শান্তিলাল মুখার্জি
শান্তিলাল মুখার্জি বা শান্তিলাল মুখোপাধ্যায় একজন ভারতীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।[1][2]
শান্তিলাল মুখার্জি | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
জীবনী
শান্তিলাল কলকাতায় জন্মগ্রহণ করেন।খুব অল্প বয়সে তার বাবা মারা যান।তিনি সারসুনা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেন।তিনি নয়া আলিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন।তিনি স্নাতক করেন আশুতোষ কলেজ থেকে। অভিনেতা রমাপ্রসাদ বণিক তার অভিনয় জীবনের গুরু।[2]
চলচ্চিত্রের তালিকা
- রসগোল্লা (২০১৯)
- গোয়েন্দা তাতার (২০১৯)
- ভাইজান এলো রে (২০১৮)
- হইচই আনলিমিটেড (২০১৮)
- নীলাচলে কিরীটী (২০১৮)
- পরী (২০১৮) ... পুলিশ ইন্সপেক্টর
- আমার আপনজন (২০১৭)
- বেপরোয়া (২০১৬)
- গ্যাংস্টার (২০১৬)
- এম.এস. ধনী: দ্যা আনটোল্ড স্টোরি (২০১৬) ... সরকার
- ব্যোমকেশ ও চিড়িয়াখানা (২০১৬)
- ব্যোমকেশ বকশী (২০১৫)
- চতুষ্কোণ (২০১৩)
- পেন্ডুলাম (২০১৪
- দ্য রয়েল বেঙ্গল টাইগার (চলচ্চিত্র) (২০১৪)
- চিরদিনই তুমি যে আমার ২(২০১৪)
- বাড়ি তার বাংলা(২০১৪)
- কাঙাল মালসাট (২০১৩)
- কানামাছি (২০১৩)
- ছায়াময় (২০১৩)
- কিডনাপার (২০১৩)
- লে হালুয়া লে (২০১২)
- মাচো মাস্তানা (২০১২)
- কাহানী (২০১২)
- মনের মানুষ (২০১০)
- কালের রাখাল (২০০৯)
- চাওয়া পাওয়া (২০০৯)
- কালবেলা (২০০৯)
- অনুরণন (২০০৬)
- শিকার (২০০৬)
- অন্তরমহল (২০০৫) কণ্ঠশিল্পী
- বাদশা দা কিং (২০০৪)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.