শাহেনশাহ (চলচ্চিত্র)

শাহেনশাহ হচ্ছে ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিট-প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনিশাপলা মিডিয়ার ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সেলিম খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান[2][3] নুসরাত ফারিয়া[4] ও নবাগতা রোদেলা জান্নাত[5], অমিত হাসান, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, নানা শাহ্, শিবা শানু, ডনডিজে সোহেল সহ প্রমুখ।

শাহেনশাহ
পরিচালকশামীম আহমেদ রনি
প্রযোজকসেলিম খান
চিত্রনাট্যকারশামীম আহমেদ রনি
কাহিনিকারআংশুমান ও প্রমিত
শ্রেষ্ঠাংশে
সুরকারস্যাভি গুপ্ত
চিত্রগ্রাহকসাইফুল শাহীন
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশাপলা মিডিয়া
মুক্তি
  •  মার্চ ২০২০ (2020-03-06)
দৈর্ঘ্য১৫২ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়প্রা. ২.৫ কোটি[1]

চলচ্চিত্রটি ২০১৯ সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি নির্ধারণ করা হলেও পরে চলচ্চিত্রটির প্রচারণার জন্য মুক্তির তারিখ পিছিয়ে ২০১৯ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। পরে ঈদুল ফিতরে শাকিব খানের প্রযোজিত পাসওয়ার্ড চলচ্চিত্র মুক্তির ফলে, আবারও মুক্তির তারিখ পিছিয়ে ঈদুল আযহায় নির্ধারণ করা হয়। ৪ দফা মুক্তির তারিখ পেছানোর পর চলচ্চিত্রটি ২০২০ সালের ৬ মার্চ মুক্তি পায়। এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি চলচ্চিত্রের প্রথম ট্রিজার মুক্তি পায়।[6][7][8]

অভিনয়

[9][10]

প্রযোজনা

উন্নয়ন

চলচ্চিত্রটির ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজিস। এছাড়াও এটির কস্টিউম ডিজাইনার ও নুসরাত ফারিয়ার মেকআপ ম্যান হিসাবে আছেন ফারিয়ার বড় বোন মারিয়া মৃত্তিকা।[11]

নির্মাণ-পূর্ব

২০১৮ সালে আগস্ট শাপলা মিডিয়ার ক্যাপ্টেন খান চলচ্চিত্রের দৃশ্যধারণের শেষে শাকিব খানের সাথে শাহেনশাহ নামের একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন প্রযোজক সেলিম খান। ২০১৮ সালের ৫ আগস্ট চ্যানেল আইকে এটি নিশ্চিত করেন তিনি। তিনি জানান, "শাকিব খান ও নুসরাত ফারিয়া শাহেনশাহ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে সিনেমায় কাজ করবেন। এই ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। ছবিতে আরেক নায়িকা থাকবে।" প্রযোজক আরও জানান ২০১৮ সালের ৫ আগস্ট শাকিব খান ও নুসরাত ফারিয়া চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হবেন।[12] এরপর ৭ আগস্ট পরিচালক শামীম আহমেদ রনি একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেন।[13] এরপর ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্রটির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়, যেখানে শাকিব খান ও নুসরাত ফারিয়া ছাড়াও নবাগতা রোদেলা জান্নাতের নাম ঘোষণা করা হয়। চ্যানেল আই জানায় রোদেলার আগে এই চলচ্চিত্রে নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করার কথা ছিল মডেল অভিনেত্রী তানজিন তিশার। প্রাথমিকভাবে চলচ্চিত্রে তানজিন তিশা কাজ করবেন বলে সম্মতি দিলেও পরে সরে আসেন। এরপর রোদেলা জান্নাতকে চূড়ান্ত করা হয়।[14]

