শীতল মাঠ
শীতল মাঠ গ্রামটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অন্তর্গত শিহাড়া ইউনিয়নে অবস্থিত। এটি একটি অতি পরিচিত গ্রাম। নওগাঁ শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
শীতল মাঠ | |
---|---|
ডাকনাম: শীতল মাঠ | |
![]() ![]() শীতল মাঠ | |
স্থানাঙ্ক: ২৫°১১′২৫″ উত্তর ৮৮°৩৯′১৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | পত্নীতলা উপজেলা |
ইউনিয়ন | শিহাড়া ইউনিয়ন |
সরকার | |
• মেম্বার | মোঃ মুনজুর আলী |
আয়তন | |
• মোট | ৪.২৫ বর্গকিমি (১.৬৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ৪,০০০+ |
• জনঘনত্ব | ৪৩৭.৩/বর্গকিমি (১,১৩৩/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৫৬১ |
শিক্ষা প্রতিষ্ঠান
- শীতল সরকারী প্রাথমিক বিদ্যালয়
- শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা
- শীতল আদর্শ একাডেমী
- শীতল আফসারিয়া ফোরকানিয়া মাদ্রাসা
ধর্মীয় উপাসনালয়
★ মসজিদসমূহঃ
- শীতল বাজার জামে মসজিদ
- শীতল বায়তুল আমান জামে মসজিদ
- দেওয়ালডাঙ্গা জামে মসজিদ
- মাদ্রাসাপাড়া জামে মসজিদ
- শেখপাড়া জামে মসজিদ
- বাগানপাড়া জামে মসজিদ
- হাতিডুবা জামে মসজিদ
★ মন্দিরসমূহঃ
- শীতল সার্বজনীন দূর্গা মন্দির
- শীতল সার্বজনীন কালী মন্দির
হাট-বাজার
- শীতল বাজার
দর্শনীয় স্থান
- বাংলাদেশ-ভারত সীমান্ত।
- শীতল মাজার শরীফ।
- বন বিভাগের অধীনে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো সারি সারি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ।
- শীতল বিজিবি ক্যাম্প।
প্রধান অর্থনীতি ও কৃষি ব্যবস্থা
পূর্বে অত্র এলাকায় পানি সেঁচের ব্যবস্থা না থাকায় কৃষি ব্যবস্থার প্রায় পুরোটাই বৃষ্টি নির্ভর আমন ধানের উপর নির্ভরশীল ছিল। সাথে কিছু মৌসুমি ফসল যেমনঃ গম, সরিষা ও বিভিন্ন ধরনের শাক সবজি চাষাবাদ হতো। তবে বর্তমানে প্রায় ৮০ ভাগ অর্থনীতি আমের উপর নির্ভরশীল। এখানে বানিজ্যিকভাবে বিভিন্ন জাতের আম চাষ হয়। তারমধ্যে উল্লেখযোগ্য হলোঃ আম্রপালি, বারি-৪, ল্যাংড়া, ফজলি, খিরসাপাতি, আশ্বিনা, কাটিমন প্রভৃতি। তবে অত্র এলাকার আম্রপালি ও বারি-৪ জাতের আম বেশ বিখ্যাত।
আরও দেখুন
- শীতল বাজার
- শিহাড়া ইউনিয়ন
- পত্নীতলা উপজেলা
- নওগাঁ জেলা
তথ্যসূত্র
- Bangladesh Bureau of Statistics, Statistical Pocket Book, 2007 (pdf-file) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০০৭ তারিখে 2007 Population Estimate. Accessed on 2008-09-29.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.