শিয়ালদহ দক্ষিণ লাইন

শিয়ালদহ দক্ষিণ লাইন চারটি পরস্পর যুক্ত রেলপথ নিয়ে গঠিত। এটি শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এর মোট দৈর্ঘ্য হল ১৯০ কিলোমিটার (১২০ মা)। এই রেলপথের চারটি প্রান্তিক রয়েছে। এগুলি হল বজবজ, ক্যানিং, ডায়মন্ড হারবারনামখানা

শিয়ালদহ দক্ষিণ লাইন
সংক্ষিপ্ত বিবরণ
অন্য নামশিয়ালদহ সাউথ সেকশন
স্থিতিসক্রিয়
মালিকভারতীয় রেল
অঞ্চলপশ্চিমবঙ্গ
বিরতিস্থল
স্টেশন৬৭ (আন্তঃবদল : ৫)
ওয়েবসাইটপূর্ব রেল
পরিষেবা
ধরনশহরতলি রেল
সিস্টেমকলকাতা শহরতলি রেল
সেবাশিয়ালদহ–নামখানা
বালিগঞ্জ–বজবজ
সোনারপুর–ক্যানিং
বারুইপুর–ডায়মন্ড হারবার
পরিচালকপূর্ব রেল
ডিপোশিয়ালদহ
নামখানা
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্যশিয়ালদহ–নামখানা: ১০৮ কিমি (৬৭ মা)
বালিগঞ্জ–বজবজ: ১৯ কিমি (১২ মা)
সোনারপুর–ক্যানিং: ২৮ কিমি (১৭ মা)
বারুইপুর–ডায়মন্ড হারবার: ৩৫ কিমি (২২ মা)
ট্র্যাকসংখ্যা
বৈশিষ্ট্যআদর্শ
ট্র্যাক গেজব্রডগ্রেজ (১৬৭৬ এমএম)
বিদ্যুতায়ন২৫ কেভি এসি ওভারহেড লাইন
চালন গতি১০০ কিমি/ঘণ্টা
রুটের মানচিত্র

কিমি
শিয়ালদহ–বনগাঁ লাইন
দমদম জংশন
পাতিপুকুর
কলকাতা
বিধাননগর রোড
কিমি
শিয়ালদহ উত্তর ও মেইন
0
স্যার গুরুদাস
ব্যানার্জী হল্ট
শিয়ালদহ দক্ষিণ
0
পার্ক সার্কাস
0
বালিগঞ্জ জংশন
ঢাকুরিয়া
লেক গার্ডেন্স
0
যাদবপুর
১০
বাঘাযতীন
১২
নিউ গড়িয়া
১৩
গড়িয়া
১৫
নরেন্দ্রপুর
১৭
সোনারপুর জংশন
২০
বিদ্যাধরপুর
২৩
কালিকাপুর
টালিগঞ্জ
0
২৪
চাম্পাহাটি
২৭
পিয়ালী
নিউ আলিপুর
১০
২৯
গৌড়দহ
মাঝেরহাট
১২
৩২
ঘুটিয়ারী শরীফ
৩৫
বেতবেড়িয়া ঘোলা
ব্রেসব্রীজ
১৪
৩৯
তালদি
সন্তোষপুর
১৭
৪৫
ক্যানিং
আকড়া
১৯
প্রস্তাবিত
নুঙ্গী
২৩
বজবজ
২৫
ভাঙনখালি
সোনাখালি
সুভাষগ্রাম
২০
বাসন্তী
মল্লিকপুর
২২
ঝড়খালি
বারুইপুর জংশন
২৫
কল্যানপুর
২৮
২৭
শাসন রোড
দক্ষিণ দূর্গাপুর
৩০
২৯
কৃষ্ণমোহন
হোটর
৩২
৩১
ধপধপি
ধামুয়া
৩৫
৩৩
সূর্যপুর
উত্তর রাধানগর
৩৭
৩৫
গোচরণ
মগরাহাট
৪০
৩৮
হোগলা
বাহিরপুয়া হল্ট
৪৩
৪১
দক্ষিণ বারাসাত
সংগ্রামপুর
৪৫
৪৪
বহরু
দেউলা
৫০
৪৯
জয়নগর মজিলপুর
নেতড়া
৫৩
রায়দিঘি (প্রস্তাবিত)
বাসুলডাঙা
৫৫
৫৪
মথুরাপুর রোড
গুরুদাসনগর
৫৭
৫৯
মাধবপুর
বাঁকরাহাট (প্রস্তাবিত)
৬২
লক্ষীকান্তপুর
ferry/water interchange ডায়মন্ড হারবার
৬০
৬৮
উদয়রামপুর
কুলপি (প্রস্তাবিত)
৭২
কুলপি ferry/water interchange
৭৭
করঞ্জলী
কিমি
৮৩
নিশ্চিন্তপুর মার্কেট
৮৪
নিশ্চিন্তপুর
৮৮
মাধবনগর
৯২
কাশীনগর
৯৫
কাকদ্বীপ ferry/water interchange
সাগরদ্বীপ পর্যন্ত
বৌদ্ধখলি হলে (পরিকল্পিত)
১০৩
উকিলেরহাট
১০৮
নামখানা ferry/water interchange
প্রস্তাবিত
চন্দ্রনগর
বকখালি
কিমি

