শার্ল্‌রোয়া মেট্রো

শার্ল্‌রোয়া মেট্রো (ফরাসি: Métro de Charleroi;[1] পূর্বতন নাম Charleroi Premetro (ফরাসি: Métro léger de Charleroi)) বেলজিয়ামের ২৫ কিলোমিটার দীর্ঘ একটি হালকা রেলব্যবস্থা। কেন্দ্রীয় শার্লরোয়া ঘিরে একটি অশ্বখুরাকৃতি লাইন এবং গিলি ও আন্ডেরলুয়েস শহরতলীর দিকে চলে যাওয়া দুইটি শাখা নিয়ে নেটওয়ার্কটি গঠিত।

Charleroi Metro
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়Société Régionale Wallonne du Transport
অবস্থানCharleroi, Hainaut, Belgium
পরিবহনের ধরনPremetro/Light rail
লাইনের (চক্রপথের)
সংখ্যা
4
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
48 (incl. 10 underground)
ওয়েবসাইটTEC Homepage
চলাচল
চালুর তারিখ21 June 1976 (as light rail)
পরিচালক সংস্থাTEC Charleroi
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৩৩ কিমি (২১ মা)
রেলপথের গেজ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি) metre gauge
Network map (as of 22 June 2013)

পার্ক স্টেশনে একটি প্রি-মেট্রো ট্রাম

তথ্যসূত্র

  1. "Métro de Charleroi" (ফরাসি ভাষায়)। Transport En Commun Charleroi (TEC Charleroi)। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.