শীতকালীন এশিয়ান গেমস

শীতকালীন এশিয়ান গেমস হল একটি শীতকালীন বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা এশিয়া অলিম্পিক কাউন্সিলের সদস্যদের নিয়ে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমসের শীতকালীন সংস্করণের কথা প্রথম চিন্তা করে জাপানি অলিম্পিক কমিটি ১৯৮২ সালে। তাদের প্রচেষ্টা যখন চালু হয়, তখন তাদেরকেই প্রথম আসর আয়োজনের দায়িত্ব দেওয়া হয় যা ১৯৮৬ সালে সাপ্পোরোতে অনুষ্ঠিত হয়। ১৯৭২ শীতকালীন অলিম্পিকের স্বাগতিক শহর হিসাবে সাপ্পোরোর পূর্ব অভিজ্ঞতা ও অবকাঠামোর জন্য সাপ্পোরোকে স্বাগতিক মনোনীত করা হয়।

শীতকালীন এশিয়ান গেমস
সংক্ষেপেAWG
নীতিবাক্য 
প্রথম আসর১৯৮৬ শীতকালীন এশিয়ান গেমস, সাপ্পোরো , জাপান
সর্বশেষ আসর২০১৭ শীতকালীন এশিয়ান গেমস, সাপ্পোরো, জাপান
উদ্দেশ্যএশিয়া মহাদেশে জাতিগুলির জন্য বহু খেলাধুলার ইভেন্ট
সদর দফতর 
  
ওয়েবসাইট 
মন্তব্য 

শীতকালীন এশিয়ান গেমসের প্রথম আসরে এশিয়া অলিম্পিক কাউন্সিলের মাত্র সাতটি সদস্য দেশ অংশগ্রহণ করে, শীতকালীন এশিয়াডে প্রতিযোগিতামুলক দেশের সংখ্যা পর্বতীতে ধীরে ধীরে বেরেছে। চীনের চ্যাংচুনে অনুষ্ঠিত ২০০৭ শীতকালীন এশিয়ান গেমসে ৪৫টি সদস্য দেশের মধ্যে ২৭টি অংশগ্রহণ করে, যা এ পর্যন্ত শীতকালীন এশিয়াডের সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণ এবং যাতে শীতকালিন এশিয়াডের ইতিহাসে প্রথমবারের মত ৪৫টি দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছিল।

যদিও ২০০৯ সালে লেবাননে গেমসে বিবেচনা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি স্থান পায়নি।

আসর

এশিয়ান শীতকালীন গেমস স্বাগতিক শহর
সংস্করণ বছর স্বাগতিক শহর স্বাগতিক দেশ উদ্বোধন করেছেন শুরুর তারিখ শেষের তারিখ এনওসি সংখ্য প্রতিযোগী ক্রীড়া ইভেন্ট সর্বোচ্চ স্থানের দল তথ্যসূত্র
I ১৯৮৬ সাপ্পোরো  জাপান ফাহাদ আল আহমেদ আল জাবের আল সাবাহ ১ মার্চ ৮ মার্চ ২৯৩ ৩৫  জাপান (JPN) [1]
II ১৯৯০ সাপ্পোরো  জাপান সম্রাট আকিহিতো ৯ মার্চ ১৪ মার্চ ৩১০ ৩৩  জাপান (JPN) [2]
III ১৯৯৬ হারবিন  চীন রাষ্ট্রপতি জিয়াং জেমিন ৪ ফেব্রুয়ারি ১১ ফেব্রুয়ারি ১৭ ৪৫৩ ৪৩  চীন (CHN) [3]
IV ১৯৯৯ গ্যাংনউন  দক্ষিণ কোরিয়া রাষ্ট্রপতি কিম দায়ে জং ৩০ জানুয়ারি ৬ ফেব্রুয়ারি ১৪ ৭৯৮ ৪৩  চীন (CHN) [4]
V ২০০৩ আওমোরি  জাপান প্রিন্স নারুহিতো ১ ফেব্রুয়ারি ৮ ফেব্রুয়ারি ১৭ ৬৪১ ৫১  জাপান (JPN) [5]
VI ২০০৭ চ্যাংচুন  চীন রাষ্ট্রপতি হু জিনতাও ২৮ জানুয়ারি ৪ ফেব্রুয়ারি ২৫ ৭৯৬ ৪৭  চীন (CHN) [6]
VII ২০১১ আস্তানাআলমাতি  কাজাখস্তান রাষ্ট্রপতি নুরুসুলতান নাজারবায়েভ ৩০ জানুয়ারি ৬ ফেব্রুয়ারি ২৬ ৮৪৩ ৬৯  কাজাখস্তান (KAZ) [7]
VIII ২০১৭ সাপ্পোরো  জাপান প্রিন্স নারুহিতো ১৯ ফেব্রুয়ারি ২৬ ফেব্রুয়ারি ৩২ ১,১৪৭ ৬৪  জাপান (JPN) [8]
IX ২০২১ ভবিষ্যৎ ঘটনা
  • ২০১৭ সালের গেমসের জন্য, এশীয় অলিম্পিক কাউন্সিল ওশেনিয়া অঞ্চলের ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানায়।

