শুন বরনারী

শুন বরনারী হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন অজয় কর[1] এই চলচ্চিত্রটি ১৯৬০ সালে এপেক্স ফিল্মজ ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন রবিন চট্টোপাধ্যায়[2] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া চৌধুরী[3], ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী[4][5]

শুন বরনারী
পরিচালকঅজয় কর
চিত্রনাট্যকারহিরেন নাগ
কাহিনিকারসুবোধ ঘোষ
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
সুপ্রিয়া চৌধুরী
ছবি বিশ্বাস
তুলসী চক্রবর্তী
সুরকাররবিন চট্টোপাধ্যায়
মুক্তি১৯৬০
দৈর্ঘ্য১২১ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

হিমাংশু হলেন একজন গ্রামের মানুষ, তিনি হোমিওপ্যাথির চর্চা বাদ দিয়ে স্থানীয় মানুষকে সাহায্য করতেন। একদিন তিনি এক বড়লোকের মেয়ে যুথিকাকে পাটনায় নিয়ে যাওয়ার জন্য কল পেয়েছিলেন। প্রথমে ধনী মেয়েটি গ্রামের সহজ ও সরল যুবকে অপছন্দ করে তবে কাছ থেকে তাকে দেখে তার পছন্দ শুরু হয়। শীঘ্রই যুথিকার বিবাহ স্থির করা হয়। তিনি হিমাংশুর প্রতি তার অনুভূতি স্বীকার করেছেন তবে অতীতে তিনি একইরকম প্রেমের ব্যর্থতার কারণে এবং তার আবার ভাঙা হৃদয় চাননি বলে তিনি তার প্রেমকে অস্বীকার করেছেন। হিমাংশু ওই জায়গা ছেড়ে চলে যেতে সিদ্ধান্ত নেন। যুথিকা তার ব্যস্ততা ভেঙে দেয়, তার পরিবারকে পিছনে ফেলে হিমাংশুকে সঙ্গে নিয়ে চলে আসে এবং তার সমস্ত সন্দেহকে ভুল প্রমাণ করে।

শ্রেষ্ঠাংশে

সাউন্ডট্রাক

সবগুলি গানের সুরকার রবিন চট্টোপাধ্যায়

গান
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."ঘরেতে ভ্রমর এলো"সুমিত্রা সেন৪:০০
২."পীড়িতই কি রীত"শ্যামল মিত্র২:৫২
৩."তাঁরে অনুনয় করে বলেছি"হেমন্ত মুখোপাধ্যায়২:৫৫

[6]

তথ্যসূত্র

  1. "Suno baranari"www.amazon.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬
  2. "Suno baranari"https://www.induna.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "Actor Supriya Devi's legacy was more than just being Uttam Kumar's heroine"www.dailyo.in। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬
  4. Ghosh, Ruchira (২০১৯-০৩-০৫)। "Supriya Devi: The Gem Of Bengali Cinema | #IndianWomenInHistory"Feminism In India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬
  5. "Veteran Bengali actress Supriya Devi passes away"Free Press Journal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.