শিরীন আহমেদ
শিরীন আহমেদ হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। চাকরি জীবনে তিনি জীবন বীমা করপোরেশনের একজন সরকারি কর্মকর্তা ছিলেন।[4] তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।[5][6][7]
শিরীন আহমেদ | |
---|---|
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
সংখ্যাগরিষ্ঠ | বাংলাদেশ আওয়ামী লীগ |
একাদশ জাতীয় সংসদের সাংসদ | |
সংরক্ষিত নারী আসন-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৬ ফেব্রুয়ারি ২০১৯ – বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | [1] | ২ আগস্ট ১৯৫৬
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | বজলুর রহমান (প্রয়াত)[2] |
পেশা |
|
কমিটি | বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক স্থায়ী কমিটি[3] |
ধর্ম | ইসলাম |
রাজনৈতিক জীবন
তিনি বাংলাদেশ আওয়ামীলীগ-এর রাজনীতিতে সক্রিয়ভাবে আংশগ্রহণ করছেন আর বর্তমানে তিনি তার প্রয়াত স্বামী কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ নামক দলটির নেতৃত্ব দিচ্ছেন।[8][9] তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির একজন সদস্যা তিনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি লিডারশিপ অ্যান্ড অ্যাডভোকেসি ইউনিট প্রজ্ঞাপনে 'নারী উন্নয়ন উন্নয়ন ও বাস্তবায়ন কমিটি'[10] র ৫০ সদস্যের অন্যতম তিনি। [11]
তথ্যসূত্র
- "National Parliament of Bangladesh"।
- "Bangabandhu's close associate Bazlur Rahman dies"। Dhaka News। ২০ অক্টোবর ২০১৪।
- "Standing Committee on Ministry of Science and Technology"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৪।
- "Member of Parliament Profile"। Bangladesh Parliament।
- "সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। সমকাল। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ৪৯ জন"। কালের কণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "শপথ নিলেন সংরক্ষিত নারী এমপিরা"। একুশে টেলিভিশন। ২০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন। Ekushey Television।
- সৈনিক লীগের প্রতিষ্ঠাতা বজলুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ২৭ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২১।
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পলিসি লিডারশিপ এ্যান্ড এ্যাডভোকেসি ইউনিট (৩১ আগস্ট, ২০২০)। বাংলাদেশ গেজেট (অতিরিক্ত সংখ্যা)। bgpress.gov.bd: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পৃষ্ঠা ৩। আইএসবিএন গেজেট নং-৩২.০০.০০০০.০৯২.০৬.০১৬.২০১৬-৬৭
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। এখানে তারিখের মান পরীক্ষা করুন:|তারিখ=
(সাহায্য) - "বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.