শিল্প মন্ত্রণালয় (বাংলাদেশ)

শিল্প মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টি সাধারনত শিল্প খাতে উন্নয়ন, প্রসারন, বাংলাদেশের শিল্পখাতের সহনীয় উন্নয়ন সংশ্লিষ্ট নতুন নীতি, কৌশল এসবের দায়িত্বপ্রাপ্ত।

শিল্প মন্ত্রণালয় (বাংলাদেশ)
সংস্থার রূপরেখা
অধিক্ষেত্রবাংলাদেশ সরকার
সদর দপ্তরশিল্প মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
প্রতিমন্ত্রীগণের দায়িত্বে
সংস্থা নির্বাহী
ওয়েবসাইটwww.moind.gov.bd

পটভূমি

বাংলাদেশ স্বাধীনতা লাভের পূর্বে সাবেক পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বাণিজ্য ও শিল্প ডিপার্টমেন্ট এর মাধ্যমে শিল্প সম্পর্কিত কর্মকাণ্ড পরিচালিত হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় গঠন করা হয়। পরবর্তীতে শিল্প ও বাণিজ্য দু’টি আলাদা মন্ত্রণালয় হিসেবে আত্বপ্রকাশ করে। অতঃপর শিল্প মন্ত্রণালয়ের কর্মপরিধিভুক্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড, প্রাইভেটাইজেশন কমিশনও শিল্প মন্ত্রণালয় থেকে পৃথক হয়ে যায়। শিল্প মন্ত্রণালয়ের অধীন বর্তমানে ৪টি সংস্থা, ৬টি দপ্তর/অধিদপ্তর এবং একটি বোর্ড কাজ করে।

সংস্থা

  1. বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন (বিসিআইসি)
  2. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)
  3. বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)
  4. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) 

দপ্তর

  1. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)
  2. বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম)
  3. বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
  4. ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)
  5. পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর
  6. প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়

বোর্ড

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড বর্তমানে ৬টি অনুবিভাগের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয়। অনুবিভাগগুলো হলোঃ

  1. গবেষণা ও উন্নয়ন অনুবিভাগ
  2. প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ
  3. স্বশাসিত সংস্থা অনুবিভাগ
  4. অডিট ও অধিদপ্তর অনুবিভাগ
  5. বিরাষ্ট্রীয়করণ আইন, নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা অনূবিভাগ
  6. পরিকল্পনা অনুবিভাগ

ফাউন্ডেশন

  1. ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ)
  2. ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ)

তথ্যসূত্র

  1. "47-member new cabinet announced"The Daily Star। ৬ জানুয়ারি ২০১৯।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.