চিত্রগ্রহণ

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর কক্সবাজারে শাহেনশাহর চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ-পূর্ব কাজ পুরোপুরি শেষ না হওয়ায় পেছানো হয় এটির চিত্রগ্রহণ।[15] ২০১৮ সালের ২৩ অক্টোবর এফডিসিতে শুরু হয় চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ।[16] প্রথম লটে ৩ নভেম্বর পর্যন্ত হয় এটির চিত্রগ্রহণ। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর ঢাকার পূবাইলে চিত্রগ্রহণের মাধ্যমে শেষ হয় চলচ্চিত্রটির কাজ। যেখানে অংশ নেন শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাতসহ চলচ্চিত্রের পুরো দল। এর আগে এফডিসি, আফতাব নগরসহ ঢাকার বিভিন্ন স্থানে কয়েক লটে চিত্রগ্রহণ করা হয়।[17] ২০১৯ সালের ১-৪ পর্যন্ত ফেব্রুয়ারি এফডিসিতে শাকিব খান-ফারিয়ার একটি গানের দৃশ্য ধারণ করা হয়[18] এবং ৫ ও ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের বিভিন্ন স্থানে শাকিব খান-রোদেলার একটি গানের চিত্রগ্রহণ করা হয়। সবগুলো গানের কোরিওগ্রাফ করেন ভারতের বাবা যাদব[19]

সঙ্গীত

শাহেনশাহ (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক)
রশিক আমার গানের প্রচ্ছদ
স্যাভি, ডাব্বু কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০২০
শব্দধারণের সময়২০১৮
ঘরানাচলচ্চিত্রের গান
দৈর্ঘ্য১৭:৩২
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীআনলিমিটেড অডিও ভিডিও
প্রযোজকস্যাভি, ডাব্বু
শাহেনশাহ থেকে একক গান
  1. "রসিক আমার"
    মুক্তির তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  2. "প্রেমের রাজা"
    মুক্তির তারিখ: ২১ মার্চ ২০১৯
  3. "ও প্রিয়া"
    মুক্তির তারিখ: ২৫ আগস্ট ২০১৯
  4. "তুই আমি চল"
    মুক্তির তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০১৮
স্যাভি কালক্রম
হইচই আনলিমিটেড
(২০১৮)
শাহেনশাহ
(২০১৯)
পাসওয়ার্ড
(২০১৯)
ডাব্বু কালক্রম
নেটওয়ার্ক
(২০১৯)
শাহেনশাহ
(২০১৯)

চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন স্যাভি, ডাব্বু, ইমরান মাহমুদুল ও লিংকন। এটির প্রথম গান মুক্তি পায় ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি।[20] রশিক আমার শিরোনামের এই গানের প্রথম চরণটি সংগৃহীত। বাকি কথাগুলো লিখেছেন প্রিয় ভট্টাচার্য্য এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন স্যাভি[21] গানটিতে কণ্ঠ দিয়েছেন স্যাভিকনাইমরান মাহমুদুলকনার গাওয়া "প্রেমের রাজা" শিরোনামের চলচ্চিত্রটির দ্বিতীয় গান মুক্তি পায় ২০১৯ সালের ২১ মার্চ। গানটির সুর ও সঙ্গীতায়োজন ডাব্বু এবং রচনা করেছেন প্রসেনজিৎ।[22][23] চলচ্চিত্রের তৃতীয় গান "ও প্রিয়া" ২০১৯ সালের ২৫ আগস্ট মুক্তি পায়। যা লিংকনের লেখা ও সুরে গেয়েছেন অশোক সিং।[24] "তুই আমি চল" শিরোনামের চলচ্চিত্রটির চতুর্থ ও শেষ মুক্তি পায় ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর। যেখানে কণ্ঠ দেন ইমরান ও আনিশা। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজে এবং এর গীত রচনা করেছেন স্নেহাশিস ঘোষ।[25] চলচ্চিত্রটির সবগুলো গান আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারকন্ঠশিল্পীদৈর্ঘ্য
১."রসিক আমার"প্রিয় চট্টোপাধ্যায়স্যাভি গুপ্তস্যাভিকনা৩:২৯
২."প্রেমের রাজা"প্রসেনজিৎ মল্লিকডাব্বুইমরানকনা৩:৫০
৩."ও প্রিয়া"লিংকনলিংকনঅশোক সিং৫:৩০
৪."তুই আমি চল"স্নেহাশিস ঘোষইমরানইমরান ও আনিশা৪:৪৩
মোট দৈর্ঘ্য:১৭:৩২

