শামার ব্রুকস
শামার শাকাদ জসুয়া ব্রুকস (ইংরেজি: Shamarh Brooks; জন্ম: ১ অক্টোবর, ১৯৮৮) সেন্ট মাইকেল এলাকায় জন্মগ্রহণকারী বার্বাডীয় বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের শেষদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শামার শাকাদ জসুয়া ব্রুকস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | সেন্ট মাইকেল, বার্বাডোস | ১ অক্টোবর ১৯৮৮|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৩১৮) | ২২ আগস্ট ২০১৯ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২৪ জুলাই ২০২০ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৭ - বর্তমান | বার্বাডোস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৬ - ২০১৭ | সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৪ জুলাই, ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস দলের প্রতিনিধিত্ব করেন শামার ব্রুকস। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও, লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী তিনি।
শৈশবকাল
সবদিক দিয়েই তিনি কুশলতার স্বাক্ষর রেখে চলেছেন। অফ সাইডে দর্শনীয়ভাবে ও লেগের দিকে আলতো ছোঁয়ায় উঁচু করে রান সংগ্রহে তৎপরতা দেখান। তবে, টেস্টগুলোর চার ইনিংস শেষে এ দক্ষতা ফুঁটে উঠে। ক্রিকেটার হতে না পারলে বিদ্যুৎ প্রকৌশলী হবার দিকে ঝুঁকে পড়তেন।
অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সফলতার সাথে খেলেছেন। এ স্তরের ক্রিকেটে দুইটি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সদস্যরূপে অংশ নেন। তবে, প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাকে বেশ প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। ২০১২ সালে বার্বাডোস দল থেকে বাদ পড়েন। ২০১৫ সালে পুনরায় স্বরূপে আবির্ভূত হন। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ এ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হন।
কিশোর অবস্থাতেই তার মাঝে ক্রিকেট প্রতিভা লক্ষ্য করা যায়। ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলেন। ২০০৭ সালে বার্বাডোস দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে শুরু করেন। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দলের অধিনায়কের মর্যাদাপ্রাপ্ত হন।[1][2]
প্রথম-শ্রেণীর ক্রিকেট
২০০৭ সাল থেকে শামার ব্রুকসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। বেশ কয়েক বছর বার্বাডোস দলের পক্ষে খেলেন। তবে, তাকে কখনো পরিপূর্ণভাবে খেলতে দেখা যায়নি। ২০১২ সালে তার খেলার মান বেশ দূর্বলতর পর্যায়ে চলে যায়। মাত্র ৮.৪৪ গড়ে ৭৬ রান তুলেছিলেন। ফলে দল থেকে বাদ পড়েন।[2] ২০১২ সালে বার্বাডোস দল থেকে প্রত্যাখানের পর এ চিন্তা আরও বাস্তবের দিকে চলে যেতে থাকে। ২০০৭ সালে ঐ দলের পক্ষে খেলার পর থেকে তিনি মাত্র একটি অর্ধ-শতরানের ইনিংস খেলেছিলেন।
২০১৫ সালের পূর্ব-পর্যন্ত আর কোন প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করেননি তিনি।[3] তবে, খেলার জগতে প্রত্যাবর্তনের পরপরই উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে নিজস্ব প্রথম শতরানের ইনিংস খেলেন।[2][4] একই বছরে তিনি আরও দুইটি শতক করেন। ফলশ্রুতিতে, সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে খেলার জন্যে তাকে বোর্ড সভাপতি একাদশের সদস্য করা হয়। পরবর্তী পাঁচ বছরে তিনি পাঁচটি শতক ও বিশটি অর্ধ-শতক সহযোগে ৩৮.৬৯ গড়ে ৩০৯১ রান সংগ্রহ করতে পেরেছিলেন।[2]
অধিনায়কত্ব লাভ
টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের লক্ষ্যে ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দল ওয়েস্ট ইন্ডিজ এ দলের অধিনায়কত্ব করে অনানুষ্ঠিক টেস্টে অংশ নেন। ২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে ভারত এ দলের বিপক্ষে প্রথম খেলায় ৯১ রান তুলেছিলেন তিনি।[5] এরপর, দ্বিতীয় খেলায় অপরাজিত ১২১ রান তুলে ঐ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।[6][7]
প্রথম-শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ জানুয়ারি, ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজে সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[8][9] তবে, তাকে খেলানো হয়নি।
এরপর, জুলাই ও আগস্ট, ২০১৯ সালে ভারত এ দলের বিপক্ষে আরও একটি সিরিজে তাকে ওয়েস্ট ইন্ডিজ এ দলের অধিনায়ক হিসেবে রাখা হয়। শুরুতে তিনটি অনানুষ্ঠানিক টেস্টের অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে ক্রেগ ব্রেদওয়েটকে খেলার নেতৃত্বভার দেয়া হয়।[10][11] কিন্তু, আঘাতের কারণে ব্রেদওয়েট অপারগতা প্রকাশ করলে তিনি ঐ টেস্টগুলোরও অধিনায়কত্ব করেন।[12] উভয় খেলাতেই তিনি অর্ধ-শতরান করেছিলেন।[13][14]
ওয়েস্ট ইন্ডিজের শীর্ষস্থানীয় টুয়েন্টি২০ লীগ প্রতিযোগিতা ক্যারিবীয় প্রিমিয়ার লীগে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের পক্ষে খেলছেন তিনি। ২০১৬ ও ২০১৭ সালের প্রত্যেক মৌসুমেই চারটি করে খেলায় অংশ নেন। সবমিলিয়ে ২৩.৮০ গড়ে ও ১২০.২০ স্ট্রাইক রেটে ১১৯ রান তুলেছিলেন।[15][16]