উৎস: ভারতীয় রেলওয়ে সময় সারনী

ইতিহাস

শিয়ালদহ দক্ষিণ লাইন

১৮৬২ সালে প্রথম শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত ৪৬ কিলোমিটার পথে রেল চালু হয়। এই রেল চালু করে তৎকালীন দক্ষিণ-পূর্ব রেল কোম্পানি। পরে এটি সরকার অধিগ্রহণ করে। প্রথম পর্বে ঘুটিয়ারি শরীফ পর্যন্ত ট্রেন লাইন ছিল এবং ক্যানিং পর্যন্ত একটি লাইন ছিল। এটি ভারতে তৃতীয়তম রেলপথ (মুম্বাই থেকে থানে প্রথম এবং হাওড়া থেকে হুগলি দ্বিতীয়)। বর্তমানে এটি সর্বাধিক ব্যস্ততম রেলপথ। তারপর বহু বছর পর ১৮৮২ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে জয়নগর মজিলপুর পর্যন্ত রেল চালু করে। ১৯২৮ সালে এটি লক্ষীকান্তপুর পর্যন্ত সম্প্রসারিত হয়। এরপর ২০০১ সালে এটি কাকদ্বীপ ও ২০০৬ সালে এটি নামখানা পর্যন্ত সম্প্রসারিত হয়। । ১৮৮৩ সালে দক্ষিণ-পূর্ব রেল কোম্পানি ডায়মন্ড হারবার পর্যন্ত রেল চালু করে। ১৮৯০ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে বজবজ পর্যন্ত রেল চালু করে।[1][2]

স্টেশনসহ রুটগুলি

রুটগুলি

  • শিয়ালদহ – নামখানা
  • বালিগঞ্জ – বজবজ
  • সোনারপুর – ক্যানিং
  • বারুইপুর – ডায়মন্ড হারবার

প্রধান লাইন

প্রধান লাইন
# শিয়ালদহ থেকে দূরত্ব (কিমি) স্টেশনের নাম স্টেশনের কোড সংযোগ
শিয়ালদহএসডিএএইচকর্ড লিংক লাইন / পূর্ব লাইন
পার্ক সার্কাসচক্ররেল লাইন
বালিগঞ্জ জংশনবিএলএনবজবজ (দক্ষিণ লাইন) / চক্ররেল লাইন
ঢাকুরিয়ানা
যাদবপুরনা
১০বাঘাযতীননা
১২নিউ গড়িয়াকলকাতা মেট্রো লাইন ১
১৩গড়িয়ানা
১৫নরেন্দ্রপুরনা
১০১৭সোনারপুর জংশনএসপিআরক্যানিং (দক্ষিণ লাইন)
১১২০সুভাষগ্রামনা
১২২২মল্লিকপুরনা
১৩২৫বারুইপুর জংশনবিআরপিডায়মন্ড হারবার (দক্ষিণ লাইন)
১৪২৭শাসন রোডনা
১৫২৯কৃষ্ণমোহননা
১৬৩১ধপধপিনা
১৭৩৩সূর্যপুরনা
১৮৩৫গোচরণনা
১৯৩৮হোগলানা
২০৪১দক্ষিণ বারাসাতনা
২১৪৪বহরুনা
২২৪৯জয়নগর মজিলপুরজেএনএমনা
২৩৫৪মথুরাপুর রোডনা
২৪৫৯মাধবপুরনা
২৫৬২লক্ষীকান্তপুরনা
২৬৬৮উদয়রামপুরনা
২৭৭২কুলপিনা
২৮৭৭করঞ্জলীনা
২৯৮৩নিশ্চিন্তপুর মার্কেটনা
৩০৮৪নিশ্চিন্তপুরনা
৩১৮৮মাধবনগরনা
৩২৯২কাশীনগরনা
৩৩৯৫কাকদ্বীপনা
৩৪১০৩উকিলেরহাটনা
৩৫১০৮নামখানাএনএমকেএনা

