শিবপুর উচ্চ বিদ্যালয়
শিবপুর উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Shibpur High School) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় অবস্থিত একটি বিদ্যালয়। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধীনে পরিচালিত।[1][2]
শিবপুর উচ্চ বিদ্যালয় Shibpur High School | |
---|---|
ঠিকানা | |
![]() | |
৫২৬৬ | |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৫ |
ইআইআইএন | ১১৯৯৫৮ |
প্রধান শিক্ষক | মোঃ আব্দুল ওয়াহেদ |
ক্যাম্পাস | মফস্বল |
রং | |
অন্তর্ভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
ইতিহাস
শিবপুর উচ্চ বিদ্যালয়টি জোতবানী ইউনিয়নের শিবপুরে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।এর প্রতিষ্ঠাতা মোঃ আছাল উদ্দিন চৌধুরী।
অবকাঠামো
বিদ্যালয়ে মোট ৩ টি ভবন রয়েছে। মাঠের পূর্ব পাশের ভবনটি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। বাকি ২ টি ভবন শ্রেনীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের জন্য একটি গ্যারেজ ঘর রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের ভিতরে একটি ফুলের বাগান, উন্মুক্ত মঞ্চ, খেলার মাঠ এবং শহীদদের স্মরনে একটি শহীদ মিনার রয়েছে।
পঠিত বিষয় এবং কোর্স
এই বিদ্যালয়ে স্কুল শাখায় মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু রয়েছে এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে।
আরো দেখুন
তথ্যসূত্র
- "instituteweb"। ২২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- "Institute Basic Info"। Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.