শারদ পূর্ণিমা

শারদ পূর্ণিমা (কুমার পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, নবান্ন পূর্ণিমা,[1] কোজাগ্রত পূর্ণিমা বা কৌমুদী পূর্ণিমা[2] নামেও পরিচিত) হল একটি ধর্মীয় উৎসব যা হিন্দু চন্দ্র মাসের আশ্বিন মাসের পূর্ণিমা দিনে উদযাপিত হয় (সেপ্টেম্বর থেকে অক্টোবর) বর্ষাকালের সমাপ্তি চিহ্নিত করে । দক্ষিণ এশিয়া জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অঞ্চলে পূর্ণিমা রাতটি বিভিন্ন উপায়ে পালিত হয় ।

শারদ পূর্ণিমা
Idols of goddess Laxmi
কোজাগরী লক্ষ্মীর মূর্তি, এই দিনে তার পূজা করা হয়।
অন্য নামকুমার পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, নবান্ন পূর্ণিমা, কোজাগ্রত পূর্ণিমা বা কৌমুদী পূর্ণিমা
পালনকারীহিন্দু
ধরনহিন্দু উৎসব
উদযাপনপূজা এবং ফুল ও নৈবেদ্য নিবেদন করা।
তারিখআশ্বিন মাসের পূর্ণিমা তিথি
সংঘটনবার্ষিক

এই শুভ দিনে, রাধা কৃষ্ণ , শিব পার্বতী এবং লক্ষ্মী নারায়ণের মতো অনেক দৈব জুটি চাঁদের সাথে পূজা করা হয় এবং ফুল এবং পায়েস (ভাত এবং দুধের মিষ্টি খাবার) দেওয়া হয়। মন্দিরে দেবতারা সাধারণত সাদা রঙের পোশাক পরে থাকে যা চাঁদের উজ্জ্বলতা নির্দেশ করে। অনেকে এই রাতে পূর্ণ দিন উপবাস পালন করেন।

তাৎপর্য

শারদ পূর্ণিমা উৎসবের জন্য বল্লভাচার্য মন্দিরের কাপড় - পশ্চিম ভারত (19 তম সি. - 1927)

কোজাগরী পূর্ণিমা কোজাগর ব্রত পালনের সাথে সম্পর্কিত । লোকেরা সারাদিন উপবাস করে এই ব্রত পালন করে। হিন্দু সম্পদের দেবী লক্ষ্মীর এই দিনে জন্মগ্রহণ করে ।[3] বৃষ্টির দেবতা ইন্দ্রকে তার বাহন ঐরাবতের সাথেও পূজা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে শারদ পূর্ণিমার রাতে রাধা কৃষ্ণগোপীরা রাস (নৃত্যের রূপ) উৎসব করে। এই দিব্য রাসে অংশ নিতে শিব গোপেশ্বর মহাদেবের রূপ ধারণ করেছেন। ব্রহ্ম পুরাণ , স্কন্দ পুরাণ এবং লিঙ্গপুরাণে এই রাতের স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে । এমনও বিশ্বাস করা হয় যে, এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে অবতরণ করেন মানুষের কর্মকাণ্ড দেখার জন্য।[4]

উদযাপন

ভারত , বাংলাদেশনেপালের বিভিন্ন অঞ্চলে এই দিনটি ভিন্নভাবে পালিত হয় ।

ভারত ও বাংলাদেশ

বাংলাআসামে রাতটি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত । কোজাগরী বাংলায় অনুবাদ করে 'কে জেগে আছে'। এটা বিশ্বাস করা হয় যে এই রাতে দেবী লক্ষ্মী মানুষের বাড়িতে যান এবং তারা জেগে আছেন কি না তা পরীক্ষা করেন এবং জেগে থাকলে তাদের আশীর্বাদ করেন।[4]

গুজরাটের অনেক জায়গায় চাঁদের আলোর উপস্থিতিতে গরবা নৃত্য করা হয়।[5]

Kheer is served as a offering on this day
এই দিনে নৈবেদ্য হিসেবে খির পরিবেশন করা হয়

ভারতের উত্তর ও মধ্য রাজ্যে, যেমন উত্তরপ্রদেশ , বিহার , ঝাড়খণ্ড , মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় , রাতে খির তৈরি করা হয় এবং সারা রাত খোলা ছাদের জায়গায় চাঁদের আলোর নিচে রাখা হয়। পরের দিন খিরটি প্রসাদ হিসেবে খাওয়া হয়। এটি বিশ্বাস করা হয় যে এই রাতে চাঁদ থেকে অমৃতের ফোঁটা খিরে পতিত হয়।[6] এছাড়াও, এই রাতে দেবী লক্ষ্মীর পূজা করা হয়।[7][8]

