শাহাবাদ ইউনিয়ন

অবস্থান ও আয়তন

শাহাবাদ ইউনিয়নটি জেলা শহর থেকে ৫.০০ কিঃ মিঃ পশ্চিমে, নড়াইল-মাইজপাড়া সড়কের পা্শ্বে অবস্থিত। শাহাবাদ ইউনিয়নের উত্তরে- হবখালি ইউনিয়ন, পশ্চিমে- চন্ডিবরপুর ইউনিয়ননড়াইল পৌরসভা, দক্ষিণে- নড়াইল পৌরসভামুলিয়া ইউনিয়ন, পশ্চিমে- তুলারামপুর ইউনিয়নমাইজপাড়া ইউনিয়ন নড়াইল সদর নড়াইল অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ১৮.৮০ বর্গ কি.মি.।

প্রশাসনিক এলাকা

শাহাবাদ ইউনিয়নটি তেরটি গ্রামের সমান্বয় গঠিত; এগুলো হলোঃ সরসপুর, চরবিলা, ধোন্দা, ময়েনখোলা, তুজরডাঙ্গা, দলজিৎপুর, নারায়নপুর, গোপিকান্তপুর, সদানন্দকাঠি, দত্তপটি, আলোকদিয়া, চাঁদপুর, বিষ্ণুপুর।

শিক্ষা

শাহাবাদ ইউনিয়নে মোট শিক্ষার হারঃ৬০.৫২%

  • কলেজঃ০১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৪টি
  • প্রাথমিক বিদ্যালয়ঃ ০৯টি
  • মাদ্রাসাঃ ০২টি

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.