শুভ্র (চরিত্র)
শুভ্র বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র। শুভ্র শুদ্ধতম মানুষ। তার চোখ খুব খারাপ, চোখ থেকে চশমা খুলে ফেললে সে প্রায় অন্ধ; ফলে তার ক্লাসের বন্ধুরা তাকে কানাবাবা নামে ডাকে। শুভ্র এর যাত্রা শুরু হয় সাদা গাড়ি[1] নামক গল্প থেকে, যদিও ওইখানে সে শুভ্র হিসেবে না থেকে সাব্বির নামে ছিল। ১৯৯০ থেকে ২০১০ এর মাঝে একে একে শুভ্রকে নিয়ে হুমায়ূন আহমেদের ৬ টি উপন্যাস বের হয়েছে । এর মধ্যে থেকে দারুচিনি দ্বীপ উপন্যাস অবলম্বনে ২০০৭ সালে একটি চলচ্চিত্রও নির্মাণ করা হয়, যাতে শুভ্র চরিত্রে রিয়াজ অভিনয় করেন। প্রতিটা চরিত্রতেই খুব নিখুঁতভাবে একটি নিষ্পাপ সাবলীল বালক ও তার ভাবনা এর বহিঃপ্রকাশ ঘটে।
শুভ্র | |
---|---|
শুভ্র ধারাবাহিক চরিত্র | |
স্রষ্টা | হুমায়ূন আহমেদ |
চরিত্রায়ণ | রিয়াজ |
লিঙ্গ | পুরুষ |
পেশা | শিক্ষার্থী |
জাতীয়তা | বাংলাদেশী |
গণমাধ্যমে
হুমায়ূন আহমেদের এই জনপ্রিয় চরিত্রটিকে টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দায় বেশ কয়েকবার নিয়ে আসা হয়েছে। অনেক খ্যাতিমান টেলিভিশন অভিনেতা-অভিনেত্রীরা শুভ্র উপন্যাস-কেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। দারুচিনি দ্বীপ (উপন্যাস) অবলম্বনে রচিত চলচ্চিত্র দারুচিনি দ্বীপে রিয়াজ শুভ্র চরিত্রে অভিনয় করেন ।
শুভ্র-কেন্দ্রিক রচনা
ছোটোগল্প
- একটি সাদা গাড়ি
উপন্যাস
- দারুচিনি দ্বীপ; ISBN 9844040027
- মেঘের ছায়া; ISBN 978-9844460140
- রূপালী দ্বীপ; ASIN B008OPV0VQ
- শুভ্র; ISBN 9848160922
- এই শুভ্র! এই; ISBN 9848682600
- শুভ্র গেছে বনে; ISBN 9848685561
সমগ্র
- শুভ্র সমগ্র
আরও দেখুন
তথ্যসূত্র
- সমগ্র, গল্প (২০১৫)। গল্পসমগ্র। কাকলী। আইএসবিএন 9847013300236
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।
বহি:সংযোগ
- সাহিত্য ডট কম-এ শুভ্র (গল্পের বই)।