শিরা

শিরা (ইংরেজি: Vein) বলতে বুঝায়, যে সকল রক্তবাহ দেহের বিভিন্ন অংশ হইতে রক্ত বহন করে হৃৎপিণ্ডে প্রবেশ করে তাদের শিরা বলা হয়। [1]

শিরা
মানব দেহের গুরুত্বপূর্ণ শিরার অবস্থান
শিরার গঠন
বিস্তারিত
তন্ত্রসংবহন তন্ত্র
শনাক্তকারী
লাতিনvena
মে-এসএইচD014680
টিএ৯৮A12.0.00.030
A12.3.00.001
টিএ২3904
এফএমএFMA:50723
শারীরস্থান পরিভাষা

সাধারনত শিরা অপরিশোধিত রক্ত (অক্সিজেন বিহীন বা ডিঅক্সিজিনেটেড রক্ত) বহন করে। ব্যতিক্রম ফুসফুসীয় শিরা বা পালমোনারী শিরা যা অক্সিজেন যুক্ত রক্ত বা অক্সিজিনেটেড রক্ত বহন করে।

শিরাতে থাকা কপাটিকা গুলো রক্তের বিপরীতমুখী প্রবাহ প্রতিরোধ করে।

তথ্যসূত্র

  1. উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান বই (*বর্দ্ধন *সেন *ভক্ত )রচিত ক্যালকাটা বুক হাউস কর্তৃক প্রকাশিত।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.