বাজারজাতকরণ ও মুক্তি

২০১৯ সালের ২৫ জানুয়ারি চলচ্চিত্রটির প্রচারণামূলক প্রথম ফার্স্ট লুক টিজার মুক্তি পায়।[26] ২০১৯ সালের ১১ মার্চ প্রকাশ করা হয় চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার।[27] ২০১৯ সালের ১২ মার্চ চলচ্চিত্রটি বিনাকর্তণে সেন্সর ছাড়পত্র পায়। এরপর ১৬ মার্চ সাজ্জাদুল ইসলাম সায়েমের তৈরিকৃত চলচ্চিত্রটির দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়।[28] ২০১৯ সালের ১ এপ্রিল ইউটিউবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ট্রেইলার প্রকাশ করা হয়।

মুক্তি

চলচ্চিত্র ২০২০ সালের ৬ মার্চ ৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পায়।[29][30]

তথ্যসূত্র

  1. "কত টাকার ব্যবসা করবে শাকিবের 'শাহেনশাহ'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  2. "আজ শেষ হচ্ছে শাকিব-ফারিয়া-রোদেলার 'শাহেনশাহ'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭
  3. প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'শাহেনশাহ' শাকিব, সঙ্গী ফারিয়া"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭
  4. "'শাহেনশাহ'র সঙ্গী নুসরাত ফারিয়া"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭
  5. "'শাহেনশাহ' ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা!"চ্যানেল আই অনলাইন। ২০১৮-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭
  6. "আবারও পিছিয়েছে শাকিব-ফারিয়ার সিনেমার মুক্তি"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০
  7. "৪ অক্টোবর নয়, আগামী ঈদে মুক্তি পাবে শাহেনশাহ"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০
  8. "এসেছে 'শাহেনশাহ'র টিজার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৩
  9. "শাহেনশাহ-র সঙ্গে প্রথম দেখা লায়লার"The Daily Star Bangla। ২০১৮-১১-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭
  10. "'শাহেনশাহ' শাকিবের 'প্রিয়া' রোদেলা জান্নাত"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৩
  11. "'শাহেনশাহ'তে ফারিয়ার বোন মারিয়াও!"Bangla Tribune। ২০১৯-০২-২৩। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫
  12. "শাকিব খানের নতুন ছবির নায়িকা নুসরাত ফারিয়া"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫
  13. "Shamim Ahamed Roni"www.facebook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫
  14. "'শাহেনশাহ' ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা!"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫
  15. "পিছিয়ে গেল শাকিবের 'শাহেনশাহ'র শুটিং"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫
  16. "১৫ ফেব্রুয়ারি আসছে 'শাহেনশাহ'"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৭
  17. "আজ শেষ হচ্ছে শাকিব-ফারিয়া-রোদেলার 'শাহেনশাহ'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  18. "কক্সবাজারে শাকিব খান"m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫
  19. "দম ফেলার সময় পাইনি: রোদেলা জান্নাত"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-১০। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫
  20. "প্রথম গানেই বাজিমাত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭
  21. "শাহেনশাহর রাজকীয় প্রচারণা"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০
  22. "প্রেমের রাজা শাকিব খান"m.rtvonline.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  23. "প্রেমের রাজা শাকিব খান"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  24. "মন ছুঁয়েছে শাকিব-ফারিয়ার রোমান্স"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  25. "শাকিবের সঙ্গে রোদেলার 'তুই আমি চল'"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  26. "এসেছে 'শাহেনশাহ'র টিজার"প্রথম আলো। ২৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯
  27. "তছনছ করে দিতে আসছে 'শাহেনশাহ'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১২। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  28. "'শাহেনশাহ'র নতুন পোস্টারে শাকিবের চমক"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  29. "অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'শাহেনশাহ'"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬
  30. "দেশের ৭৭ হলে মুক্তি পেল 'শাহেনশাহ'"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.