শুধু তোমারই জন্য
শুধু তোমারই জন্য ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র।[1][2] বিরসা দাশগুপ্ত পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটিতে অভিনয় করেন দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী এবং আরো অনেকে।[3][4]
শুধু তোমারই জন্য | |
---|---|
পরিচালক | বিরসা দাশগুপ্ত |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মাহেন্দ্র সোনী |
চিত্রনাট্যকার | দেবালয় ভট্টাচার্য |
শ্রেষ্ঠাংশে | দেব শ্রাবন্তী চট্টোপাধ্যায় সোহম চক্রবর্তী মিমি চক্রবর্তী |
বর্ণনাকারী | দেবালয় ভট্টাচার্য |
সুরকার | অরিন্দম চট্টোপাধ্যায় ইন্দ্রদীপ দাশগুপ্ত (শীর্ষসঙ্গীত ও আবহ) |
চিত্রগ্রাহক | শুভঙ্কর ভর |
সম্পাদক | শুভ প্রামাণিক |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | ১৬ সেপ্টেম্বর ২০১৫ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ৪ কোটি |
২০১৫ সালের ১১ সেপ্টেম্বর এই চলচ্চিত্রের ট্রেইলার মুক্তি পায়। এটি তামিল চলচ্চিত্র রাজা রাণীর পূর্ণনির্মাণ ৷
অভিনয়ে
- দেব - আদি
- মিমি চক্রবর্তী - কলি
- শ্রাবন্তী চট্টোপাধ্যায় - নয়নতারা
- সোহম চক্রবর্তী - সিরাজ চৌধুরী
- বিশ্বনাথ বসু - চন্দন
- স্নেহা চট্টোপাধ্যায়-শ্রীতমা
কাহিনী
দেব মানে আদি প্রথমে মিমি মানে কলি নামে একটি মেয়েকে ভালবাসে। তাকে বিয়ে করে সে। কিন্তু পরের দিন রাস্তায় সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। পরে সে যদিও নয়ন নামে একটি মেয়েকে বিয়ে করে, তার সাথেও ঘটেছে একই ঘটনা। সেও ভাল বেসেছিল সিরাজ নামে একটি ছেলেকে। কিন্তু সেও তার জীবন থেকে চলে যায়। অবশেষে মিল হয় আদি ও নয়নের মাঝে।
সংগীত
শুধু তোমারই জন্য | |
---|---|
অরিন্দম চট্টোপাধ্যায় কর্তৃক সংগীত অ্যালবাম |
এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। শীর্ষসংগীত ও আবহ দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "এগিয়ে দে" | অরিন্দম চট্টোপাধ্যায় | অরিজিৎ সিং, মধুবন্তী বাগচী | ০৪:১১ | |
২. | "যেনো তোমারই কাছে" | প্রসেন | অরিন্দম চট্টোপাধ্যায় | অ্যাশ কিং, সোমলতা | ০৪:১১ |
৩. | "ইমোশোনাল সাঁইয়া" | প্রসেন | অরিন্দম চট্টোপাধ্যায় | অরিজিৎ সিং, শ্যামলী খোলগাড়ে, বব | ০৩:৪৯ |
৪. | "শুধু তোমারই জন্য (টাইটেল ট্র্যাক)" | প্রসেন | ইন্দ্রদীপ দাশগুপ্ত | অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল | ০৩:১৯ |
৫. | "দেখতে বউ বউ" | প্রসেন | অরিন্দম চট্টোপাধ্যায় | অ্যাশ কিং, প্রস্মিতা পাল | ০৩:১২ |
৬. | "এগিয়ে দে (দ্বিতীয় সংস্করণ)" | অরিন্দম চট্টোপাধ্যায় | সোমলতা | ০৩:১২ |
প্রযোজনা
তথ্যসূত্র
- "Mimi, Srabanti, Dev in Birsa's next film"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৭ মে ২০১৫।
- "টলিউডের নতুন জুটি: দেব-বিরসা"। আনন্দলোক।
- "Dev, Srabanti, Mimi shooting for Birsa's next"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১ জুলাই ২০১৫।
- "ছবি চললেও আমার ডিপ্রেশন হয়"। এই সময়। ১৬ সেপ্টেম্বর ২০১৫।
- "হাতিবাগানে দেবদৃষ্টি"। এই সময়। ১৬ জুন ২০১৫।