শুভাশিষ মুখোপাধ্যায়
শুভাশিষ মুখোপাধ্যায় বা শুভাশিষ মুখার্জি বাঙালি চলচ্চিত্র অভিনেতা।[1]
শুভাশিষ মুখোপাধ্যায় | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | শুভাশিষ মুখার্জি |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮৭-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | হারবার্ট |
দাম্পত্য সঙ্গী | ইশিতা মুখোপাধ্যায় (m.1986) |
ব্যক্তিগত জীবন
শুভাশিষ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে অধ্যয়ন করেন এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর তিনি শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে ভর্তি এবং পরবর্তীকালে বি.কম পরীক্ষায় উত্তীর্ণ হন।
চলচ্চিত্রের তালিকা
- ছোট বকুলপুরের যাত্রী (১৯৮৭)
- সুরের ভুবনে (১৯৯২)
- কত ভালবাসা (১৯৯২)
- অনুভব (১৯৯৩)
- কালপুরুষ (১৯৯৪)
- সংসার সংগ্রাম (১৯৯৫)
- উজান (১৯৯৬)
- ভয় (১৯৯৬)
- বকুল প্রিয়া (১৯৯৭)
- শ্বশুরবাড়ি জিন্দাবাদ (২০০০)
- হার জিত (২০০০)
- গুরু শিষ্য (২০০১)
- দাদা ঠাকুর (২০০১)
- কুরুক্ষেত্র (২০০২)
- সত্রুর মোকাবিলা (২০০২)
- সবুজ সাথী (২০০৩)
- রাখে হরি মারে কে (২০০৩)
- মায়ের আঁচল (২০০৩)
- চ্যাম্পিয়ন (২০০৩)
- আক্রোশ (২০০৪)
- কালো চিতা (২০০৪)
- বাদশা দ্য কিং (২০০৪)
- ত্যাগ (২০০৪)
- সজনী (২০০৪)
- প্রেমী (২০০৪)
- কুলি (২০০৪)
- বারুদ (২০০৪)
- প্রতিশোধ (২০০৪)
- রাজমোহল (২০০৫)
- অমু (২০০৫)
- সকাল সন্ধ্যা (২০০৫)
- চোরে চোরে মাসতুতো ভাই (২০০৫)
- শুভদৃষ্টি (২০০৫)
- হারবার্ট (২০০৫)
- নায়ক দ্য রিয়েল হিরো (২০০৬)
- এরই নাম প্রেম (২০০৬)
- আই লাভ ইউ (২০০৭)
- সংঘর্ষ (২০০৭)
- গ্রেপ্তার (২০০৭)
- ভালোবাসা ভালোবাসা (২০০৮)
- মন মানে না (২০০৮)
- হ্যাংওভার (২০১০)
- এক্সপোর্ট (২০১০)
- প্রতিদ্বন্দি (২০১০)
- মন চায় তোমায় (২০১০)
- গোরস্থানে সাবধান (২০১০)
- টেনিদা (২০১১)
- মন বলে প্রিয়া প্রিয়া (২০১১)
- ফান্দে পড়িয়া বগা কান্দে রে (২০১১)
- চলো পটল তুলি (২০১১)
- খোকাবাবু (২০১২)
- হাতছানি (২০১২)
- আওয়ারা (২০১২)
- বাঘিনী কন্যা (২০১২)
- বাংলার ঘোটি ফাটাফাটি (২০১২)
- মেঘে ঢাকা তারা (২০১৩)
- ৩ কন্যা (২০১২)
- মিসেস সেন (2013)
- নির্ভয়া (২০১৩)
- গোগোলের কীর্তি (২০১৪)
- পেন্ডুলাম (২০১৪)
- আরশিনগর (২০১৫)
- বেশ করেছি প্রেম করেছি (২০১৫)
- প্রেম কি বুঝিনি (২০১৬)
- সুলতান: দ্য সেভিয়ার (২০১৮)
- সিগনেচার (২০১৮)
- মহালয়া (২০১৯)
- প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো (২০১৯)
- হুল্লোড় (২০২০)
- পরাণ বন্ধু রে (২০১৯)
- ব্রহ্মা জানেন গোপন কম্মটি (২০২০)
- চলো পটল তুলি (২০২০)
- শহরের উপকথা (২০২১)
- হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী (২০২১)
- অতি উত্তম (আসন্ন)
টেলিভিশন চেহারাগুলো
- ব্যোমকেশ বক্সী ২০১৪ টিভি সিরিজ — বড়দা (অনিয়মিত চেহারা)
- ডিটেকটিভ ২০১৫ (জি বাংলা টিভি সিরিজ) জল মোহন গাঙ্গুলি চরিত্রে
- তারানাথ তান্ত্রিক (কালার্স বাংলা টিভি সিরিজ) কাপালিক চরিত্রে
- রাখি বন্ধন (স্টার জলসা টিভি সিরিজ) অমরেশ চ্যাটার্জি চরিত্রে
- কলের বউ (স্টার জলসা টিভি সিরিজ) নকুলেশ্বর ঘটক চরিত্রে
- জড়োয়ার ঝুমকো (জি বাংলা) চরিত্রে অজিত কর্মকার
- খেলাঘর (স্টার জলসা টিভি সিরিজ) সর্বজিৎ রায়, রঞ্জিত, অজিত এবং শান্তুর বাবার চরিত্রে
তথ্যসূত্র
- "শুভাশিষ মুখার্জি"। বাঙালি চলচ্চিত্র। ২৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.