শুভ বিবাহ

শুভ বিবাহ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এবং ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, ফেরদৌসঅপু বিশ্বাস। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিপুন, ডলি জহুর, প্রবীর মিত্র এবং তুষার খান।[1]

শুভ বিবাহ
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকদেবাশীষ বিশ্বাস
প্রযোজকগায়ত্রী বিশ্বাস
রচয়িতাদেবাশীষ বিশ্বাস
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
বাপ্পা মজুমদার
ইমন সাহা
চিত্রগ্রাহকমির্জা আর এন প্রপাল
সম্পাদকফারহানুর রহমান বিপ্লব
শহিদুল হক
পরিবেশকগীতি চিত্রকথা
মুক্তি২০০৯
দৈর্ঘ্য১২৮ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

চাকরি সূত্রে “রাজীব” (ফেরদৌস) ও “সোনিয়া” (নিপুন) ভাল বন্ধু। সোনিয়া কথা প্রসংঙ্গে এক সম রাজীবের কাছ থেকে জানতে পারে যে, রাজীবের ছোট বেলার বন্ধু “মেঘা”কে (অপু বিশ্বাস) রাজীব ভালবাসে। এদিকে মেঘা রাজীব কে জানায় যে “আরমান” (রিয়াজ) এর সাথা তার বিয়ে ঠিকঠাক। মেঘা রাজীব কে তার বিয়েতে আমন্ত্রন জানায়। রাজীব সে বিয়েতে যায় তবে বিয়েতে অংশগ্রহণ মেঘাকে নিয়ে আরমান আর রাজীবের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এভাবেই এগিয়ে চলে ছবির কাহিনী। পরিশেষে সবার মিলনে গল্পের পরিসমাপ্তি[2]

শ্রেষ্ঠাংশে

সংগীত

শুভ বিবাহ চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার এবং ইমন সাহা। ছবিতে শ্রুতি মধুর কয়েকটি গান রয়েছে। সঙ্গীত রচনা করেছেন কবির বকুল। কণ্ঠশিল্পীরা হলেন; অ্যান্ড্রু কিশোর, রুনা লায়লা, বাপ্পা মজুমদার, কানিজ সুবর্ণা এবং আসিফ।

গানের তালিকা

সংখাশিরোনামকণ্ঠশিল্পীবিশেষত্ব
সেই মেয়েটি এমন বাপ্পা মজুমদার
চোখের ইশারাতে কানিজ সুবর্না আইটেম গান
হৃদয় যেখানে মুহিন ও রন্টি
শুভ বিবাহ অ্যান্ড্রু কিশোরআসিফ আকবর শিরোনাম গান
উড়ে উড়ে যায় পাখি অ্যান্ড্রু কিশোর ও রুনা লায়লা আইটেম গান

তথ্যসূত্র

  1. http://174.120.152.66/~pratidin/print_news.php?path=data_files/170&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=5%5B%5D সিডি ও ডিভিডিতে শুভ বিবাহ
  2. কাহিনী সংক্ষেপ, ভিসিডি এর মোড়ক হতে সংগৃহীত - ব্যানার, লেজার ভিশন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.