শাপলাপুর ইউনিয়ন
শাপলাপুর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন।
শাপলাপুর | |
---|---|
ইউনিয়ন | |
৪নং শাপলাপুর ইউনিয়ন পরিষদ | |
শাপলাপুর শাপলাপুর | |
স্থানাঙ্ক: ২১°৩৮′৫৮″ উত্তর ৯১°৫৭′৪৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | মহেশখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এস এম আব্দুল খালেক চৌধুরী (এডভোকেট) (আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ১৩৬.৮০ বর্গকিমি (৫২.৮২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৪,৬৬৪ |
• জনঘনত্ব | ২৫০/বর্গকিমি (৬৬০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩১.১৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
শাপলাপুর ইউনিয়নের আয়তন ৩৩,৮০৩ একর (১৩৬.৮০ বর্গ কিলোমিটার)।[1] এটি আয়তনের দিক থেকে কক্সবাজার জেলার সবচেয়ে বড় ইউনিয়ন।[2]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী শাপলাপুর ইউনিয়নের লোকসংখ্যা ৩৪,৬৬৪ জন। এর মধ্যে পুরুষ ১৭,৯৬৪ জন এবং মহিলা ১৬,৭০০ জন।[3]
অবস্থান ও সীমানা
মহেশখালী উপজেলার পূর্বাংশ জুড়ে শাপলাপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার।[3] এ ইউনিয়নের উত্তরে কালারমারছড়া ইউনিয়ন; পশ্চিমে কালারমারছড়া ইউনিয়ন ও হোয়ানক ইউনিয়ন; দক্ষিণে বড় মহেশখালী ইউনিয়ন ও ছোট মহেশখালী ইউনিয়ন এবং পূর্বে মহেশখালী চ্যানেল, কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন, ডুলাহাজারা ইউনিয়ন, সাহারবিল ইউনিয়ন ও বদরখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
শাপলাপুর ইউনিয়ন মহেশখালী উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত।[3]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | ষাইটমারা |
২নং ওয়ার্ড | জে এম ঘাট |
৩নং ওয়ার্ড | জামিরছড়ি, বাড়িয়াছড়ি, মিঠাছড়ি |
৪নং ওয়ার্ড | মৌলভী কাটা, ঘোনাপাড়া |
৫নং ওয়ার্ড | পশ্চিমপাড়া, রাখাইনপাড়া, মনিপুর, সচিমারপাড়া, পূর্ব নাপিতপাড়া |
৬নং ওয়ার্ড | সাতঘরপাড়া, পুইচ্ছড়িপাড়া, জাহিদাঘোনা, ধুইল্লাছড়ি |
৭নং ওয়ার্ড | মুকবেকী,বড়খোলা পাড়া, |
৮নং ওয়ার্ড | ছাদেকের কাটা, নয়াপাড়া, মুরুংঘোনা, বাড়িয়াপাড়া |
৯নং ওয়ার্ড | কায়দাবাদ, দিনেশপুর, কুতুবদিয়াপাড়া |
শিক্ষা ব্যবস্থা
শাপলাপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.১৬%। এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা
- ষাইটমারা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- শাপলাপুর উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- জে এম ঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুকবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাকের মোহাম্মদ কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ষাইটমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
শাপলাপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান দুইটি সড়ক হল গোরকঘাটা-শাপলাপুর সড়ক এবং কালারমারছড়া-শাপলাপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা।
ধর্মীয় উপাসনালয়
শাপলাপুর ইউনিয়নে ৪৪টি মসজিদ ও ৬টি মন্দির রয়েছে। বড়খোলাপাড়া জামে মসজিদ।
খাল ও নদী
শাপলাপুর ইউনিয়নের পূর্ব দিকে রয়েছে মহেশখালী চ্যানেল।[9]
হাট-বাজার
শাপলাপুর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল জে এম ঘাট বাজার, শাপলাপুর বাজার এবং কায়দাবাদ বাজার।[10]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: এস এম আব্দুল খালেক চৌধুরী (এডভোকেট)
আরও দেখুন
তথ্যসূত্র
- "মহেশখালী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
- "এক নজরে শাপলাপুর ইউনিয়ন - শাপলাপুর ইউনিয়ন - শাপলাপুর ইউনিয়ন"। shaplapurup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - শাপলাপুর ইউনিয়ন - শাপলাপুর ইউনিয়ন"। shaplapurup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- "মাদ্রাসা - শাপলাপুর ইউনিয়ন - শাপলাপুর ইউনিয়ন"। shaplapurup.coxsbazar.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - শাপলাপুর ইউনিয়ন - শাপলাপুর ইউনিয়ন"। shaplapurup.coxsbazar.gov.bd।
- "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - শাপলাপুর ইউনিয়ন - শাপলাপুর ইউনিয়ন"। shaplapurup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41202&union=04%5B%5D
- "খাল ও নদী - শাপলাপুর ইউনিয়ন - শাপলাপুর ইউনিয়ন"। shaplapurup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- "হাট বাজারের তালিকা - শাপলাপুর ইউনিয়ন - শাপলাপুর ইউনিয়ন"। shaplapurup.coxsbazar.gov.bd।