শারমন লুইস
শারমন হ্যাকিম লুইস (ইংরেজি: Shermon Lewis; জন্ম: ২১ অক্টোবর, ১৯৯৫) সেন্ট অ্যান্ড্রুর মাউন্ট হর্ন এলাকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।[1][2] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের শেষদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শারমন হ্যাকিম লুইস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | মাউন্ট হর্ন, সেন্ট অ্যান্ড্রু, গ্রেনাডা | ২১ অক্টোবর ১৯৯৫||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৩১৬) | ৪ অক্টোবর ২০১৮ বনাম ভারত | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৩০ নভেম্বর ২০১৮ বনাম বাংলাদেশ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ নভেম্বর, ২০১৮ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে উইন্ডওয়ার্ড আইল্যান্ডস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করছেন শেরম্যান লুইস নামে পরিচিত শারমন লুইস।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
২০১৭ সাল থেকে শারমন লুইসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ১০ মার্চ, ২০১৭ তারিখে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের সদস্যরূপে প্রথম-শ্রেণীর রিজিওন্যাল ফোর ডে কম্পিটিশন ক্রিকেট প্রতিযোগিতায় অভিষেক ঘটে তার।[3] নভেম্বর, ২০১৭ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ-উইকেট লাভ করেন তিনি। রিজিওন্যাল ফোর ডে প্রতিযোগিতায় ত্রিনিদাদ ও টোবাগো দলের বিপক্ষে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।[4] ২৮ জুন, ২০১৮ তারিখে নর্দাম্পটনে অনুষ্ঠিত ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এ দলের সদস্যরূপে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তার।[5]
অক্টোবর, ২০১৯ সালে রিজিওন্যাল সুপার৫০ প্রতিযোগিতায় উইন্ডওয়ার্ড আইল্যান্ডস দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন।[6]
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন শারমন লুইস। ৪ অক্টোবর, ২০১৮ তারিখে রাজকূটে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ৩০ নভেম্বর, ২০১৮ তারিখে ঢাকায় স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।
২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের সদস্যরূপে ভারত গমন করেন। তিনি আলজারি জোসেফের স্থলাভিষিক্ত হন।[7] ৪ অক্টোবর, ২০১৮ তারিখে রাজকূটে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়।[8] চেতেশ্বর পুজারাকে আউট করে নিজস্ব প্রথম উইকেটের সন্ধান পান।
তথ্যসূত্র
- "Sherman Lewis"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৭।
- "Sherman Lewis"। Cricket Archive। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।
- "WICB Professional Cricket League Regional 4 Day Tournament, Windward Islands v Trinidad & Tobago at St George's, Mar 10-13, 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৭।
- "Mohammed, Ramdin lead T&T to three-day win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৭।
- "5th Match, England A Team Tri-Series at Northampton, Jun 28 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- "Windwards name squad for Super50s"। Stabroke News। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- "Sherman Lewis replaces Alzarri Joseph for India Tests"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।
- "1st Test, West Indies tour of India at Rajkot, Oct 4-8 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে শারমন লুইস (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে শারমন লুইস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)