ক্রীড়াসমূহ

ক্রীড়াবছর
আলপাইন স্কিইংসকল
ব্যান্ডিশুধু মাত্র ২০১১
বায়াথলনসকল
ক্রস-কান্ট্রি স্কিইংসকল
কার্লিং২০০৩–২০০৭, ২০১৭
ফিগার স্কেটিং১৯৮৬, ১৯৯৬ থেকে
ফ্রিস্টাইল স্কিইং১৯৯৬, ২০০৩ থেকে
ক্রীড়াবছর
আইস হকিসকল
স্কী ওরিয়েন্টারিংশুধু মাত্র ২০১১
শর্ট ট্রাক স্পীড স্কেটিংসকল
স্কী জাম্পিং১৯৯৯, ২০১১ থেকে
স্নোবোর্ডিং২০০৩–২০০৭, ২০১৭
স্পীড স্কেটিংসকল

অংশগ্রহণকারী দেশ

১৯৮৬ থেকে ২০১৭ পর্যন্ত ৮টি আসরে এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪৫টি সদস্য এনওসির মধ্যে ৩২টি নিয়মিত ও অনিয়মিতভাবে শীতকালীন গেমসে অংশগ্রহণ করেছে।

  •  আফগানিস্তান
  •  বাহরাইন
  •  কম্বোডিয়া
  •  চীন
  •  হংকং
  •  ভারত
  •  ইন্দোনেশিয়া
  •  ইরান
  •  জাপান
  •  জর্ডান
  •  কাজাখস্তান
  •  উত্তর কোরিয়া
  •  দক্ষিণ কোরিয়া
  •  কুয়েত
  •  কিরগিজস্তান
  •  মাকাও
  •  মালয়েশিয়া
  •  মঙ্গোলিয়া
  •  নেপাল
  •  পাকিস্তান
  •  ফিলিস্তিন
  •  ফিলিপাইন
  •  কাতার
  •  সিঙ্গাপুর
  •  শ্রীলঙ্কা
  •  চীনা তাইপেই
  •  তাজিকিস্তান
  •  থাইল্যান্ড
  •  পূর্ব তিমুর
  •  সংযুক্ত আরব আমিরাত
  •  উজবেকিস্তান
  •  ভিয়েতনাম

পদক তালিকা

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 জাপান (JPN)১৩৮১৪৪১১৫৩৯৭
 চীন (CHN)৯৪৮৫১০৫২৮৪
 কাজাখস্তান (KAZ)৭৮৬২৫৬১৯৬
 দক্ষিণ কোরিয়া (KOR)৭৪৮৩৯২২৪৯
 উত্তর কোরিয়া (PRK)১২১৭
 উজবেকিস্তান (UZB)
 লেবানন (LBN)
 মঙ্গোলিয়া (MGL)
 ইরান (IRI)
১০ কিরগিজস্তান (KGZ)
মোট (১০টি জাতি)৩৮৭৩৮৩৩৯৩১১৬৩

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "1st AWG Sapporo 1986"। OCA। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  2. "2nd AWG Sapporo 1990"। OCA। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  3. "3rd AWG Harbin 1996"। OCA। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  4. "4th AWG Gangwon 1999"। OCA। ২০১০-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  5. "5th AWG Aomori 2003"। OCA। ২০১১-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০০৩
  6. "6th AWG Changchun 2007"। OCA। ২০১১-০৫-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০০৭
  7. "7th AWG Astana-Almaty 2011"। OCA। ২০১০-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১১
  8. "8th AWG Sapporo 2017"। OCA। ২০১০-১১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.