শাফিন আহমেদ

শাফিন আহমেদ (জন্ম ফেব্রুয়ারি ১৪) একজন বাংলাদেশী সংগীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ড এর একজন সদস্য। তিনি বর্তমানে মাইলস এর বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে। শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেইসময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাওফিরে এলেনা অন্যতম।[1]

শাফিন আহমেদ
শাফিন আহমেদ (জানুয়ারি ২০১৯)
শাফিন আহমেদ (জানুয়ারি ২০১৯)
প্রাথমিক তথ্য
জন্ম (1961-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৬১
ঢাকা, বাংলাদেশ
ধরনরক পপ
পেশাসুরকার মিউজিশিয়ান
বাদ্যযন্ত্রভোকাল বেজ গিটারিস্ট
কার্যকাল১৯৮৪ থেকে বর্তমান

রিদম অব লাইফ

শাফিন, জানুয়ারি ১২, ২০১০ সালে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন।[2] এবং রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন।[3] এই দলে তার সাথে যোগ দেন ওয়াসিউন(গীটার), শাহিন(গীটার), সুমন(কি-বোর্ড), উজ্জ্বল(পার্কিশন), শামস(বেজ গিটার) এবং রূমি(ড্রামস)। কিন্তু একই বছরের শেষেরদিকে শাফিন আবারো মাইলসে ফিরে আসেন।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. http://www.bbc.co.uk/bengali/in_depth/2010/06/100616_shafin_interview.shtml
  2. "Shafin leaving Miles"Prothom Alo। সংগ্রহের তারিখ ২০১০-০১-১৬
  3. "Shafin formed Rhythm of Life"Prothom Alo। সংগ্রহের তারিখ ২০১২-১০-৩০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.