলাদেশ, ও আর নিজাম রোড শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- "ইসলামী ব্যাংক বাংলাদেশ, পূর্ব নাসিরাবাদ উপশাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- "এক্সিম ব্যাংক, খুলশী শাখা"। eximbankbd.com। এক্সিম ব্যাংক (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- "এক্সিম ব্যাংক, পাঁচলাইশ শাখা"। eximbankbd.com। এক্সিম ব্যাংক (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- "এক্সিম ব্যাংক, বহদ্দারহাট শাখা"। eximbankbd.com। এক্সিম ব্যাংক (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- "এক্সিম ব্যাংক, সিডিএ এভিনিউ শাখা"। eximbankbd.com। এক্সিম ব্যাংক (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- "গ্লোবাল ইসলামী ব্যাংক, নাসিরাবাদ শাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২।
- "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - খুলশী শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - পাঁচলাইশ শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- "যমুনা ব্যাংক - বহদ্দারহাট শাখা"। jamunabankbd.com। যমুনা ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।