শীতল মাঠ

শীতল মাঠ গ্রামটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অন্তর্গত শিহাড়া ইউনিয়নে অবস্থিত। এটি একটি অতি পরিচিত গ্রাম। নওগাঁ শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

শীতল মাঠ
ডাকনাম: শীতল মাঠ
শীতল মাঠ
শীতল মাঠ, পত্নীতলা, নওগাঁ, রাজশাহী, বাংলাদেশ
স্থানাঙ্ক: ২৫°১১′২৫″ উত্তর ৮৮°৩৯′১৭″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানওগাঁ জেলা
উপজেলাপত্নীতলা উপজেলা
ইউনিয়নশিহাড়া ইউনিয়ন
সরকার
  মেম্বারমোঃ মুনজুর আলী
আয়তন
  মোট৪.২৫ বর্গকিমি (১.৬৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৪,০০০+
  জনঘনত্ব৪৩৭.৩/বর্গকিমি (১,১৩৩/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৫৬১

শিক্ষা প্রতিষ্ঠান

  1. শীতল সরকারী প্রাথমিক বিদ্যালয়
  2. শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা
  3. শীতল আদর্শ একাডেমী
  4. শীতল আফসারিয়া ফোরকানিয়া মাদ্রাসা

ধর্মীয় উপাসনালয়

★ মসজিদসমূহঃ
  1. শীতল বাজার জামে মসজিদ
  2. শীতল বায়তুল আমান জামে মসজিদ
  3. দেওয়ালডাঙ্গা জামে মসজিদ
  4. মাদ্রাসাপাড়া জামে মসজিদ
  5. শেখপাড়া জামে মসজিদ
  6. বাগানপাড়া জামে মসজিদ
  7. হাতিডুবা জামে মসজিদ
★ মন্দিরসমূহঃ
  1. শীতল সার্বজনীন দূর্গা মন্দির
  2. শীতল সার্বজনীন কালী মন্দির

হাট-বাজার

  • শীতল বাজার

দর্শনীয় স্থান

  1. বাংলাদেশ-ভারত সীমান্ত।
  2. শীতল মাজার শরীফ।
  3. বন বিভাগের অধীনে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো সারি সারি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ।
  4. শীতল বিজিবি ক্যাম্প।

প্রধান অর্থনীতি ও কৃষি ব্যবস্থা

পূর্বে অত্র এলাকায় পানি সেঁচের ব্যবস্থা না থাকায় কৃষি ব্যবস্থার প্রায় পুরোটাই বৃষ্টি নির্ভর আমন ধানের উপর নির্ভরশীল ছিল। সাথে কিছু মৌসুমি ফসল যেমনঃ গম, সরিষা ও বিভিন্ন ধরনের শাক সবজি চাষাবাদ হতো। তবে বর্তমানে প্রায় ৮০ ভাগ অর্থনীতি আমের উপর নির্ভরশীল। এখানে বানিজ্যিকভাবে বিভিন্ন জাতের আম চাষ হয়। তারমধ্যে উল্লেখযোগ্য হলোঃ আম্রপালি, বারি-৪, ল্যাংড়া, ফজলি, খিরসাপাতি, আশ্বিনা, কাটিমন প্রভৃতি। তবে অত্র এলাকার আম্রপালি ও বারি-৪ জাতের আম বেশ বিখ্যাত।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Bangladesh Bureau of Statistics, Statistical Pocket Book, 2007 (pdf-file) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০০৭ তারিখে 2007 Population Estimate. Accessed on 2008-09-29.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.