শাহবাজ নাদিম

শাহবাজ নাদিম (জন্ম: ১২ আগস্ট ১৯৮৯)[1] একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি ধীর গতির বাহাতি অর্থডক্স বল করে থাকেন। তিনি ২০০৪ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।[2] তিনি বিহারের দলের হয়ে অনূর্ধ্ব-১৪ যুব ক্রিকেটে খেলেছেন এবং বর্তমানে ঝাড়খন্ডের হয়ে খেলছেন। ২০১৯-২০২০ আইপিএলের মৌসুমে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ এর হয়ে প্রতিনিধিত্ব করছেন।[3]

শাহবাজ নাদিম
Shahbaz Nadeem
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশাহবাজ নাদিম
জন্ম (1988-07-15) ১৫ জুলাই ১৯৮৮
মোজাফফরপুর, বিহার, ভারত
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনবাহাতি অর্থডক্স
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২৯৬)
১৯ অক্টোবার ২০১৯ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪–বর্তমানঝাড়খণ্ড
২০১১–২০১৮দিল্লি ক্যাপিটালস (জার্সি নং ৮৮)
২০১৯–২০২০সানরাইজার্স হায়দ্রাবাদ (জার্সি নং ৮)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১১১ ১০৬
রানের সংখ্যা ২,১৩২ ৮৩০
ব্যাটিং গড় ১৪.৬০ ১৫.০৯
১০০/৫০ ০/০ ১/৭ ০/১
সর্বোচ্চ রান * ১০৯ ৫৩
বল করেছে ১০৪ ২৭,০৯৬ ৫,৬৩৮
উইকেট ৪২৮ ১৪৫
বোলিং গড় ১০.০০ ২৮.৪২ ২৭.৮০
ইনিংসে ৫ উইকেট ১৯
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/১৮ ৭/৪৫ ৮/১০
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৪৮/– ৩৩/–
উৎস: ইএসিএন ক্রিকইনফো, ২৩ অক্টোবর ২০১৯

প্রথম শ্রেণীর ক্রিকেট

২০০৪ সালের ডিসেম্বরে কেরলের বিরুদ্ধে রঞ্জি গ্রুপ ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।

লিস্ট এ ক্রিকেট

রঞ্জি অভিষেকের পরের মাসে ২০০৫ সালের জানুয়ারিতে ওডিশার বিরুদ্ধে রঞ্জি একদিবসীয়তে পূর্বাঞ্চলীয় গ্রুপ ম্যাচে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে।  

টি২০ ক্রিকেট

২০০৭ সালের এপ্রিলে ওডিশার বিরুদ্ধে আন্তঃরাজ্য টি২০ তে পূর্বাঞ্চলীয় গ্রুপ ম্যাচে টি২০ ক্রিকেটে অভিষেক ঘটে।  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

২০১১ সালের আইপিএল থেকে দিল্লি ডেয়ারডেভিলস সেট-আপে নিয়মিত, নাদিমকে প্লেয়িং ইলেভেনে নিয়মিত জায়গা পাওয়ার জন্য খ্যাতনামাদের সাথে লড়াই করতে হয়েছিল।

২০১২ আইপিএল

পাওয়ার প্লে তে মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন। রিচার্ড লেভিকে আউট করেন। নাদিম ম্যাচ সেরা হন। দিল্লি ৩ উইকেটে ম্যাচ জেতে।

ফিরতি লীগ ম্যাচে আবারও পাওয়ার প্লে তে মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন। আম্বতি রায়ডুকিরণ পোলার্ড এর উইকেট নেন। দিল্লি ৩৭ রানে ম্যাচ জেতে।

২০১৩ আইপিএল

কলকাতার বিরুদ্ধে ম্যাচে জ্যাক কালিসমনোজ তিওয়ারিকে আউট করেন।

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে পার্থিব প্যাটেলক্যামেরন হোয়াইটকে আউট করেন।

ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে মইসেস হেনরিকুইসকে আউট করেন।

টেস্ট ক্রিকেট

২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরের তৃতীয় তথা শেষ ম্যাচে টেস্ট অভিষেক ঘটে। অশ্বিন - জাডেজার সাথে তৃতীয় স্পিনার হিসেবে মাঠে নামেন। স্পেলের চতুর্থ ওভারে টেম্বা বাভুমাকে আউট করে প্রথম শিকার অর্জন করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সফরের প্রথম ম্যাচে টেস্ট অশ্বিনের সাথে সহ-স্পিনার হিসেবে মাঠে নামেন। ম্যাচে ভারতীয় স্পিনাররা তেমন সুবিধা করতে পারেননি। প্রায় ব্যাক্তিগত স্পেলের ২৯ ওভার বল করার পর বেন স্টোকসকে আউট করে ব্যাটিং জুটি ভাঙেন । ম্যাচ ড্র হয়।

তথ্যসূত্র

  1. Y. B. SARANGI (২ মে ২০১২)। "Surprise package"The Hindu
  2. "If a slot in the XI isn't empty, then you just wait for your chance - Shahbaz Nadeem"ESPN Cricinfo। ২১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯
  3. "Shahbaz Nadeem - Delhi Daredevils player - IPLT20.com"IPLT20। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.