শুয়াগ্রাম ইউনিয়ন

শুয়াগ্রাম ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার একটি ইউনিয়ন[1][2]

শুয়াগ্রাম
ইউনিয়ন
শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ
শুয়াগ্রাম ঢাকা বিভাগ-এ অবস্থিত
শুয়াগ্রাম
শুয়াগ্রাম
শুয়াগ্রাম বাংলাদেশ-এ অবস্থিত
শুয়াগ্রাম
শুয়াগ্রাম
বাংলাদেশে শুয়াগ্রাম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৮′৪৬″ উত্তর ৮৯°৫৯′৪৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলাকোটালীপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও সীমানা

শুয়াগ্রাম ইউনিয়ন ৬টি গ্রাম নিয়ে গঠিত- নারায়নখানা, শুয়াগ্রাম, ডুমুড়িয়া, কালার বাড়ি ও পূর্ব পাড়ের কিছু অংশ। ইউনিয়নের- পূর্বদিকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার অন্তর্গত আমবৌলা গ্রাম , দক্ষিণের উজিরপুর উপজেলার সাতলা গ্রাম ও কান্দি ইউনিয়ন, পশ্চিমে পিঞ্জুরী ইউনিয়ন ও আমতলী ইউনিয়ন, উত্তরে আমতলী ও বান্ধাবাড়ী ইউনিয়ন।

ইতিহাস

১২০১ খ্রিস্টাব্দের দিকে মাহমুদের সৈন্যদের ভয়ে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ কোটালীপাড়ায় এসে বসবাস করে । তারও অনেক পরে শুয়াগ্রামে বসবাস শুরু হয়। শুয়াগ্রাম এর গঠনশৈলী দেখে ইতিহাস গণ ১৫০০-১৬০০ খ্রিস্টাব্দের মধ্যে শুয়াগ্রামের সৃষ্টি হতে পারে ঐতিহাসিকদের মনে করেন। গ্রামটি হিন্দুপ্রধান ছিল । অন্যান্য ধর্মের মধ্যে মুসলমান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে। এখানে কামার-কুমার সুতার মৎস্যজীবী জাতীয় পেশা অধিকাংশ মানুষের । এছাড়াও বর্তমানে সরকারি বেসরকারি চাকরি, ব্যবসা-বাণিজ্য ও নানা ধরনের মানুষ জড়িত। প্রাচীনকালে লেখাপড়ার সুযোগ সুবিধা ছিল না বর্তমানে শুয়াগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ এই এলাকায় অনেক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। ০১/০১/১৯৫৬ সালে শুয়াগ্রাম স্কুলটি প্রতিষ্ঠা হয়। শুয়াগ্রাম ইউনিয়ন বর্তমান ৬ টি গ্রাম নিয়ে গঠিত। ডুমুরিয়া, শুয়াগ্রাম, সাতুরিয়া নারায়নখানা, কালার বাড়ী ও পুর্বপাড়ের কিছু অংশ। বর্তমানে শুয়াগ্রাম ইউনিয়নে দুইটি মাধ্যমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল ডুমুরিয়ায় দুইটা, নারায়ণ খানা- কালারবখড়ি ৩টি,শুয়াগ্রামে ৫টি, সাতুরিয়া ১টি

কৃতজ্ঞতা -ভবেন্দ্রনাথ বিশ্বাস (মনোকথা স্বরনিকা)

শিক্ষা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান :শুয়াগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়,বিদ্যালয়, দয়াল হালদার আদর্শ উচ্চ বিদ্যালয়,৯৯ নং শুয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শুয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়নখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাইট স্টার স্কুল,

চার্চ অব বাংলাদেশ, ব্যাপটিস মিশন, হাউজ চার্চ অব বাংলাদেশ,

দর্শনীয় স্থান

শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ, বাজার, রাধা গোবিন্দ মন্দির, বড়গোলা’র শ্রী শ্রী কালী মন্দিরের বড় দীঘি (মধ্যপাড়া), কায়েস্থ পাড়ার রাজবাগান, বড়গোলা(কান্দিরপাড়া),ব্যাপ্টিস্ট মিশন, অক্সফোর্ড মিশন, বিলের লাল শাপলা, মাছের প্রজেক্ট,গ্রামের দক্ষিণ দিকে আনন্দ বাজার ইত্যাদি। এছাড়া দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা,ঈদ, বড়দিন , বৈশাখী উৎসব ইত্যাদি পালন ও উৎযাপন করা হয়।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • সতীশ চন্দ্র হালদার, প্রাক্তন সংসদ‌ সদস্য।

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- শ্রী যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক মেয়াদ
০১ শ্রী সতীশ চন্দ্র হালদার
০২ শ্রী মনোরঞ্জন মধু
০৩ জনাব সিরাজুল ইসলাম
০৪ শ্রী মনিন্দ্র নাথ হালদার
০৫ মিঃ সুধা রঞ্জন রায়
০৬ শ্রী মনিন্দ্র নাথ হালদার
০৭ শ্রী মনিন্দ্র নাথ হালদার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "শুয়াগ্রাম ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০
  2. "কোটালীপাড়া উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.