শফক নাজ

শাফাক নাজ (জন্মঃ ৭ ফেব্রুয়ারি, ১৯৯২)[1] একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। বর্তমানে তিনি সাব টিভিতে "চিড়িয়া ঘর" ধারাবাহিকে ময়ুরী নামক একটি চরিত্রে কাজ করছেন।[2][3]

শাফাক নাজ
"শুভ বিবাহ" ধারাবাহিকে শাফাক নাজ
জন্ম৭ ফেব্রুয়ারি ১৯৯২
জাতীয়তা ভারত
পেশাঅভিনেত্রী
আত্মীয়ফলক নাজ (বোন)

প্রাথমিক জীবন এবং টেলিভিশন কর্মজীবন

নাজ ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারিতে ভারতের উত্তর প্রদেশের মেরঠ শহরে জন্মগ্রহণ করেন। মডেল হিসেবে তিনি প্রাথমিকভাবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি টেলিভশন শিল্পে আগমন করেন এবং বর্তমানে তিনি নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত টেলিভিশন ধারাবাহিক মহাভারত (২০১৩-এর টিভি ধারাবাহিক) স্টার প্লাস চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। এটি ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হয়ে আসছে। উক্ত ধারাবাহিকে তিনি কুন্তী (পান্ডবের মায়ের) চরিত্রে অভিনয় করছেন।

টেলিভিশন

বছরধারাবাহিকভূমিকাচ্যানেলবর্ণনা
২০১০সপনা বাবুল কা...বিদাইগুনিস্টার প্লাসপর্ব
২০১১সংস্কার লক্ষ্মীরন্ধলজি টিভি
২০১১ক্রাইম প্যাট্রোলরিয়াসেট ইন্ডিয়াপর্ব ৪২ (১৭ সেপ্টেম্বর ২০১১)
ত্রূপ্তীপর্ব ৫৭ (১১ নভেম্বর ২০১১)
২০১২শুভ বিবাহকরুণা সক্সেনাসেট ইন্ডিয়াপর্ব ১-৮৯ (২৭ শে ফেব্রুয়ারি - ২৯ শে জুন ২০১২)
২০১২ফিয়ার ফাইল্সনেহা পরান্জাপেজি টিভিপর্ব ৩ (৭ জুলাই ২০১২)
২০১২তেরি মেরি লাভ স্টোরিস্পরীস্টার প্লাসপর্ব ৫ (২৫ শে আগস্ট ২০১২)
২০১২লাভ ম্যারিজ ইয়া এ্যারেঞ্জ ম্যারিজপুজাসেট ইন্ডিয়া
২০১২গূমরাহ্ (সিজন 2)পল্লবীচ্যানেল [ভি] ভারতপর্ব ৮৬ (১৫ অক্টোবর ২০১২)
২০১৩মৈডওয়েন্চার্সস্বয়ং (প্রতিযোগী)এ.আর.ওয়াই. ডিজিটালপর্ব ১-৪ (২২ শে ফেব্রুয়ারি - ১৫ মার্চ ২০১৩)
২০১৩-১৪মহাভারত (২০১৩-এর টিভি ধারাবাহিক)কুন্তীস্টার প্লাসপর্ব ১৬ (৭ অক্টোবর ২০১৩) অগ্রে
২০১৪–বর্তমানচিড়িয়া ঘরময়ুরী গৌমূখ নারায়ণসাব টিভিপর্ব ৭৫৫ (১৩ অক্টোবর ২০১৪)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Shafaq Naaz"Cintaa। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৪
  2. "Is Shafaq Naaz miffed with Mahabharat makers?"। Indiatimes। ২০১৩-১১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২১
  3. "I am the modern version of Kunti: Shafaq Naaz - Times Of India"। Indiatimes। ২০১৩-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২১

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.