শুধু তুমি (১৯৯৭-এর চলচ্চিত্র)

শুধু তুমি হল কাজী মোরশেদ রচিত ও পরিচালিত ১৯৯৭ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। এর সংলাপ রচনা করেছেন যোসেফ শতাব্দী। ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ ও শামা।[1] অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, হুমায়ুন ফরীদি, শারমিন প্রমুখ। এই ছবিটি নির্মাণকালে সালমান শাহ মৃত্যুবরণ করেন, ফলে তার মতই দেখতে অপর একজন অভিনেতা তার অসম্পূর্ণ চরিত্রে অভিনয় করেন, কিন্তু পর্দায় সালমান শাহের নামই দেখা যায়। এটি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে অভিনেত্রী শামার।

শুধু তুমি
শুধু তুমি চলচ্চিত্রের পোস্টার
পরিচালককাজী মোরশেদ
প্রযোজক
  • মোঃ আসাদ
  • মোঃ সাহিদুর রহমান সাহিদ
রচয়িতাযোসেফ শতাব্দী (সংলাপ)
চিত্রনাট্যকারকাজী মোরশেদ
কাহিনিকারকাজী মোরশেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকসিরাজুল ইসলাম সিরাজ
সম্পাদকসাইফুল ইসলাম
প্রযোজনা
কোম্পানি
এ এস মুভিজ
মুক্তি
  • ১৮ জুলাই ১৯৯৭ (1997-07-18)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব

  • সালমান শাহ - আকাশ
  • শামা - মেঘলা
  • হুমায়ুন ফরীদি - আমির চাকলাদার
  • দিলদার - প্রেমকুমার মামা
  • ডলি জহুর - আকাশের ফুফু
  • পারভেজ গাঙ্গুয়া - কাটারি
  • ববি
  • মন্টু চৌধুরী
  • আবদুল আজিজ
  • মাইকেল টুক্কু
  • সৈয়দ আখতার আলী - আলোমতির বাবা
  • শারমিন - মনোয়ারা বেগম
  • নাসরিন - আলোমতি
  • অলকা সরকার
  • ফিরোজা
  • জেসমিন
  • শামসুদ্দিন
  • দুলাল সরকার
  • ডেনিয়েল তারা
  • কিশোর
  • রমজান খান
  • জুয়েল

সঙ্গীত

শুধু তুমি ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও আশরাফ বাবু। গানে কণ্ঠ দিয়েছেন আগুন, কনক চাঁপা ও লিপি নাসরিন।

সবগুলি গানের সুরকার আলাউদ্দিন আলী

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এই নির্জন নিরালায় নিঝুম বনে"আগুন, কনক চাঁপা 
২."ভালোবাসার চেয়ে বড় পাওয়া"লিপি নাসরিন 
৩."তুমি যখনই কাছে থাকো"আগুন, কনক চাঁপা 
৪."তুমি আমার আলোমতি"আগুন, লিপি নাসরিন 

তথ্যসূত্র

  1. "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯

বহিঃসংযোগ

টেমপ্লেট:কাজী মোরশেদ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.