শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন
শিলমুড়ী দক্ষিণ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।[1]
শিলমুড়ী দক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() শিলমুড়ী দক্ষিণ ![]() ![]() শিলমুড়ী দক্ষিণ | |
স্থানাঙ্ক: ২৩°২১′৩০″ উত্তর ৯১°৬′০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা ![]() |
জনসংখ্যা | |
• মোট | ২৪,৪৯৩জন। |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
আয়তন
এ ইউনিয়নটির আয়তন ৪২২১ একর।[2]
জনসংখ্যা
ইউনিয়নটিতে ৩৩৩৫৫ জন লোক বসবাস করে।[3]
অবস্থান ও সীমানা
বরুড়া উপজেলার পূর্বাংশে শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ও পশ্চিমে শিলমুড়ী উত্তর ইউনিয়ন, দক্ষিণে গালিমপুর ইউনিয়ন ও লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন ও বাগমারা উত্তর ইউনিয়ন এবং পূর্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন অবস্থিত।[1][2]
প্রশাসনিক কাঠামো
শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।[2]
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
- শিলমুড়ী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা[4]
নাম | বিদ্যালয়ের নাম | বিদ্যালয়ের অবস্থ |
---|---|---|
০১ | লগ্নসার পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় | লগ্নসার,বরুড়া,কুমিল্লা |
০২ | আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় | আমড়াতলী,বরুড়া,কুমিল্লা |
০৩ | লগ্নসার প: সরকারি প্রাথমিক বিদ্যালয় | লগ্নসার,বরুড়া,কুমিল্লা |
০৪ | বাঁশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | বাঁশপুর,বরুড়া,কুমিল্লা |
০৫ | শিলমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় | শিলমুড়ী,বরুড়া,কুমিল্লা |
০৬ | জয়াগ সরকারি প্রাথমিক বিদ্যালয় | জয়াগ,বরুড়া,কুমিল্লা |
০৭ | সুন্দরদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয় | সুন্দরদৌল,বরুড়া,কুমিল্লা |
০৮ | চেঙ্গাহাটা রেজি: প্রাথমিক বিদ্যালয় | চেঙ্গাহাটা,বরুড়া,কুমিল্লা |
০৯ | শিয়ালোড়া রেজি: প্রাথমিক বিদ্যালয় | লগ্নসার,বরুড়া,কুমিল্লা |
১০ | মনোহরা রেজি: প্রাথমিক বিদ্যালয় | মনোহরা,বরুড়া,কুমিল্লা |
১১ | ফলকামুড়ী রেজি: প্রাথমিক বিদ্যালয় | ফলকামুড়ী,বরুড়া,কুমিল্লা |
- নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়[5]
ক্র | বিদ্যালয়ের নাম | প্রধান শিক্ষকের নাম |
---|---|---|
০১ | আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় | কাজী মো: আইয়ুব আলী |
০২ | শিলমুড়ী আর আর উচ্চ বিদ্যালয় | আবুল কালাম মজুমদার |
০৩ | শাহের বানু আইডিয়েল স্কুল | মোখলেছুর রহমান মুন্সী |
আরও দেখুন
তথ্যসূত্র
- "বরুড়া উপজেলা"। barura.comilla.gov.bd। ২০১৯-০২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩।
- "বরুড়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- "শিলমুড়ি (দ:) ইউনিয়ন"। shilmurisouthup.comilla.gov.bd। ২০২০-০১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- "শিলমুড়ি (দ:) ইউনিয়ন"। shilmurisouthup.comilla.gov.bd। ২০২০-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- "শিলমুড়ি (দ:) ইউনিয়ন"। shilmurisouthup.comilla.gov.bd। ২০২০-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.