শারদ কাপুর
শারদ কাপুর (জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬")[1][2] একজন ভারতীয় অভিনেতা, যিনি হিন্দি এবং বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেছেন। তিনি ১৯৯৪ সালে মেরা প্যায়ারা ভারত নামে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, কাপুর তাঁর কেরিয়ার জুড়ে জয় হো, তামান্না , লক্ষ্য , এবং জোশ সহ বহু ছবিতে অভিনয় করেছেন। [3][4] তিনি লক্ষণরেখা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছিলেন।
শারদ কাপুর | |
---|---|
জন্ম | ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা সহকারী পরিচালক |
কর্মজীবন | ১৯৯৪–বর্তমান |
ওয়েবসাইট | www |
টেলিভিশন
সাল | ধারাবাহিক | চরিত্র | ভাষা | টিভি চ্যানেল | |
---|---|---|---|---|---|
১৯৯৫ | স্বাভিমান | গ্রোভার | হিন্দি | ডিডি ন্যাশনাল | |
১৯৯৫ | আঁখে | হিন্দি | |||
১৯৯৬ | চ্যাহাত অর নফরত | বিশাল সাক্সেনা | হিন্দি | জি টিভি |
চলচ্চিত্রের তালিকা
সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৯৪ | মেরা প্যায়ারা ভারত | হিন্দি | ||
১৯৯৫ | হাম ভি | হিন্দি | ||
১৯৯৬ | দস্তক | শারদ সুলে | হিন্দি | |
১৯৯৭ | বিশ্ববিধাতা | জয় বর্মা / রবি খান্না | হিন্দি | |
১৯৯৭ | তামান্না | সাজিদ খান | হিন্দি | |
১৯৯৭ | আঁখো মে তুম হো | প্রতাপ / রঞ্জিত | হিন্দি | |
১৯৯৭ | অচেনা অতিথি | প্রতাপ / রঞ্জিত | বাংলা | |
১৯৯৮ | ইসকি টোপি উসকে সর | জয় মালহোত্রা | হিন্দি | |
১৯৯৯ | সর এখন পর | শারদ কাপুর | হিন্দি | |
১৯৯৯ | ত্রিশক্তি | মহেশ (মুন্না) | হিন্দি | |
১৯৯৯ | কাহানি কিসমৎ কি | অ্যাডভোকেট প্রভু আশীষ কাপুর | হিন্দি | |
১৯৯৯ | ভাগ্য বিধতা | অ্যাডভোকেট প্রভু আশীষ কাপুর | বাংলা | |
২০০০ | আঘাজ (২০০০-এর চলচ্চিত্র) | লক্ষ্মণ (পুষ্পর ভাই) | হিন্দি | |
২০০০ | জোশ | প্রকাশ | হিন্দি | |
২০০০ | খউফ | ইন্সপেক্টর অর্জুন (Ritu's fiancé) | হিন্দি | |
২০০০ | রাধেশ্যাম সীতারাম | হিন্দি | ||
২০০১ | ক্যু কি... মে ঝুঠ নেহি বোলতা | আদর্শ | হিন্দি | |
২০০১ | সেন্সর | হিন্দি | ||
২০০১ | হাধ | শিবা | হিন্দি | |
২০০২ | হাতিয়ার | পাক্যা | হিন্দি | |
২০০২ | ইয়ে ক্যায়সি মহব্বত | রাহুল ঠাকরল | হিন্দি | |
২০০২ | জানি দুশমন: এক অনোখি কাহানী | ভিক্টর | হিন্দি | |
২০০২ | ইয়ে হ্যায় জলোয়া | বিক্রম (ভিকি) | হিন্দি | |
২০০২ | কুচ তুম কাহো কুচ হাম কাহে | Rudra Pratap Singh | হিন্দি | |
২০০২ | লাল সালাম (২০০২-এর চলচ্চিত্র) | ড.কন্না | হিন্দি | |
২০০৩ | এলওসি কার্গিল | হিন্দি | ||
২০০৩ | পথ | অভি | হিন্দি | |
২০০৩ | টাডা (চলচ্চিত্র) | উদয় রানা | হিন্দি | |
২০০৩ | কাশ আপ হমারে হোতে | রণদীপ রাজ মনকোটিয়া | হিন্দি | |
২০০৩ | জিন্দা দিল | অর্জুন | হিন্দি | |
২০০৪ | লক্ষ্য | মেজর বিনোদ সেনগুপ্ত | হিন্দি | |
২০০৪ | চট- আজ ইসকো, কাল তেরেকো | ইন্সপেক্টর লাল | হিন্দি | |
২০০৪ | প্ল্যান | হিন্দি | ||
২০০৪ | কালোচিতা | প্রদীপ গুরুং | বাংলা | |
২০০৫ | এক খিলাড়ি এক হাসিনা | সিবিআই ইন্সপেক্টর সারদেশাই/ইন্সপেক্টর বিজয় কাপুর | হিন্দি | |
২০০৫ | সওদা - দ্যা ডিল | হিন্দি | ||
২০০৫ | চাহাত – এক নেশা | জয়দেব | হিন্দি | |
২০০৫ | পরিনাম | রঘু/রাঘবেন্দ্র | বাংলা | |
২০০৫ | স্বামী ছিনতাই | Raja | বাংলা | |
২০০৬ | পানছি | হিন্দি | ||
২০০৭ | দহেক | বিক্রম লুথ্রা | হিন্দি | |
২০১০ | ওয়ান্টেড | সিবিআই ইন্সপেক্টর সেলিম খান | বাংলা | |
২০১০ | কলকাতা দ্যা মেট্রো লাইফ | বাংলা | ||
২০১৪ | হুক ইয়া ক্রুক | হিন্দি | ||
২০১৪ | জয় হো | ইন্সপেক্টর সিদ্দিকী | হিন্দি | |
২০১৯ | জাবাড়িয়া জোড়ী | লালন সিং | হিন্দি |
তথ্যসূত্র
- "Sharad Kapoor"। Hollywood.com। ২০১৬-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Birthday: Sharad Kapoor started his acting life with this film"। News Track (English ভাষায়)। ২০২০-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- "About Sharad Kapoor"। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬।
- Tribune.com.pk (২০১১-১১-২৫)। "Sharad Kapoor: In Pakistan and loving it"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শারদ কাপুর (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.