শার্লে ডে কেটেলারে
শার্লে ডে কেটেলারে (ওলন্দাজ: Charles De Ketelaere; জন্ম: ১০ মার্চ ২০০১) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব এসি মিলান এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০২২ সালে এসি মিলান হয়ে ডে কেটেলারে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১০ মার্চ ২০০১ | ||
জন্ম স্থান | ব্রুজস, বেলজিয়াম | ||
উচ্চতা | ১.৯২ মিটার (৬ ফুট ৩ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এসি মিলান | ||
জার্সি নম্বর | ৯০ | ||
যুব পর্যায় | |||
২০০৮–২০১৯ | ব্রুজ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯–২০২২ | ব্রুজ | ৯০ | (১৯) |
২০২২– | এসি মিলান | ৫ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৭ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ | ৪ | (১) |
২০১৮ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ | ১ | (০) |
২০১৯ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ | ৬ | (৩) |
২০২০– | বেলজিয়াম অনূর্ধ্ব-২১ | ৬ | (১) |
২০২০– | বেলজিয়াম | ৮ | (১) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২:১১, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ জুন ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৭ সালে, ডে কেটেলারে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
শার্লে ডে কেটেলারে ২০০১ সালের ১০ই মার্চ তারিখে বেলজিয়ামের ব্রুজসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
ডে কেটেলারে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬, বেলজিয়াম অনূর্ধ্ব-১৭, বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ১৭ ম্যাচে অংশগ্রহণ করে ৫টি গোল করেছেন।
২০২০ সালের ১১ই নভেম্বর তারিখে, ১৯ বছর, ৮ মাস ও ১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ডে কেটেলারে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[1] উক্ত ম্যাচের ৯১তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় তোরগান আজারের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[2] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[3] ম্যাচটি বেলজিয়াম ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[4] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে ডে কেটেলারে সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বেলজিয়াম | ২০২০ | ১ | ০ |
২০২১ | ৩ | ১ | |
২০২২ | ৪ | ০ | |
সর্বমোট | ৮ | ১ |
তথ্যসূত্র
- "Belgium vs. Switzerland - 11 November 2020 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২।
- "Belgium - Switzerland 2:1 (Friendlies 2020, November)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২।
- "Belgium - Switzerland, Nov 11, 2020 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২।
- Strack-Zimmermann, Benjamin। "Belgium vs. Switzerland"। www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)
- শার্লে ডে কেটেলারে – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে শার্লে ডে কেটেলারে (ইংরেজি)
- সকারবেসে শার্লে ডে কেটেলারে (ইংরেজি)
- বিডিফুটবলে শার্লে ডে কেটেলারে (ইংরেজি)
- ইইউ-ফুটবলে শার্লে ডে কেটেলারে (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে শার্লে ডে কেটেলারে (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে শার্লে ডে কেটেলারে (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে শার্লে ডে কেটেলারে (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে শার্লে ডে কেটেলারে (ইংরেজি)