শামসুল আইম্মা

শামসুল আইম্মা (আরবি:شمس الائمة) শামস (شمس) অর্থ হলো- সূর্য। আইম্মা(الائمة)শব্দটি বহুবচন। একবচন হলো- ইমাম (امام)অর্থ-নেতা, প্রধান,(নামাযের)ইমাম। একটি দলকে বুঝানোর জন্য বলা হয়।

শামসুল আইম্মা উপাধীপ্রাপ্ত

আল্লামা শামী লিখেছেন- হানাফী উলামায়ে কেরামদের মধ্যে কয়েকজন এই উপাধীতে ভূষিত হয়ে ছিলেন-

  • শামসুল আইম্মা সারাখসী।
  • শামসুল আইম্মা আবদুল আজিজ আল-হুলওয়ানি।
  • শামসুর আইম্মা আওযজানদী। যার নাম মাহমুদ।
  • শামসুল আইম্মা আল-করদরী। যার নাম মুহাম্মদ ইবনে সাত্তার
  • শামসুল আইম্মা বকর বিন মুহাম্মদ জারঞ্জরী
  • শামসুল আইম্মা ইমাদুদ্দীন উমর ইবনে বকর জারঞ্জরী
  • শামসুল আইম্মা বায়হাকী

সাধারণত ব্যবহার

তবে যখন সাধারণত ‘শামসুল আইম্মা’ উপাধি বলা হয়, তখন এর অর্থ হানাফির সুপরিচিত ইমাম শামসুল আইম্মা মুহাম্মদ ইবনে আহমদ ইবনে সাহাল আস-সারাখসী। [1] বাহরুর রায়েক গ্রন্থে লিখেছে- যখনই ‘শামসুল আইম্মা’ বলা হবে নির্দিধায় তার দ্বারা উদ্দেশ্য হবে আল্লামা সারাখসী।

ইমাম সারাখসী

নাম: মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আবু সাহাল আবু বকর আস-সারাখসী(মৃত্যু: ৪৮৩ হিজরী )।যিনি মাবসূত গ্রন্থের লেখক।[2]

তথ্যসূত্র

  1. طبقات الحنفیہ 1/375
  2. مصطلحات الألقاب عند فقہا المذاہب الأربعہ۔ عبد الحق حميش،ناشر الشريعہ والدراسات الإسلامیہ الكويت
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.