শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন

শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে রেল-পরিষেবা প্রদানকারী তিনটি রেলওয়ে স্টেশনের অন্যতম (অন্য দুটি স্টেশন হল শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশননিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন)।

শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
অবস্থানবাঘা যতীন রোড, শিলিগুড়ি, দার্জিলিং জেলা, পশ্চিমবঙ্গ
 India
স্থানাঙ্ক২৬.৭০৭১° উত্তর ৮৮.৪২৯২° পূর্ব / 26.7071; 88.4292
উচ্চতা১২০ মিটার (৩৯০ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তরপূর্ব সীমান্ত রেল
লাইননিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-শামুকতলা রোড লাইন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
প্ল্যাটফর্ম২ [১টি ব্রড গেজ ও ১ ন্যারো গেজ]
নির্মাণ
গঠনের ধরনস্ট্যান্ডার্ড অন গ্রাউন্ড
পার্কিংপাওয়া যায়
অন্য তথ্য
অবস্থাকার্যকর
স্টেশন কোডSGUT
বিভাগ শিলিগুড়ি
ইতিহাস
চালু১৮৮০ (1880)
আগের নামনর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে
অবস্থান
শিলিগুড়ি টাউন পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
শিলিগুড়ি টাউন
শিলিগুড়ি টাউন
পশ্চিমবঙ্গে অবস্থান
শিলিগুড়ি টাউন ভারত-এ অবস্থিত
শিলিগুড়ি টাউন
শিলিগুড়ি টাউন
পশ্চিমবঙ্গে অবস্থান

ইতিহাস

১৮৭৮ সালে কলকাতা (পরবর্তীকালে শিয়ালদহ স্টেশন) স্টেশন থেকে দুটি ধাপে রেল যোগাযোগ স্থাপিত হয় - কলকাতা থেকে পদ্মা নদীর দক্ষিণ পাড়ে দামুকেয়া ঘাট পর্যন্ত ১,৬৭৬ মিলিমিটার ( ফুট  ইঞ্চি) ব্রড গেজ লাইন এবং নদীপথে এপারে সে শিলিগুড়ি পর্যন্ত ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি) metre gauge লাইন। ১৮৮১ সালে ৬১০ মিলিমিটার ( ফুট) ন্যারো গেজ শিলিগুড়ি-দার্জিলিং লাইনটি যুক্ত হয়। ১৯২৬ সালে হার্ডিঞ্জ সেতু নির্মিত হল সমগ্র কলকাতা-শিলিগুড়ি লাইনটি ১,৬৭৬ মিলিমিটার ব্রড গেজে রূপান্তরিত করা হয়। ১৯৪৭ সালে দেশভাগ হলে লাইনটি খণ্ডিত হয়ে পড়ে। কারণ, এই লাইনের একটি বৃহৎ অংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়।[1]

স্বাধীন ভারতে বারসোইকিশানগঞ্জ (যথাক্রমে মিটার গেজ ও ন্যারো গেজ লাইন) স্টেশনের মাধ্যমে আপৎকালীন যোগাযোগরক্ষাকারী বন্দ্যোবস্ত করা হ্য। ১৯৪৯ সালে নতুন শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন এবং ১৯৬১ সালে নতুন ব্রড গেজ নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন গঠিত হয়।[1]

এখানে, এই রেলওয়ে স্টেশন এ বহু বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বের পা পড়েছিল, কথিত আছে বাঘাযতীন (যতীন্দ্র নাথ মুখার্জী) এই স্টেশন-এ একসঙ্গে চার গোৱা সিপাহিদের সঙ্গে একাই লড়াই করে কাত করে দিয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার মংপু এর বাড়ী যাওয়ার সময় এই স্টেশন এই পদার্পণ করতেন। নেতাজী সুভাষ, দেশবন্ধু চিত্তরঞ্জন এবং আরও বহু মানুষের পদধূলি ধন্য এই স্টেশন এখন নীরব হয়ে পড়ে রয়েছে।

তথ্যসূত্র

  1. Alastair Boobyer। "India: the complex history of the junctions at Siliguri and New Jalpaiguri"। IRFCA। সংগ্রহের তারিখ ২০১১-১২-১০

বহিঃসংযোগ

উইকিভ্রমণ থেকে শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন ভ্রমণ নির্দেশিকা পড়ুন।

পূর্ববর্তী স্টেশন   Indian Railway   পরবর্তী স্টেশন
New Jalpaiguri
Northeast Frontier Railway zone
New Jalpaiguri-Alipurduar-Samuktala Road line
Siliguri Junction
New Jalpaiguri
Darjeeling Himalayan Railway
Siliguri-Darjeeling narrow gauge line
Siliguri Junction
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.