শিউহর লোকসভা কেন্দ্র

শিওহর লোকসভা কেন্দ্র হল ভারতের বিহার রাজ্যের ৪০টি লোকসভা কেন্দ্রের অন্যতম।

বিধানসভা কেন্দ্র

শিওহর লোকসভা কেন্দ্র ছয়টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল:

  1. মধুবন
  2. চিরাইয়া
  3. ধাকা
  4. শিওহর
  5. রিগা
  6. বেলসন্দ

সাংসদ

শিওহর লোকসভা কেন্দ্র:[1]

  • ১৯৭৭: ঠাকুর গিরিজানন্দন সিং, জনতা পার্টি
  • ১৯৮০: রাম দুলারি সিনহা, ভারতীয় জাতীয় কংগ্রেস (আই)
  • ১৯৮৪: রাম দুলারি সিনহা, ভারতীয় জাতীয় কংগ্রেস
  • ১৯৮৯: হরি কিশোর সিং, জনতা দল
  • ১৯৯১: হরি কিশোর সিং, জনতা দল
  • ১৯৯৬: আনন্দ মোহন সিং, সমতা পার্টি
  • ১৯৯৮: আনন্দ মোহন সিং, সারা ভারত রাষ্ট্রীয় জনতা পার্টি
  • ১৯৯৯: মোহাম্মদ আনোয়ারুল হক, রাষ্ট্রীয় জনতা দল
  • ২০০৪: সীতারাম সিং, রাষ্ট্রীয় জনতা দল
  • ২০০৯: রমা দেবী, ভারতীয় জনতা পার্টি
  • ২০১৪: রমা দেবী, ভারতীয় জনতা পার্টি

নির্বাচনী ফলাফল

ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪: শিওহর
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রমা দেবী ৩,৭২,৫০৬ ৪৪.১৯
আরজেডি মোহাম্মদ আনোয়ারুল হক ২,৩৬,২৬৭ ২৮.০৩
এসপি লাভলি আনন্দ ৪৬,০০৮ ৫.৪৬
বিএসপি অঙ্গেশ কুমার ২৬,৪৪৬ ৩.১৪
কাউকে নয় উপরের কাউকে নয় ১১,৬৭০ ১.৩৮
জয়ের ব্যবধান
ভোটার উপস্থিতি ৮,৪২,৮৯৪ ৫৬.৭৩%
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Election Commission of India - General Elections 2004 - Partywise Comparison Since 1977 Lok Sabha Elections"। ১৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.