শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা
শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (ইংরেজি: Air conditioning) হচ্ছে অভ্যন্তরীন বাতাসে (indoor air) আর্দ্রতার পরিমাণ নিয়ন্ত্রণ করে আরামদায়ক পরিবেশ তৈরী। বিশদ অর্থে শীতলীকরন, তাপমাত্রা বৃদ্ধি, বাতাসের গতি নিয়ন্ত্রণ ও বিশুদ্ধতা নিশ্চিতকরণই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।[1]
শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা | |
---|---|
উদ্ভাবকারী | Willis Carrier |
বাজারে ছাড়ার বছর | ১৯০২ |
উপলব্ধতা | বিশ্বজনীন |
ব্যবহার
এটি সাধারণত ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। বিশেষ করে গ্রীষ্মকালে এর ব্যবহার অনেক বেশি হয়ে পড়ে।
মোটর গাড়িতে ব্যবহার
তথ্যসূত্র
- ASHRAE Terminology of HVAC&R, ASHRAE, Inc., Atlanta, 1991
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.