বিহারের মিথিলা অঞ্চলে, সদ্য বিবাহিত বরের বাড়িতে বিশেষ উদযাপন হয়। বরের পরিবার তাদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে কনের পরিবার থেকে উপহার দেওয়া পান এবং মাখনা বিতরণ করে।[9][10]

ওড়িশায় , এই দিনে অবিবাহিত মহিলারা তাদের উপযুক্ত বর ( কুমার ) পাওয়ার জনপ্রিয় বিশ্বাস নিয়ে উপবাস করেন। অবিবাহিত মেয়েরা এই উৎসব উপলক্ষে চন্দ্রদেবের পূজা করে। ভোরবেলা চাঁদ অস্তমিত হলে পূজা শুরু হয়। পূজার সময় একটি কুলা (বাঁশের ফালা দিয়ে তৈরি) ব্যবহার করা হয়। কুলায় ভরা হয় চাল, আখ, পান, সুপারি, শসা, নারকেল এবং অন্যান্য সাতটি ফল যেমন আপেল, কলা ইত্যাদিতে। এবং সন্ধ্যায় তারা আবার পূর্ণিমার পূজা করে। সন্ধ্যায় তারা সকালের ভাজা ধানের সাথে ফল, দই, গুড় দিয়ে একটি থালা তৈরি করে তুলসীর সামনে চন্দ্র দেবতাকে নিবেদন করে উপবাস ভাঙে। এর পর পূর্ণিমার আলোয় মেয়েরা খেলাধুলা করে এবং গান গায়।

নেপাল

নেপালে , দিনটি কোজাগ্রত পূর্ণিমা নামে পরিচিত এবং এটি ১৫-দিনের দশইন উৎসব উদযাপনের সমাপ্তি ঘটায়।[2] কোজাগ্রত নেপালি ভাষায় অনুবাদ করে 'কে জেগে আছে' ।পূর্ব ভারতের ঐতিহ্যের মতো, নেপালি হিন্দুরা সারা রাত জেগে দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।[11] আত্মীয়দের কাছ থেকে দশাইনের টীকা (ললাটলিখন) গ্রহণেরও শেষ দিন।[12]

বাল্মীকি জয়ন্তী

ঋষি বাল্মীকি , হিন্দু মহাকাব্য রামায়ণের রচয়িতা

রামায়ণের রচয়িতা বাল্মীকির জন্মবার্ষিকী এই দিনে পালন করা হয় এবং এই দিনটিকে বাল্মীকি জয়ন্তী এবং প্রগত দিবস নামেও পরিচিত।[13] এ দিনে এই কিংবদন্তি কবি ও লেখককে স্মরণ করা হয়।[14]

আরো দেখুন

তথ্য সূত্র

  1. Maharashtra State Gazetteers: Ahmednagar। Director of Government Printing, Stationery and Publications, Maharashtra State। ১৯৭৬। পৃষ্ঠা 282।
  2. "आज कोजाग्रत पूर्णिमा, दशैंको समापन गरिँदै"Online Khabar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০
  3. "Sharad Purnima 2020: Laxmi Puja or Kojagiri Purnima Date(Tithi), Bhog And Prasad"NDTV.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০
  4. "Sharad Purnima 2022 date, time: Kojagiri Lakshmi Puja tithi, mahurat, vrat rituals"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০
  5. "शरद पूर्णिमा पर खेला गरबा, भगवान को लगाया खीर का भोग"Dainik Bhaskar (হিন্দি ভাষায়)।
  6. "Sharad Purnima 2022 Date: जानें शरद पूर्णिमा में रात भर खुले आसमान के नीचे क्यों रखी जाती है खीर"Times Now Navbharat (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮
  7. Edudwar, Team। "Kojagara Puja 2022: Vrat Date & Time, Importance, Pooja Vidhi"Edudwar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯
  8. "Kojagari Puja 2022: कल है कोजागरी पूजा, जानें मां लक्ष्मी के पूजन का मुहूर्त और महत्व"Dainik Jagran (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮
  9. "आज है मिथिलांचल का लोकपर्व कोजागरा, माता लक्ष्मी की जरूर करें आराधना"ETV Bharat News। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯
  10. "शरद पूर्णिमा आज, बन रहा है गजकेसरी का शुभ योग"Hindustan (hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯
  11. "सकियो दसैँ, महालक्ष्मीको आराधना गरी मनाइयो कोजाग्रत पूर्णिमा"Naya Patrika (নেপালী ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮
  12. "आज कोजाग्रत पूर्णिमा, गर्नुहोस् यी काम"Farakdhar || Nepal's Online Magazine (নেপালী ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮
  13. Dutta, Raajwrita (২০২২-১০-০৯)। "Happy Valmiki Jayanti 2022: Wishes, Images, Messages, Quotes, & Greetings"TheQuint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯
  14. Sharma, Mahima (২০২২-১০-০৯)। "Valmiki 2022 Jayanti: Date, Significance and Celebration | - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.