শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা

হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা চট্টগ্রামের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা প্রায় ৫ একর জায়গা নিয়ে অবস্থিত। ২০১৭ সালের দাখিল পরীক্ষায় উক্ত মাদ্রাসা থেকে ভালো ফলাফল করে এবং উপজেলায় ১ম স্থান লাভ করে।[1]

শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত জানুয়ারি ১৯২৮ (1928-01-01)
প্রতিষ্ঠাতাছৈয়দ নুরুল হক শাহ
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থী১৩৭৬ জন (২০১৬)
ঠিকানা, , ,
শিক্ষাঙ্গনশহুরে
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভবিবল, ব্যাটমিন্টন
Map

অবস্থান

এটি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পটিয়া পৌরসভায় অবস্থিত। চট্টগ্রাম বাস টার্মিন্যাল হয়ে পটিয়া পৌরসভা সদর, পটিয়া পৌরসভা সদরেই অবস্থিত এই মাদ্রাসা ক্যাম্পাস বা চট্টগ্রাম রেল স্টেশন হয়ে পটিয়া রেল স্টেশন, পটিয়া রেল স্টেশনের নিকটেই এই মাদ্রাসা ক্যাম্পাস।[2]  

ইতিহাস

এই মাদরাসাটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছৈয়দ নুরুল হক শাহ এবং তিনিই মাদ্রাসার প্রথম অধ্যক্ষ।[3]

শিক্ষা কার্যক্রম

অত্র মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশ সরকারের আওতাধীন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুসারে। তবে ২০০৬ সাল পর্যন্ত এই মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত ছিলো। প্রাইমারী সমমানের ইবতেদায়ী স্তর পাঁচ বছর, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক সমমানের দাখিল ও জে.ডি.সি স্তর পাঁচ বছর, উচ্চ মাধ্যমিক সমমানের আলিম স্তর ২ বছর, স্নাতক সমমানের ফাযিল স্তর ৩ বছর এবং স্নাতকোত্তর সমমানের কামিল স্তর ২ বছর সহ মোট ১৭ টি শ্রেণীতে শিক্ষা কার্যক্রম চালু আছে।[2] এই মাদরাসায় ৫টি ভবন আছে।

বিভাগ সমূহ

এখানে হেফজ বিভাগ, ইবতেদায়ি, দাখিল, আলিম, কামিল, ফাযিল বিভাগ আছে। তাছাড়া লংগরখানা বা এতিমখানা আছে।

ফলাফল

হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে প্রতিবছর দাখিল, আলিম, কামিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে শিক্ষার্থীরা।

উল্লেখযোগ্য শিক্ষার্থী

  • মাওলানা নুরুল করিম
  • মুফতি ওবায়দুল হক নঈমী
  • মুফতি কাজী আবদুল ওয়াজেদ

তথ্যসূত্র

  1. "শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা পটিয়া উপজেলায় দাখিলে শীর্ষে"দৈনিক পূর্বকোণ। বাংলাদেশ। ১৫ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭
  2. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। "শাহচান্দ আউলিয়া কামিল (এম.এ) মাদ্রাসা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮
  3. হযরত শাহচান্দ আউলিয়া (রহমাতুল্লাহি আলাইহি) ও আল্লামা ছৈয়দ নুরুল হক শাহ (রহমাতুল্লাহি আলাইহি)'এর জীবনী ও কারামত: লেখক - ছৈয়দ হামিদুল হক

গ্যালারি

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.