শিহাড়া ইউনিয়ন
শিহাড়া ইউনিয়ন বাংলাদেশের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[1][2]
শিহাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() শিহাড়া ![]() ![]() শিহাড়া | |
স্থানাঙ্ক: ২৫°৮′৫০″ উত্তর ৮৮°৪০′৫০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | পত্নীতলা উপজেলা ![]() |
আসন | ৪৭, নওগাঁ-২ |
সরকার | |
• চেয়ারম্যান | আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন |
আয়তন | |
• মোট | ৩৭.০৫ বর্গকিমি (১৪.৩১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে) | |
• মোট | ২৪,২৬০ |
• জনঘনত্ব | ৬৫০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৫০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৫৬১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
![](../I/Shitol_Bazar.jpg.webp)
শীতল সবজি বাজারের দৃশ্য
প্রশাসনিক কাঠামো
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | শীতল মাঠ |
২নং ওয়ার্ড | তেপুকুরিয়া |
৩নং ওয়ার্ড | কাষ্টবই |
৪নং ওয়ার্ড | হলাকান্দর |
৫নং ওয়ার্ড | শিহাড়া |
৬নং ওয়ার্ড | জামালপুর |
৭নং ওয়ার্ড | পরাণপুর |
৮নং ওয়ার্ড | কৈবর্তখন্ড |
৯নং ওয়ার্ড | পলিপাড়া |
সদস্যগণের নাম
- চেয়ারম্যানঃ
- Tofazzol Hossain
- সংরক্ষিত আসনের সদস্যঃ
- গীতা রানী
- মোছাঃ আলেয়া খাতুন
- মোছাঃ শাহানাজ বেগম
- ওয়ার্ডভিত্তিক সাধারণ আসনের সদস্যবৃন্দঃ
ওয়ার্ড নং | গ্রামের নাম | সদস্যগণের নাম |
---|---|---|
১নং ওয়ার্ড | শীতল মাঠ | মোঃ আজগর আলী |
২নং ওয়ার্ড | তেপুকুরিয়া | মোঃ শাহজাহান আলী |
৩নং ওয়ার্ড | কাষ্টবই | দেবেন্দ্রনাথ বাবু |
৪নং ওয়ার্ড | হলাকান্দর | মোঃ শামীম কবির |
৫নং ওয়ার্ড | শিহাড়া | মোঃ আব্দুল মালেক |
৬নং ওয়ার্ড | জামালপুর | মোঃ আব্দুস সালাম |
৭নং ওয়ার্ড | পরাণপুর | মোঃ মোসারফ হোসেন |
৮নং ওয়ার্ড | কৈবর্তখন্ড | মোঃ ওমর আলী |
৯নং ওয়ার্ড | পলিপাড়া | মোঃ নুরুল ইসলাম |
শিক্ষাব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়ঃ
- শিহাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ওয়ারীখন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- শীতল সরকারী প্রাথমিক বিদ্যালয়
- তেপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কৈবর্তখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়
- পলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- হলাকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- পাইকবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- আমন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়
- সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয়ঃ
- শিহাড়া উচ্চ বিদ্যালয়
- আমন্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়
- পাইকবান্দা জুনিয়র স্কুল
- পলিপাড়া জুনিয়র স্কুল
- মাদ্রাসাঃ
- শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা
- হলাকান্দর সাবেদ আলী দাখিল মাদ্রাসা
- কলাপাকা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা
- আবাদপুকুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা
- কিন্ডারগার্টেন স্কুলঃ
- শীতল আদর্শ একাডেমী
- শিহাড়া বাজার কিন্ডারগার্টেন
হাট-বাজার
- শিহাড়া বাজার
- শীতল বাজার
- আমন্ত বাজার
- কলাপাকা বাজার
আরও দেখুন
তথ্যসূত্র
- "শিহাড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
- "পত্নীতলা উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.