শিকারীপাড়া ইউনিয়ন
শিকারীপাড়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
শিকারীপাড়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() শিকারীপাড়া ইউনিয়ন ![]() ![]() শিকারীপাড়া ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৩°৪২′৫৮.২৮৮″ উত্তর ৯০°৩′৪৮.১৭৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | নবাবগঞ্জ উপজেলা, ঢাকা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আলীমোর রহমান খান পিয়ারা |
আয়তন | |
• মোট | ৯.৭ বর্গকিমি (৩.৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৯,৯৫২ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৮৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও জনসংখ্যা
গ্রামের সংখ্যা: ২৫টি
মৌজার সংখ্যা: ১৭টি
মোট জনসংখ্যা: প্রায় ১৯,৯৫২ জন
ভোটার সংখ্যা: ১৪,৪৪৫ জন।
শিক্ষা
সাক্ষরতার হার: ৪৬.৮৯%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- প্রাথমিক বিদ্যালয়: ০৭টি
- উচ্চ বিদ্যালয়: ০২টি
- মাদ্রাসা: ০৩টি।
গ্রামসমূহের নাম
আনন্দ নগর, কন্ডপপুর, গঙ্গাদিয়া, গরিবপুর, চরবাগুরী, দাউদপুর, নট্টি, নরসিংহপুর, নয়াডাঙ্গী, নারায়নপুর, নূরপুর, পাঞ্জিপহুরী, বক্তারনগর, বিষমপুর, ভদ্রকান্দা, মনিকান্দা, মহেষপুর, লস্করকান্দা, শিকারীপাড়া, শিবপুর, শেখর নগর, শেরপুর, সুজাপুর, সোনাতলা, হাগ্রাদী।[2]
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান: আলীমোর রহমান খান পিয়ারা।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
সৈয়দ উবাইদুল্লা | — |
বাবু জ্ঞানেন্দ্র কুমার বালু মজুমদার | — |
ফেরদৌস আলী বেগ | — |
তোফাজ্জল হোসেন চৌধুরী | — |
হেলাল উদ্দিন আহমেদ | — |
গোলাম মোস্তফা | — |
হেলাল উদ্দিন আহমেদ | — |
এম.এ. জববার | ১৯৮৩-১৯৯২ |
আলীমোর রহমান খান পিয়ারা | ১৯৯২-২০০২ |
এম.এ. জববার | ২০০২-২০১১ |
আলীমোর রহমান খান পিয়ারা | ২০১১-চলমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "শিকারীপাড়া ইউনিয়ন"। shikariparaup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬।
- "শিকারীপাড়া ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.