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন শামার ব্রুকস। ২২ আগস্ট, ২০১৯ তারিখে নর্থ সাউন্ডে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৪ জুলাই, ২০২০ তারিখে ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
২০১৯ সালে পুনরায় তাকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরিয়ে আনা হয়। এবার তিনি সফরকারী ভারত দলের মুখোমুখি হন। ২০১৯ সালে সফরকারী ভারত দলের বিপক্ষে খেলার জন্যে তাকেসহ রাহকিম কর্নওয়ালকে টেস্ট সিরিজের জন্যে আমন্ত্রণ জানানো হয়।[17][18] ২২ আগস্ট, ২০১৯ তারিখে নর্থ সাউন্ডে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার অভিষেক পর্ব সম্পন্ন হয়।[19]
ভারত গমন
নভেম্বর, ২০১৯ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে একটিমাত্র টেস্ট নিয়ে গড়া সিরিজে অংশ নেন। ১১১ রান তুলের নিজস্ব প্রথম টেস্ট শতরান করেন।[20] জুন, ২০২০ সালে ইংল্যান্ড গমনার্থে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়।[21] মে, ২০২০ সালে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবার সময় নির্ধারণ করা হয়। কিন্তু, বিশ্বব্যাপী করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে জুলাই, ২০২০ সালে নিয়ে যাওয়া হয়েছিল।[22]
তথ্যসূত্র
- "Shamarh Brooks - Check Brooks's News, Career, Age, Rankings, Stats"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- Harris, David (১৫ আগস্ট ২০১৯)। "Late bloomer"। Barbados Today। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- "First-Class Matches played by Shamarh Brooks"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- "Full Scorecard of Barbados vs Windward Islands, WICB Professional Cricket League Regional 4 Day Tournament, 2nd Innings - Score Report"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- "West Indies A vs India A: Ambris, Brooks help West Indies A take 250-run lead against India A"। Times of India। ৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- "Shamarh Brooks' gritty ton helps West Indies A reach 301/9 against India A on Day 1 of 2nd unofficial Test"। Firstpost। ১১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- "India A v West Indies A unofficial Test Series, 2018 Cricket Team Records & Stats"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- "Darren Bravo returns to West Indies Test squad to face England"। ESPNcricinfo। ১৫ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৯।
- "Jamaican John Campbell called up for Test duty"। Loop Jamaica। ১৬ জানুয়ারি ২০১৯। ২৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- Levy, Leighton (১৩ জুন ২০১৯)। "Test hopefuls to prove themselves against India 'A' next month"। SportsMax। ১৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "Strong Windies A teams named"। Barbados Today। ১৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "West Indies Selectors Make Changes To 'A' Squad as Brathwaite, Dowrich Injured"। Cricket Next। ২৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "Recent Match Report - West Indies A vs India A 1st unofficial Test 2019"। ESPNcricinfo। ২৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "India A vs West Indies A: Montcin Hodge, Shamarh Brooks strike fifties to take hosts to 243/5 on Day 1 of second unofficial Test"। First Post। ১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "Caribbean Premier League, 2016 - St Kitts and Nevis Patriots Cricket Team Records & Stats"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "Caribbean Premier League, 2017 - St Kitts and Nevis Patriots Cricket Team Records & Stats"। ESPncricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "Rahkeem Cornwall makes it to West Indies Test squad"। ESPNcricinfo। ১০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯।
- Bijoy (১০ আগস্ট ২০১৯)। "Uncapped Rahkeem Cornwall, Shamarh Brooks in Windies squad for India Test series"। CricTracker। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "1st Test, ICC World Test Championship at North Sound, Aug 22-26 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯।
- "Shamarh Brooks' maiden ton inflates lead to 90"। CricBuzz। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- "Darren Bravo, Shimron Hetmyer, Keemo Paul turn down call-ups for England tour"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০।
- "Squad named for Sandals West Indies Tour of England"। Cricket West Indies। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে শামার ব্রুকস (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে শামার ব্রুকস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)