বজবজ শাখা লাইন

বজবজ শাখা লাইন
# বালিগঞ্জ থেকে দূরত্ব (কিমি) স্টেশনের নাম স্টেশনের কোড সংযোগ
বালিগঞ্জ জংশনবিএলএনপ্রধান (দক্ষিণ লাইন) / চক্ররেল লাইন
লেক গার্ডেন্সচক্ররেল লাইন
টালিগঞ্জচক্ররেল লাইন
নিউ আলিপুরচক্ররেল লাইন
মাঝেরহাটএমজেটিচক্ররেল লাইন
ব্রেসব্রীজনা
১১সন্তোষপুরনা
১৩আকড়ানা
১৭নুঙ্গীনা
১০১৯বজবজবিজিবিনা

ক্যানিং শাখা লাইন

ক্যানিং শাখা লাইন
# সোনারপুর থেকে দূরত্ব (কিমি) স্টেশনের নাম স্টেশনের কোড সংযোগ
সোনারপুর জংশনএসপিআরপ্রধান (দক্ষিণ লাইন)
বিদ্যাধরপুরনা
কালিকাপুরনা
চাম্পাহাটিনা
১০পিয়ালীনা
১২গৌড়দহনা
১৫ঘুটিয়ারী শরীফনা
১৮বেতবেড়িয়া ঘোলানা
২২তালদিনা
১০২৫মাতলা হল্টনা
১১২৮ক্যানিংসিজিনা

ডায়মন্ড হারবার শাখা লাইন

ডায়মন্ড হারবার শাখা লাইন
# বারুইপুর থেকে দূরত্ব (কিমি) স্টেশনের নাম স্টেশনের কোড সংযোগ
বারুইপুর জংশনবিআরপিপ্রধান (দক্ষিণ লাইন)
কল্যানপুরনা
দক্ষিণ দূর্গাপুরনা
হোটরনা
১০ধামুয়ানা
১২উত্তর রাধানগরনা
১৫মগরাহাটনা
১৮বাহিরপুয়া হল্টনা
২০সংগ্রামপুরনা
১০২৫দেউলানা
১১২৮নেতড়ানা
১২৩০বাসুলডাঙানা
১৩৩২গুরুদাসনগরনা
১৪৩৫ডায়মন্ড হারবারডিএইচনা

গঙ্গাসাগর মেলা

প্রতি বছর মকর সংক্রান্তির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থী আসে গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে। এই কারণে এই সময় নামখানা পর্যন্ত বিশেষ রেল চালানো হয়।[3][4]

ভবিষ্যত পরিকল্পনা

গঙ্গাসাগরে সাগর বন্দর নামে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার কথা হয়েছে। এর জন্য কাকদ্বীপ থেকে সাগরদ্বীপ পর্যন্ত ৪০ কিমি নতুন রেলপথ নির্মাণ করা হবে এবং মুড়িগঙ্গার উপর ৪.৫ কিমি রেল-সড়ক সেতু তৈরি করা হবে। দিকে ১.২৪ বিলিয়ন টাকা খরচে [[ক্যানিং]] থেকে রেলপথ [[গোসাবা]] পর্যন্ত ৬০ কিমি নতুন রেলপথ নির্মাণ করা হবে এবং সম্প্রসারিত করা হবে। দিকে ১.২৪ বিলিয়ন টাকা খরচে ক্যানিং থেকে রেলপথ গোসাবা পর্যন্ত ৬০ কিমি নতুন রেলপথ নির্মাণ করা হবে এবং সম্প্রসারিত করা হবে। ইতিমধ্যে অনুমোদন করা স্টেশন গুলির নাম হলো- ১)ক্যানিং-ভাঙনখালী ঘাট হল্ট, ২) সোনাখালী হল্ট, ৩) বাসন্তী জংশন, ৪) আমারুন(মসজিদবাটি) ও ৫) গদখালী টার্মিনাল। [5][6]


তথ্যসূত্র

  1. "The Chronology of Railway development in Eastern Indian"। railindia। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২
  2. "Travel: A Great Escape"। The Statesman, 13 June 2006। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২
  3. "Eastern Railway to run 80 spl trains for Ganga Sagar Mela"। newkerala.com। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২
  4. "Sagar trains"। Calcutta, India: The Telegraph, 30 November 2009। ৩০ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২
  5. "Land reclaim for Sagar port soon"। The Times of India, 23 June 2011। ২৩ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২
  6. "Rail link to tiger territory"। Calcutta, India: The Telegraph, 15 November 2009। ১৫ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২

বহিঃসংযোগ

বহিঃস্থ ভিডিও
Train leaving Budge Budge
Ganga Sagar pilgrims boarding ferry at Namkhana
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.